নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের একজন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।
ব্রাজিলের কোনো উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটা প্রথম বাংলাদেশ সফর হওয়ায় মাউরো ভিয়েরার এই সফরের বিশেষ তাৎপর্য আছে। মাউরো ভিয়েরার এই সফরের আলোচিত একটি বিষয় ছিল বাংলাদেশের ফুটবলও। যদিও চুক্তিতে কী কী বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, সেটার দেখভাল করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জানা গেছে, এবার ভিয়েরার সফরে ফুটবল নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন, চুক্তি নিয়ে আগ্রহ আছে ব্রাজিলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জানতে চাওয়া হয়েছিল, চুক্তি হলে তাদের দাবি-দাওয়া কী থাকতে পারে।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বললেন, ‘আমরা যথেষ্টই চেয়েছি। কিন্তু চুক্তি মূলত আগেই প্রস্তুত করা হয়েছে। ব্রাজিল যতটুকু দিতে চাইবে, চুক্তিতে ততটুকুই উল্লেখ করা থাকবে। এটা মন্ত্রণালয় প্রস্তুত করেছে, আমাদের বলা হয়েছিল আমরা আরও কিছু যোগ করতে চাই কি না। আমরা কোচ, একাডেমি, প্রশিক্ষণে সহায়তা চেয়েছি। বিশেষ করে ব্রাজিলের বয়সভিত্তিক নারী-পুরুষ দলকে নিয়মিত যেন বাংলাদেশে খেলতে আসে। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলো বাংলাদেশে খেললে সেটা আমাদের বড় উপকার হবে।’
ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে দেখা হয়েছিল একবারই। ১৯৯০ সালে সুইডেনে গোথিয়া কাপে ব্রাজিল অনূর্ধ্ব-১৪ দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও সেই দলে ফুটবলারদের বয়স নিয়ে বাংলাদেশেই উঠেছিল বিতর্ক।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের একজন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।
ব্রাজিলের কোনো উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটা প্রথম বাংলাদেশ সফর হওয়ায় মাউরো ভিয়েরার এই সফরের বিশেষ তাৎপর্য আছে। মাউরো ভিয়েরার এই সফরের আলোচিত একটি বিষয় ছিল বাংলাদেশের ফুটবলও। যদিও চুক্তিতে কী কী বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, সেটার দেখভাল করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জানা গেছে, এবার ভিয়েরার সফরে ফুটবল নিয়ে কোনো চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন, চুক্তি নিয়ে আগ্রহ আছে ব্রাজিলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জানতে চাওয়া হয়েছিল, চুক্তি হলে তাদের দাবি-দাওয়া কী থাকতে পারে।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বললেন, ‘আমরা যথেষ্টই চেয়েছি। কিন্তু চুক্তি মূলত আগেই প্রস্তুত করা হয়েছে। ব্রাজিল যতটুকু দিতে চাইবে, চুক্তিতে ততটুকুই উল্লেখ করা থাকবে। এটা মন্ত্রণালয় প্রস্তুত করেছে, আমাদের বলা হয়েছিল আমরা আরও কিছু যোগ করতে চাই কি না। আমরা কোচ, একাডেমি, প্রশিক্ষণে সহায়তা চেয়েছি। বিশেষ করে ব্রাজিলের বয়সভিত্তিক নারী-পুরুষ দলকে নিয়মিত যেন বাংলাদেশে খেলতে আসে। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলো বাংলাদেশে খেললে সেটা আমাদের বড় উপকার হবে।’
ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে দেখা হয়েছিল একবারই। ১৯৯০ সালে সুইডেনে গোথিয়া কাপে ব্রাজিল অনূর্ধ্ব-১৪ দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও সেই দলে ফুটবলারদের বয়স নিয়ে বাংলাদেশেই উঠেছিল বিতর্ক।

বিকেলে আজ সাংবাদিকদের সামনে বেফাঁস মন্তব্য করে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এবার তাঁর পদত্যাগের দাবি উঠেছে। যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে খেলা বন্ধের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা।
১৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
৩৪ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে