ক্রীড়া ডেস্ক

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়েছে। বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন পিএসজির সাত ফুটবলার আছেন চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে।
২০২৪–২৫ চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ গত রাতে ঘোষণা করেছে উয়েফা। এই দলের গোলরক্ষক চ্যাম্পিয়ন পিএসজির জিয়ানলুইগি দোন্নারুম্মা। রক্ষণভাগে আছেন পিএসজির তিন ফুটবলার মারকিনিওস, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। আক্রমণভাগ ও মাঝমাঠেও তাঁদের প্রতিনিধি আছেন। আক্রমণভাগে আছেন দেজির দুয়ে ও উসমান দেম্বেলে। মাঝমাঠে থাকা পিএসজির ফুটবলার হলেন ভিতিনিয়া। যাঁদের মধ্যে দুয়ে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন। ১৬ ম্যাচ খেলে ৫ গোল করেছেন ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে জোড়া গোলের পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে দেম্বেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। টুর্নামেন্টে ১৫ ম্যাচে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে সেমিফাইনালিস্ট বার্সার দুই ফুটবলার। তাঁরা দুজনই আক্রমণভাগের। রাফিনিয়া টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ গোল করেছেন। খেলেছেন ১৪ ম্যাচ। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। আরেক বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল টুর্নামেন্টে করেছেন ৫ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। জাদুকরী ফুটবলে মুগ্ধ করে আসছেন দিনের পর দিন। আর টুর্নামেন্টের সেরা একাদশে এক জন করে ফুটবলার আছেন রানার্সআপ ইন্টার মিলান ও আরেক সেমিফাইনালিস্ট আর্সেনাল থেকে। আর্সেনালের ডেকলান রাইস থাকবেন মাঝমাঠে। রক্ষণভাগে থাকছেন ইন্টারের আলেহান্দ্রো বাস্তোনি।
আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে ইন্টার মিলান নেমেছিল নিজেদের ইতিহাসে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে। কিন্তু পিএসজির কাছে সিমিওনে ইনজাঘির ইন্টারকে রীতিমতো অসহায় লেগেছে। ৫-০ গোলে হেরে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হয়েছে ইন্টার। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার পাচ্ছে ৪৪০ কোটি ১৮ লাখ টাকা। যার মধ্যে রানার্সআপ হয়েই পাচ্ছে ১.৮৫ কোটি ইউরো (২৫৬ কোটি ৮ লাখ টাকা)। আর লিগ পর্বে দলটি জিতেছে ৬ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। লিগ পর্বের জয় থেকে বোনাস হিসেবে ইনজাঘির দল পাচ্ছে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। এখানে ড্র করে দলটি পাচ্ছে ৯ কোটি ৬৯ লাখ টাকা।
ইন্টারকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথম দল হিসেবে ৫ গোলের ব্যবধানে জয়ের কীর্তি গড়ল পিএসজি। একই সঙ্গে পিএসজি পাচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা। চ্যাম্পিয়ন হওয়ায় ২.৫ কোটি ইউরো পাচ্ছে এনরিকের দল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪৬ কোটি ৫ লাখ টাকা। লিগ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতেও যোগ হচ্ছে আরও অনেক টাকা। পিএসজি লিগ পর্বে জেতে ৪ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। লিগ পর্বে প্রত্যেক ম্যাচ ড্রয়ের জন্য পাচ্ছে ৭ লাখ ইউরো (৯ কোটি ৬৯ লাখ টাকা)। আর লিগ পর্বে ৪ ম্যাচ জিতে বোনাস হিসেবে পিএসজি পাচ্ছে ১১৬ কোটি ২৮ লাখ টাকা। নক আউট রাউন্ডের প্লে অফে পৌঁছানোয় ১০ লাখ ইউরো যাচ্ছে পিএসজির অ্যাকাউন্টে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩ কোটি ৮৪ লাখ টাকা। সব মিলিয়ে ক্লাবটি প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতে পাচ্ছে ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা।
২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ
গোলরক্ষক
জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)
রক্ষণভাগ
আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), মারকিনিওস (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেস (পিএসজি)
মাঝমাঠ
ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনিয়া (পিএসজি)
ফরোয়ার্ড
রাফিনিয়া (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দেজির দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি)

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়েছে। বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন পিএসজির সাত ফুটবলার আছেন চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে।
২০২৪–২৫ চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ গত রাতে ঘোষণা করেছে উয়েফা। এই দলের গোলরক্ষক চ্যাম্পিয়ন পিএসজির জিয়ানলুইগি দোন্নারুম্মা। রক্ষণভাগে আছেন পিএসজির তিন ফুটবলার মারকিনিওস, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। আক্রমণভাগ ও মাঝমাঠেও তাঁদের প্রতিনিধি আছেন। আক্রমণভাগে আছেন দেজির দুয়ে ও উসমান দেম্বেলে। মাঝমাঠে থাকা পিএসজির ফুটবলার হলেন ভিতিনিয়া। যাঁদের মধ্যে দুয়ে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন। ১৬ ম্যাচ খেলে ৫ গোল করেছেন ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে জোড়া গোলের পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে দেম্বেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। টুর্নামেন্টে ১৫ ম্যাচে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে সেমিফাইনালিস্ট বার্সার দুই ফুটবলার। তাঁরা দুজনই আক্রমণভাগের। রাফিনিয়া টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ গোল করেছেন। খেলেছেন ১৪ ম্যাচ। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। আরেক বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল টুর্নামেন্টে করেছেন ৫ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। জাদুকরী ফুটবলে মুগ্ধ করে আসছেন দিনের পর দিন। আর টুর্নামেন্টের সেরা একাদশে এক জন করে ফুটবলার আছেন রানার্সআপ ইন্টার মিলান ও আরেক সেমিফাইনালিস্ট আর্সেনাল থেকে। আর্সেনালের ডেকলান রাইস থাকবেন মাঝমাঠে। রক্ষণভাগে থাকছেন ইন্টারের আলেহান্দ্রো বাস্তোনি।
আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে ইন্টার মিলান নেমেছিল নিজেদের ইতিহাসে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে। কিন্তু পিএসজির কাছে সিমিওনে ইনজাঘির ইন্টারকে রীতিমতো অসহায় লেগেছে। ৫-০ গোলে হেরে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হয়েছে ইন্টার। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার পাচ্ছে ৪৪০ কোটি ১৮ লাখ টাকা। যার মধ্যে রানার্সআপ হয়েই পাচ্ছে ১.৮৫ কোটি ইউরো (২৫৬ কোটি ৮ লাখ টাকা)। আর লিগ পর্বে দলটি জিতেছে ৬ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। লিগ পর্বের জয় থেকে বোনাস হিসেবে ইনজাঘির দল পাচ্ছে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। এখানে ড্র করে দলটি পাচ্ছে ৯ কোটি ৬৯ লাখ টাকা।
ইন্টারকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথম দল হিসেবে ৫ গোলের ব্যবধানে জয়ের কীর্তি গড়ল পিএসজি। একই সঙ্গে পিএসজি পাচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা। চ্যাম্পিয়ন হওয়ায় ২.৫ কোটি ইউরো পাচ্ছে এনরিকের দল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪৬ কোটি ৫ লাখ টাকা। লিগ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতেও যোগ হচ্ছে আরও অনেক টাকা। পিএসজি লিগ পর্বে জেতে ৪ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। লিগ পর্বে প্রত্যেক ম্যাচ ড্রয়ের জন্য পাচ্ছে ৭ লাখ ইউরো (৯ কোটি ৬৯ লাখ টাকা)। আর লিগ পর্বে ৪ ম্যাচ জিতে বোনাস হিসেবে পিএসজি পাচ্ছে ১১৬ কোটি ২৮ লাখ টাকা। নক আউট রাউন্ডের প্লে অফে পৌঁছানোয় ১০ লাখ ইউরো যাচ্ছে পিএসজির অ্যাকাউন্টে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩ কোটি ৮৪ লাখ টাকা। সব মিলিয়ে ক্লাবটি প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতে পাচ্ছে ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা।
২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ
গোলরক্ষক
জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)
রক্ষণভাগ
আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), মারকিনিওস (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেস (পিএসজি)
মাঝমাঠ
ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনিয়া (পিএসজি)
ফরোয়ার্ড
রাফিনিয়া (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দেজির দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি)

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে