ক্রীড়া ডেস্ক

রেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস গতকাল আয়ের ভিত্তিতে ক্রীড়াবিদদের একটি তালিকা করেছে। ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের বেতন, বোনাস, পৃষ্ঠপোষক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের আয়ের উৎস ধরে। সবশেষ হালনাগাদ করা তালিকায় ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করে সবার ওপরে রোনালদো। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৩৩৪০ কোটি টাকা। পর্তুগিজ ফরোয়ার্ড গত এক বছরে এই অর্থ উপার্জন করেছেন। হ্যাটট্রিকসহ সব মিলিয়ে পাঁচবার সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ হলেন রোনালদো।
ফোর্বসের তথ্য অনুযায়ী ২০২৫ সালে সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদের তালিকায় দুইয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি। ১৫ কোটি ৬০ লাখ ডলার গত এক বছরে উপার্জন করেছেন (১৮৯৪ কোটি ৫৯ লাখ টাকা)। তিন ও চারে থাকা টাইসন ফুরি ও ড্যাক প্রেসকাটের আয় ১৭৭৩ কোটি ১৪ লাখ টাকা ও ১৬৬৩ কোটি ৮৪ লাখ টাকা। আর রোনালদোর সঙ্গে যে লিওনেল মেসির এত তুলনা, সেই মেসির অবস্থান ফোর্বসের তালিকায় পাঁচ নম্বরে। মেসি গত এক বছরে আয় করেছেন ১৬৩৯ কোটি ২৬ লাখ টাকা আয় করেছেন।
বার্সেলোনায় দুই দশক থাকার পর মেসি ২০২১ সালে চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। তবে পিএসজির পরিবেশ ২০২৩ সালে মেসির জন্য বিষাক্ত হয়ে ওঠে। সেই বছরের (২০২৩) জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। যোগ দেওয়ার পর বিখ্যাত প্রযুক্তির কোম্পানি অ্যাপলের সঙ্গে চুক্তি করেছেন। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে মেসির চুক্তি দীর্ঘদিনের। তবে গত এক বছরে মেসির আয় তেমন বাড়েনি। ১৬৩৯ কোটি ২৬ লাখ টাকা আয় করে ২০২৪ সালে তিনে ছিলেন তিনি।
আয় না বাড়লেও মেসি গত বছরে দুটি মেজর শিরোপা জিতেছেন। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতেছেন ইন্টার মায়ামির হয়ে। আর চিলিকে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলে ছিলেন তিনি। আর রোনালদোর আয় বাড়লেও মাঠের পারফরম্যান্সে সাফল্য নেই বললেই চলে। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কিছুই জিততে পারেননি তিনি। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগ জয়ের সম্ভাবনাও এক অর্থে শেষ হয়ে গেছে তাঁর। ক্লাব, আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোল ৯৩৪। ৪০ পেরোনো পর্তুগিজ এই ফরোয়ার্ড যেভাবে ছুটে চলেছেন, তাতে তাঁর নামের পাশে ১০০০ গোল উঠে যাবে দ্রুতই।
| নাম | খেলা | আয় (টাকা) |
|---|---|---|
| ক্রিস্টিয়ানো রোনালদো | ফুটবল | ৩৩৪০ কোটি |
| স্টিফেন কারি | বাস্কেটবল | ১৮৯৪ কোটি ৫৯ লাখ |
| টাইসন ফুরি | বক্সিং | ১৭৭৩ কোটি ১৪ লাখ |
| ড্যাক প্রেসকাট | আমেরিকান ফুটবল | ১৬৬৩ কোটি ৮৪ লাখ |
| লিওনেল মেসি | ফুটবল | ১৬৩৯ কোটি ২৬ লাখ |

রেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস গতকাল আয়ের ভিত্তিতে ক্রীড়াবিদদের একটি তালিকা করেছে। ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের বেতন, বোনাস, পৃষ্ঠপোষক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের আয়ের উৎস ধরে। সবশেষ হালনাগাদ করা তালিকায় ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করে সবার ওপরে রোনালদো। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৩৩৪০ কোটি টাকা। পর্তুগিজ ফরোয়ার্ড গত এক বছরে এই অর্থ উপার্জন করেছেন। হ্যাটট্রিকসহ সব মিলিয়ে পাঁচবার সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ হলেন রোনালদো।
ফোর্বসের তথ্য অনুযায়ী ২০২৫ সালে সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদের তালিকায় দুইয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি। ১৫ কোটি ৬০ লাখ ডলার গত এক বছরে উপার্জন করেছেন (১৮৯৪ কোটি ৫৯ লাখ টাকা)। তিন ও চারে থাকা টাইসন ফুরি ও ড্যাক প্রেসকাটের আয় ১৭৭৩ কোটি ১৪ লাখ টাকা ও ১৬৬৩ কোটি ৮৪ লাখ টাকা। আর রোনালদোর সঙ্গে যে লিওনেল মেসির এত তুলনা, সেই মেসির অবস্থান ফোর্বসের তালিকায় পাঁচ নম্বরে। মেসি গত এক বছরে আয় করেছেন ১৬৩৯ কোটি ২৬ লাখ টাকা আয় করেছেন।
বার্সেলোনায় দুই দশক থাকার পর মেসি ২০২১ সালে চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। তবে পিএসজির পরিবেশ ২০২৩ সালে মেসির জন্য বিষাক্ত হয়ে ওঠে। সেই বছরের (২০২৩) জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। যোগ দেওয়ার পর বিখ্যাত প্রযুক্তির কোম্পানি অ্যাপলের সঙ্গে চুক্তি করেছেন। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে মেসির চুক্তি দীর্ঘদিনের। তবে গত এক বছরে মেসির আয় তেমন বাড়েনি। ১৬৩৯ কোটি ২৬ লাখ টাকা আয় করে ২০২৪ সালে তিনে ছিলেন তিনি।
আয় না বাড়লেও মেসি গত বছরে দুটি মেজর শিরোপা জিতেছেন। ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতেছেন ইন্টার মায়ামির হয়ে। আর চিলিকে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলে ছিলেন তিনি। আর রোনালদোর আয় বাড়লেও মাঠের পারফরম্যান্সে সাফল্য নেই বললেই চলে। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কিছুই জিততে পারেননি তিনি। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগ জয়ের সম্ভাবনাও এক অর্থে শেষ হয়ে গেছে তাঁর। ক্লাব, আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোল ৯৩৪। ৪০ পেরোনো পর্তুগিজ এই ফরোয়ার্ড যেভাবে ছুটে চলেছেন, তাতে তাঁর নামের পাশে ১০০০ গোল উঠে যাবে দ্রুতই।
| নাম | খেলা | আয় (টাকা) |
|---|---|---|
| ক্রিস্টিয়ানো রোনালদো | ফুটবল | ৩৩৪০ কোটি |
| স্টিফেন কারি | বাস্কেটবল | ১৮৯৪ কোটি ৫৯ লাখ |
| টাইসন ফুরি | বক্সিং | ১৭৭৩ কোটি ১৪ লাখ |
| ড্যাক প্রেসকাট | আমেরিকান ফুটবল | ১৬৬৩ কোটি ৮৪ লাখ |
| লিওনেল মেসি | ফুটবল | ১৬৩৯ কোটি ২৬ লাখ |

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে