
একাদশে লিওনেল মেসিকে কতটা প্রয়োজন তা ইন্টার মায়ামির সর্বশেষ দুই ম্যাচের স্কোরকার্ডই বলে দেয়। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে দুই ম্যাচে তো জয় পায়নি, উল্টো নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ ব্যবধানের বড় পরাজয় দেখতে হয়েছে তাদের।
আর সবশেষ ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। দুটি ম্যাচই মেজর লিগ সকারের হওয়ায় ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দুই নম্বরে থাকায় তার প্রভাব হয়তো সামন্যই। তবে আগামীকাল ভোরে হারলে একটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে সেটা নিশ্চয়ই চাইবে না মায়ামি। মেসিকে তাই খুবই প্রয়োজন মায়ামির।
হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাবের হয়ে তিন ম্যাচ মিস করেছেন মেসি। আগামীকাল মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে তাঁর ফেরার কথা রয়েছে। কিছুদিন আগে তেমনি ইঙ্গিত দিয়েছিলেন মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস। তবে প্রধান কোচ জেরার্দো মার্তিনো একটু ধোঁয়াশাই রেখে দিলেন। দলের সেরা খেলোয়াড়কে পাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। ম্যাচের দিন সিদ্ধান্ত হবে এমনটা জানিয়েছেন মার্তিনো।
আটবারের ব্যালন ডি অর জয়ী মেসিকে ম্যাচে পাওয়ার বিষয়ে মার্তিনো বলেছেন, ‘আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব। আজকে আমি কিছু জানি না। সে আজ অনুশীলন করেছে। আমাদের হাতে ২৪ ঘণ্টা সময় আছে। আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব।’
আগামীকাল ভোর ৬টায় নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে কনক্যাকাফের পাঁচবারের চ্যাম্পিয়ন মন্টেরের মুখোমুখি হবে মায়ামি। ফিরতি লেগ হবে প্রতিপক্ষের মাঠে ১০ এপ্রিল। মায়ামি কোচ মার্তিনো মেসিকে নিয়ে ধোঁয়াশা রেখে দিলেও আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন মন্টেরের ডিফেন্ডার হেক্টর মোরেনো। মেক্সিকান ডিফেন্ডার অতীত অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘সর্বশেষ বিশ্বকাপে তার বিপক্ষে খেলা হয়েছিল। তাকে আধা মিটারের মতো জায়গা দিয়েছিলাম, সে সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেয়। আমাদের এই ধরনের পরিস্থিতির জন্য সতর্ক থাকতে হবে।’

একাদশে লিওনেল মেসিকে কতটা প্রয়োজন তা ইন্টার মায়ামির সর্বশেষ দুই ম্যাচের স্কোরকার্ডই বলে দেয়। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে দুই ম্যাচে তো জয় পায়নি, উল্টো নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ ব্যবধানের বড় পরাজয় দেখতে হয়েছে তাদের।
আর সবশেষ ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। দুটি ম্যাচই মেজর লিগ সকারের হওয়ায় ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দুই নম্বরে থাকায় তার প্রভাব হয়তো সামন্যই। তবে আগামীকাল ভোরে হারলে একটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে সেটা নিশ্চয়ই চাইবে না মায়ামি। মেসিকে তাই খুবই প্রয়োজন মায়ামির।
হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাবের হয়ে তিন ম্যাচ মিস করেছেন মেসি। আগামীকাল মেক্সিকোর ক্লাব মন্টেরের বিপক্ষে তাঁর ফেরার কথা রয়েছে। কিছুদিন আগে তেমনি ইঙ্গিত দিয়েছিলেন মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস। তবে প্রধান কোচ জেরার্দো মার্তিনো একটু ধোঁয়াশাই রেখে দিলেন। দলের সেরা খেলোয়াড়কে পাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। ম্যাচের দিন সিদ্ধান্ত হবে এমনটা জানিয়েছেন মার্তিনো।
আটবারের ব্যালন ডি অর জয়ী মেসিকে ম্যাচে পাওয়ার বিষয়ে মার্তিনো বলেছেন, ‘আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব। আজকে আমি কিছু জানি না। সে আজ অনুশীলন করেছে। আমাদের হাতে ২৪ ঘণ্টা সময় আছে। আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব।’
আগামীকাল ভোর ৬টায় নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে কনক্যাকাফের পাঁচবারের চ্যাম্পিয়ন মন্টেরের মুখোমুখি হবে মায়ামি। ফিরতি লেগ হবে প্রতিপক্ষের মাঠে ১০ এপ্রিল। মায়ামি কোচ মার্তিনো মেসিকে নিয়ে ধোঁয়াশা রেখে দিলেও আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন মন্টেরের ডিফেন্ডার হেক্টর মোরেনো। মেক্সিকান ডিফেন্ডার অতীত অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘সর্বশেষ বিশ্বকাপে তার বিপক্ষে খেলা হয়েছিল। তাকে আধা মিটারের মতো জায়গা দিয়েছিলাম, সে সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেয়। আমাদের এই ধরনের পরিস্থিতির জন্য সতর্ক থাকতে হবে।’

খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৪ ঘণ্টা আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
৫ ঘণ্টা আগে