
একাদশে লিওনেল মেসিকে কতটা প্রয়োজন তা ইন্টার মায়ামির সর্বশেষ দুই ম্যাচের স্কোরকার্ডই বলে দেয়। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে দুই ম্যাচে তো জয় পায়নি, উল্টো নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ ব্যবধানের বড় পরাজয় দেখতে হয়েছে তাদের।
আর সবশেষ ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। দুটি ম্যাচই মেজর লিগ সকারের হওয়ায় ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দুই নম্বরে থাকায় তার প্রভাব হয়তো সামন্যই। তবে আগামীকাল ভোরে হারলে একটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে সেটা নিশ্চয়ই চাইবে না মায়ামি। মেসিকে তাই খুবই প্রয়োজন মায়ামির।
হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাবের হয়ে তিন ম্যাচ মিস করেছেন মেসি। আগামীকাল মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে তাঁর ফেরার কথা রয়েছে। কিছুদিন আগে তেমনি ইঙ্গিত দিয়েছিলেন মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস। তবে প্রধান কোচ জেরার্দো মার্তিনো একটু ধোঁয়াশাই রেখে দিলেন। দলের সেরা খেলোয়াড়কে পাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। ম্যাচের দিন সিদ্ধান্ত হবে এমনটা জানিয়েছেন মার্তিনো।
আটবারের ব্যালন ডি অর জয়ী মেসিকে ম্যাচে পাওয়ার বিষয়ে মার্তিনো বলেছেন, ‘আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব। আজকে আমি কিছু জানি না। সে আজ অনুশীলন করেছে। আমাদের হাতে ২৪ ঘণ্টা সময় আছে। আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব।’
আগামীকাল ভোর ৬টায় নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে কনক্যাকাফের পাঁচবারের চ্যাম্পিয়ন মন্টেরের মুখোমুখি হবে মায়ামি। ফিরতি লেগ হবে প্রতিপক্ষের মাঠে ১০ এপ্রিল। মায়ামি কোচ মার্তিনো মেসিকে নিয়ে ধোঁয়াশা রেখে দিলেও আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন মন্টেরের ডিফেন্ডার হেক্টর মোরেনো। মেক্সিকান ডিফেন্ডার অতীত অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘সর্বশেষ বিশ্বকাপে তার বিপক্ষে খেলা হয়েছিল। তাকে আধা মিটারের মতো জায়গা দিয়েছিলাম, সে সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেয়। আমাদের এই ধরনের পরিস্থিতির জন্য সতর্ক থাকতে হবে।’

একাদশে লিওনেল মেসিকে কতটা প্রয়োজন তা ইন্টার মায়ামির সর্বশেষ দুই ম্যাচের স্কোরকার্ডই বলে দেয়। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে দুই ম্যাচে তো জয় পায়নি, উল্টো নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ ব্যবধানের বড় পরাজয় দেখতে হয়েছে তাদের।
আর সবশেষ ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। দুটি ম্যাচই মেজর লিগ সকারের হওয়ায় ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দুই নম্বরে থাকায় তার প্রভাব হয়তো সামন্যই। তবে আগামীকাল ভোরে হারলে একটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে সেটা নিশ্চয়ই চাইবে না মায়ামি। মেসিকে তাই খুবই প্রয়োজন মায়ামির।
হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাবের হয়ে তিন ম্যাচ মিস করেছেন মেসি। আগামীকাল মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে তাঁর ফেরার কথা রয়েছে। কিছুদিন আগে তেমনি ইঙ্গিত দিয়েছিলেন মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস। তবে প্রধান কোচ জেরার্দো মার্তিনো একটু ধোঁয়াশাই রেখে দিলেন। দলের সেরা খেলোয়াড়কে পাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। ম্যাচের দিন সিদ্ধান্ত হবে এমনটা জানিয়েছেন মার্তিনো।
আটবারের ব্যালন ডি অর জয়ী মেসিকে ম্যাচে পাওয়ার বিষয়ে মার্তিনো বলেছেন, ‘আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব। আজকে আমি কিছু জানি না। সে আজ অনুশীলন করেছে। আমাদের হাতে ২৪ ঘণ্টা সময় আছে। আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব।’
আগামীকাল ভোর ৬টায় নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে কনক্যাকাফের পাঁচবারের চ্যাম্পিয়ন মন্টেরের মুখোমুখি হবে মায়ামি। ফিরতি লেগ হবে প্রতিপক্ষের মাঠে ১০ এপ্রিল। মায়ামি কোচ মার্তিনো মেসিকে নিয়ে ধোঁয়াশা রেখে দিলেও আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন মন্টেরের ডিফেন্ডার হেক্টর মোরেনো। মেক্সিকান ডিফেন্ডার অতীত অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘সর্বশেষ বিশ্বকাপে তার বিপক্ষে খেলা হয়েছিল। তাকে আধা মিটারের মতো জায়গা দিয়েছিলাম, সে সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেয়। আমাদের এই ধরনের পরিস্থিতির জন্য সতর্ক থাকতে হবে।’

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৩২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে