Ajker Patrika

বাংলাদেশের ফুটবলারদের বারবার শিখিয়েও কাজ হচ্ছে না, হতাশ কোচ

আজকের পত্রিকা ডেস্ক­
হতাশ হয়ে মাঠ ছাড়ছেন মোরসালিন। কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল দলের এটাই প্রতীকী চিত্র। ছবি: আজকের পত্রিকা
হতাশ হয়ে মাঠ ছাড়ছেন মোরসালিন। কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল দলের এটাই প্রতীকী চিত্র। ছবি: আজকের পত্রিকা

এত আক্রমণ অথচ গোল দূরে থাক, উল্টো ১-০ গোলে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ। এমনটা কিছুতেই যেন মানতে পারছেন না স্বাগতিক দলের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশার কথাই শোনালেন তিনি।

পুরো ম্যাচে মালদ্বীপ হাতেগোনা কয়েকটি আক্রমণ করেছে। তার মধ্যে ১৮ মিনিটে গোলও আদায় করে নেয় তারা। কিন্তু যে সেট পিচ নিয়ে এত পড়াশোনা, সেখানেই কিনা ভুল করে বসলেন ইসা-সাদরা। আর সেট পিচের ভুল প্রসঙ্গে কাবরেরার মন্তব্য, ‘আমরা বারবার সেট পিসে গোল খাচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এমনভাবে গোল খেয়েছিলাম। এই একটা জায়গায় বারবার শিখিয়েও কাজ হচ্ছে না।ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশার।’

শনিবার কিংস অ্যারেনায় দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা কাবরেরার। যদিও এমন হার বেমানান লাগছে তাঁর কাছে, ’আমরা আক্রমণে গিয়েছি, গোলের সুযোগ তৈরি করেছি, বল হারালে আবার বলের দখল নিয়েছি, গোলটাই শুধু বাকি ছিল। এ ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে পারত, আমরা যদি জিততাম তাহলে আমাদের তিন-চারটা গোলে জেতা উচিত ছিল।’

সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত

এই ডিসেম্বরে বাফুফের সঙ্গে চুক্তি শেষ কাবরেরার। সে জন্য মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ তাঁর জন্য মহাগুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমটিই হেরে গেলেন তাঁর শিষ্যরা। এখন দ্বিতীয় ম্যাচে কেমন করেন মোরসালিনরা সেটাই দেখার অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত