নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বড় আশায় ছিলেন জামাল ভূঁইয়া। শেষ পর্যন্ত তাঁর আশার গুড়ে বালি পড়তে যাচ্ছে। ১৮ অক্টোবর থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফুটবলে প্রথম থেকেই মাঠে নামা হচ্ছে না তাঁর। গতকাল আজকের পত্রিকাকে এমনটাই নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
কদিন আগে জামালকে দলে টানে ব্রাদার্স ইউনিয়ন। তাঁর হাতে জার্সি তুলে দিয়ে ক্লাবের পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবেও জানানো হয়েছিল। এরপর শুরু থেকে বিপিএলে খেলার মানসিক প্রস্তুতি শুরু করেন জাতীয় দলের অধিনায়কও। ব্রাদার্সের অনুশীলন ক্যাম্পেও দেখা যায় জামালকে। কিন্তু যে জন্য এই প্রস্তুতি, সেই জার্সি পরে মাঠে নামা এখনই হচ্ছে না তাঁর। কেন মৌসুমের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন না, বিষয়টি খোলাসা করে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘তার (জামাল ভূঁইয়া) খেলার আর সুযোগ নেই। যেহেতু সে নিবন্ধন করেনি, তাই লিগের শুরুতে আর নামতে পারবে না। এখন তার সামনে একটাই পথ—মধ্যবর্তী দলবদলে নিবন্ধন করা।’
তবে কি লম্বা সময় বিপিএলের দর্শক হয়েই থাকবেন জামাল? খেলোয়াড় নিবন্ধনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে নিবন্ধন করা যায় না। এটা ফিফার সাধারণ নিয়ম। কিন্তু বিশেষ ক্ষেত্রে একটা নিয়ম চালু রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার দলবদল সম্পর্কিত নিয়মের ৫ নম্বর ক্লজে বলা হয়েছে, ক্লাব পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক কারণে কোনো খেলোয়াড় দল পেতে বা নিবন্ধিত হতে সমস্যা হলে তাঁকে বিশেষ বিবেচনায় দলভুক্ত কিংবা নিবন্ধনের সুবিধা দেওয়া যেতে পারে। এই আইনের ভরসাতেই জামালকে খেলানোর ব্যাপারে আশাবাদী ব্রাদার্স। তবে তারা এখন তাকিয়ে আছে বাফুফের দিকনির্দেশনার দিকে। ব্রাদার্সের টিম ম্যানেজার আমের খান বললেন, ‘আমরা আপিল করেছি। ফিফাও বিষয়টি নিয়ে ইতিবাচক। আসলে রাজনৈতিক পটপরিবর্তন হলে কিংবা নতুন করে ক্লাব পুনর্গঠনের সময় খেলোয়াড়দের জন্য বাড়তি সুবিধা দিতেই হয়। এটা নিয়ে ফিফাও আন্তরিক। কিন্তু এখনো বাফুফে আমাদের চূড়ান্ত কিছু জানায়নি।’
তবে বিষয়টি এখনো বিবেচনাধীন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁর ভাষায়, ‘এটা নিয়ে আমরা কাজ করছি। আসলে এখনো বলার মতো কিছু হয়নি। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে জামালের বিষয়টি উঠবে। সেখানে যে সিদ্ধান্ত আসবে, সেটাই চূড়ান্ত।’

বড় আশায় ছিলেন জামাল ভূঁইয়া। শেষ পর্যন্ত তাঁর আশার গুড়ে বালি পড়তে যাচ্ছে। ১৮ অক্টোবর থেকে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফুটবলে প্রথম থেকেই মাঠে নামা হচ্ছে না তাঁর। গতকাল আজকের পত্রিকাকে এমনটাই নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
কদিন আগে জামালকে দলে টানে ব্রাদার্স ইউনিয়ন। তাঁর হাতে জার্সি তুলে দিয়ে ক্লাবের পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবেও জানানো হয়েছিল। এরপর শুরু থেকে বিপিএলে খেলার মানসিক প্রস্তুতি শুরু করেন জাতীয় দলের অধিনায়কও। ব্রাদার্সের অনুশীলন ক্যাম্পেও দেখা যায় জামালকে। কিন্তু যে জন্য এই প্রস্তুতি, সেই জার্সি পরে মাঠে নামা এখনই হচ্ছে না তাঁর। কেন মৌসুমের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন না, বিষয়টি খোলাসা করে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘তার (জামাল ভূঁইয়া) খেলার আর সুযোগ নেই। যেহেতু সে নিবন্ধন করেনি, তাই লিগের শুরুতে আর নামতে পারবে না। এখন তার সামনে একটাই পথ—মধ্যবর্তী দলবদলে নিবন্ধন করা।’
তবে কি লম্বা সময় বিপিএলের দর্শক হয়েই থাকবেন জামাল? খেলোয়াড় নিবন্ধনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে নিবন্ধন করা যায় না। এটা ফিফার সাধারণ নিয়ম। কিন্তু বিশেষ ক্ষেত্রে একটা নিয়ম চালু রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার দলবদল সম্পর্কিত নিয়মের ৫ নম্বর ক্লজে বলা হয়েছে, ক্লাব পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক কারণে কোনো খেলোয়াড় দল পেতে বা নিবন্ধিত হতে সমস্যা হলে তাঁকে বিশেষ বিবেচনায় দলভুক্ত কিংবা নিবন্ধনের সুবিধা দেওয়া যেতে পারে। এই আইনের ভরসাতেই জামালকে খেলানোর ব্যাপারে আশাবাদী ব্রাদার্স। তবে তারা এখন তাকিয়ে আছে বাফুফের দিকনির্দেশনার দিকে। ব্রাদার্সের টিম ম্যানেজার আমের খান বললেন, ‘আমরা আপিল করেছি। ফিফাও বিষয়টি নিয়ে ইতিবাচক। আসলে রাজনৈতিক পটপরিবর্তন হলে কিংবা নতুন করে ক্লাব পুনর্গঠনের সময় খেলোয়াড়দের জন্য বাড়তি সুবিধা দিতেই হয়। এটা নিয়ে ফিফাও আন্তরিক। কিন্তু এখনো বাফুফে আমাদের চূড়ান্ত কিছু জানায়নি।’
তবে বিষয়টি এখনো বিবেচনাধীন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁর ভাষায়, ‘এটা নিয়ে আমরা কাজ করছি। আসলে এখনো বলার মতো কিছু হয়নি। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে জামালের বিষয়টি উঠবে। সেখানে যে সিদ্ধান্ত আসবে, সেটাই চূড়ান্ত।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে