Ajker Patrika

নিজেকে ফের ‘শ্রেষ্ঠ’ দাবি ইব্রার

নিজেকে ফের ‘শ্রেষ্ঠ’ দাবি ইব্রার

গুণে-মানে-অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ধারেকাছে না থাকলেও বড় বড় বুলি আওড়ানোয় জ্লাতান ইব্রাহিমোভিচের জুড়ি মেলা ভার।

মাঠের পারফরম্যান্স কখনো ইব্রার হয়ে কথা বলে, আবার কখনো বলে না। তবে এসি মিলানের সুইডিশ স্ট্রাইকারের বিখ্যাত মুখ সব সময়ই খোলা থাকে। তিনি যে কথার লড়াই ভীষণ পছন্দ করেন!

সেই মুখের ভাষাতেই রোনালদো-মেসিকে আরেকবার ‘কাবু’ করে ছাড়লেন ইব্রা। নিজেকে ফের ‘শ্রেষ্ঠ’ ফুটবলারের স্বীকৃতি দিলেন।

হাঁটুর চোটে গত মৌসুমের শেষ ভাগে মাঠে নামতে পারেননি ইব্রা। দেশের হয়ে খেলতে পারেননি উয়েফা ইউরোও। দুই মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন ফিট। সব ঠিক থাকলে আগামীকাল রাতে লাৎসিওর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে প্রথমবার মাঠ কাঁপাবেন এসি মিলান তারকা।

এর আগে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অহমিকার ছিপি খুলে বসলেন ইব্রা। আগামী মাসেই ৪০ তম জন্মদিনের কেক কাটতে চলা তারকা বললেন, ‘বলতে পারেন আমি ওদের (রোনালদো-মেসি) চেয়ে কম শিরোপা জিতেছি কিংবা কখনো চ্যাম্পিয়নস লিগ জিতিনি। কিন্তু সহজাত গুণে ওরা আমার চেয়ে মোটেও এগিয়ে নেই।’

২২ বছরের লম্বা ক্যারিয়ারে একবারও ব্যালন ডি’অরের স্বাদ পাননি ইব্রা। এটি নিয়ে আক্ষেপ রয়েছে কি না–এমন প্রশ্নে তাঁর জবাব, ‘এসব পুরস্কারের মানদণ্ড কী বা কিসের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর দেওয়া হয়, তা জানা নেই। আমি কখনোই ব্যালন ডি’অর মিস করি না। ব্যালন ডি’অরই আমায় মিস করে। আর এখনো মনে হয়, আমিই বিশ্বের সেরা ফুটবলার।’ 
৪০ ছুঁই ছুঁই বয়সেও তারুণ্যের ছাপ রেখে যাচ্ছেন ইব্রা। চোটে পড়ে ছিটকে যাওয়ার আগে গত মৌসুমে করেছিলেন ১৭ গোল। তাঁর নৈপুণ্যেই আট মৌসুম পর চ্যাম্পিয়ন লিগের টিকিট পেয়েছে এসি মিলান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত