
আল নাসরে গিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা ফুটবলারদের হাট বসা শুরু করে সৌদিতে। এবার এক সতীর্থকে সৌদি ক্লাবে নেওয়ার চেষ্টা করছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
রোনালদোর জাতীয় দলের সতীর্থ ওতাভিওকে নিতে চাইছে আল নাসর। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, ওতাভিওকে বিশাল অঙ্কের অর্থপ্রস্তাব দিয়েছে আল নাসর। আল-নাসরকে সাহায্য করছেন রোনালদোও। সৌদি ক্লাবে নিতে জাতীয় দলের সতীর্থকে ফোন করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ওতাভিওকে রাজি করানোর চেষ্টা করছেন রোনালদো।
ওতাভিও এখন খেলছেন পোর্তো। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। ১৫ জুলাই পর্যন্ত পর্তুগিজ এই মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৩ কোটি ১০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৪২৭ কোটি ৮৫ লাখ টাকা। এরপর তা বেড়ে দাঁড়াবে ৪ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা)। যদি আল নাসরে খেলতে যান, তাহলে বছরে পাবেন ১ কোটি ২০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১৬৫ কোটি ৬৩ লাখ টাকা)। পোর্তোর চেয়ে তা পাঁচ গুণ বেশি।
পোর্তোকে ২০১৪ থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচ খেলেছেন ওতাভিও। করেছেন ৩১ গোল ও ৭৫ গোলে অ্যাসিস্ট করেছেন। আর আল নাসরে রোনালদোর সাত মাস হয়ে গেছে। সৌদি ক্লাবটির হয়ে ট্রেবল জয়ের সুযোগ থাকলেও তা আর হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় হয়েছিল আল নাসর। আর দুটো টুর্নামেন্টের নক আউট রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন রোনালদোরা।

আল নাসরে গিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা ফুটবলারদের হাট বসা শুরু করে সৌদিতে। এবার এক সতীর্থকে সৌদি ক্লাবে নেওয়ার চেষ্টা করছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
রোনালদোর জাতীয় দলের সতীর্থ ওতাভিওকে নিতে চাইছে আল নাসর। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, ওতাভিওকে বিশাল অঙ্কের অর্থপ্রস্তাব দিয়েছে আল নাসর। আল-নাসরকে সাহায্য করছেন রোনালদোও। সৌদি ক্লাবে নিতে জাতীয় দলের সতীর্থকে ফোন করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ওতাভিওকে রাজি করানোর চেষ্টা করছেন রোনালদো।
ওতাভিও এখন খেলছেন পোর্তো। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। ১৫ জুলাই পর্যন্ত পর্তুগিজ এই মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৩ কোটি ১০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৪২৭ কোটি ৮৫ লাখ টাকা। এরপর তা বেড়ে দাঁড়াবে ৪ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা)। যদি আল নাসরে খেলতে যান, তাহলে বছরে পাবেন ১ কোটি ২০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১৬৫ কোটি ৬৩ লাখ টাকা)। পোর্তোর চেয়ে তা পাঁচ গুণ বেশি।
পোর্তোকে ২০১৪ থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচ খেলেছেন ওতাভিও। করেছেন ৩১ গোল ও ৭৫ গোলে অ্যাসিস্ট করেছেন। আর আল নাসরে রোনালদোর সাত মাস হয়ে গেছে। সৌদি ক্লাবটির হয়ে ট্রেবল জয়ের সুযোগ থাকলেও তা আর হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় হয়েছিল আল নাসর। আর দুটো টুর্নামেন্টের নক আউট রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন রোনালদোরা।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে