
রক্ষণভাগে দুর্দান্ত লিসান্দ্রো মার্তিনেজ ‘কসাই’ উপাধি পেয়েছেন অনেক আগেই। কারণ আর্জেন্টিনার এই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষ দলের গোল করা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। মাঝে মধ্যে খেলোয়াড়দের এমনভাবে চ্যালেঞ্জ করেন, যেটার কারণে তিনি পড়ে যান তোপের মুখে।
মার্তিনেজকে নিয়ে এবারের সমালোচনার কারণ গত রাতে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে মাঝমাঠে চেলসির ফরোয়ার্ড কোল পালমারকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন মার্তিনেজ। বলের দখল নিতে গিয়ে পালমারের পায়ে লাথি মেরে বসেন মার্তিনেজ। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে তখন হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেলসি কোচ এনজো মারেস্কা বলেন, ‘হ্যাঁ। আমি তো বলেছি। আমার কাছে যদি কেউ বলের পেছনে না ছুটে খেলোয়াড়কে তাড়া করে, তাহলে নিশ্চিতভাবেই এটা লাল কার্ড।’
ওল্ড ট্রাফোর্ডে গত রাতে রেফারি রবার্ট জোনস প্রথমে হলুদ কার্ড দেখালে পরে সেটা চ্যালেঞ্জ করা হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেটা পর্যালোচনা করে দেখেছেন, জোনসের সিদ্ধান্তই সঠিক। পালমারের অবস্থা বলতে গিয়ে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন চেলসি কোচ মারেস্কা। সংবাদ সম্মেলনে চেলসি কোচ বলেন,‘সে (পালমার) সেখানে বরফ নিয়ে ছিল। আমরা এখন অপেক্ষা করছি। এটা তেমন গুরুত্বপূর্ণ না। আমি জানি যে রেফারির সিদ্ধান্ত নিয়ে আমাকে প্রশ্ন করবেন। তারা (ভিএআর) সংবাদ সম্মেলনের আগেই আমাকে দেখিয়েছিলেন। আমাদের সবার কাছেই তো এটা স্পষ্ট। তবে রেফারি ভিন্ন সিদ্ধান্ত নিলেন।’
ম্যান ইউনাইটেড-চেলসি ম্যাচ গত রাতে ১-১ গোলে ড্র হয়েছে। যেখানে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। সমতায় চেলসি ফিরেছে দ্রুতই। সমতাসূচক গোলটি করেন চেলসির মিডফিল্ডার মইসেস কাইসেদো। ২৫ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। তবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা বিবর্ণ। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে ম্যান ইউ। প্রত্যেকেই ১০টি করে ম্যাচ খেলেছে।

রক্ষণভাগে দুর্দান্ত লিসান্দ্রো মার্তিনেজ ‘কসাই’ উপাধি পেয়েছেন অনেক আগেই। কারণ আর্জেন্টিনার এই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষ দলের গোল করা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। মাঝে মধ্যে খেলোয়াড়দের এমনভাবে চ্যালেঞ্জ করেন, যেটার কারণে তিনি পড়ে যান তোপের মুখে।
মার্তিনেজকে নিয়ে এবারের সমালোচনার কারণ গত রাতে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে মাঝমাঠে চেলসির ফরোয়ার্ড কোল পালমারকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন মার্তিনেজ। বলের দখল নিতে গিয়ে পালমারের পায়ে লাথি মেরে বসেন মার্তিনেজ। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে তখন হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেলসি কোচ এনজো মারেস্কা বলেন, ‘হ্যাঁ। আমি তো বলেছি। আমার কাছে যদি কেউ বলের পেছনে না ছুটে খেলোয়াড়কে তাড়া করে, তাহলে নিশ্চিতভাবেই এটা লাল কার্ড।’
ওল্ড ট্রাফোর্ডে গত রাতে রেফারি রবার্ট জোনস প্রথমে হলুদ কার্ড দেখালে পরে সেটা চ্যালেঞ্জ করা হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেটা পর্যালোচনা করে দেখেছেন, জোনসের সিদ্ধান্তই সঠিক। পালমারের অবস্থা বলতে গিয়ে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন চেলসি কোচ মারেস্কা। সংবাদ সম্মেলনে চেলসি কোচ বলেন,‘সে (পালমার) সেখানে বরফ নিয়ে ছিল। আমরা এখন অপেক্ষা করছি। এটা তেমন গুরুত্বপূর্ণ না। আমি জানি যে রেফারির সিদ্ধান্ত নিয়ে আমাকে প্রশ্ন করবেন। তারা (ভিএআর) সংবাদ সম্মেলনের আগেই আমাকে দেখিয়েছিলেন। আমাদের সবার কাছেই তো এটা স্পষ্ট। তবে রেফারি ভিন্ন সিদ্ধান্ত নিলেন।’
ম্যান ইউনাইটেড-চেলসি ম্যাচ গত রাতে ১-১ গোলে ড্র হয়েছে। যেখানে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। সমতায় চেলসি ফিরেছে দ্রুতই। সমতাসূচক গোলটি করেন চেলসির মিডফিল্ডার মইসেস কাইসেদো। ২৫ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। তবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা বিবর্ণ। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে ম্যান ইউ। প্রত্যেকেই ১০টি করে ম্যাচ খেলেছে।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৬ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৭ ঘণ্টা আগে