
সর্বশেষ মৌসুম খালি হাতে শেষ করতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। কোনো দলের হয়েই শিরোপা জিততে পারেননি তিনি। এবার মৌসুম শুরুই করেছেন শিরোপা দিয়ে।
গতকাল আল হিলালকে ২–১ গোলে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো, যা আল নাসরের হয়ে পর্তুগিজ তারকার প্রথম। প্রথমবার শিরোপা জিতে ভীষণ খুশিও তিনি। সেটিও আবার নিজের করা জোড়া গোলে।
সামাজিক মাধ্যমে শিরোপা জয়ের পর ম্যাচের কয়েকটি ছবি দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘দলকে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ শিরোপাটি জেতাতে সহায়তা করতে পেরে গর্ব অনুভব করছি। ক্লাবের দুর্দান্ত এই অর্জনের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গে আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ, যারা সব সময় পাশে ছিল। আমাদের সমর্থকেরা দুর্দান্ত সমর্থন দিয়েছে। এটা তাদেরও।’
কিং ফাহাদ স্টেডিয়ামে অবশ্য চ্যাম্পিয়ন হওয়াটা সহজ ছিল না রোনালদোদের। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির পর নেমেই গোল পায় আল হিলাল। ৫১ মিনিটে দলকে আনন্দে ভাসান মাইকেল। গোলের পর পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদ্যাপন সিউউ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
এক গোলে পিছিয়ে পড়ার পর আবার ৭১ মিনিটে ১০ জনে পরিণত হয় আল নাসর। এমন পরিস্থিতি থেকে জিততে হলে রোনালদোর মতো তারকাকেই কিছু করতে হয়। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী করেছেনও তাই। ৭৪ মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। এর পরও বিপদ পিছু ছাড়ছিল না তাদের। ৭৮ মিনিটে আরও একজন খেলোয়াড় লাল কার্ড দেখেন।
এরপর আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন রোনালদো। জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়ন করলেও তার স্বাদ মাঠ থেকে নিতে পারেননি তিনি। ১১৪ মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১০২ মিনিটে আবার আল নাসরের কোচ লুইস কাস্ত্রোও লাল কার্ড দেখেন।
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ৪২ বছরের ইতিহাসে এবারই প্রথম শিরোপা জিতেছে আল নাসর। চ্যাম্পিয়ন হওয়ার পুরো অবদানই রোনালদোর। ছয় ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জেতা সাবেক রিয়াল মাদ্রিদ তারকার অবদান অনস্বীকার্য।

সর্বশেষ মৌসুম খালি হাতে শেষ করতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। কোনো দলের হয়েই শিরোপা জিততে পারেননি তিনি। এবার মৌসুম শুরুই করেছেন শিরোপা দিয়ে।
গতকাল আল হিলালকে ২–১ গোলে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো, যা আল নাসরের হয়ে পর্তুগিজ তারকার প্রথম। প্রথমবার শিরোপা জিতে ভীষণ খুশিও তিনি। সেটিও আবার নিজের করা জোড়া গোলে।
সামাজিক মাধ্যমে শিরোপা জয়ের পর ম্যাচের কয়েকটি ছবি দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘দলকে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ শিরোপাটি জেতাতে সহায়তা করতে পেরে গর্ব অনুভব করছি। ক্লাবের দুর্দান্ত এই অর্জনের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গে আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ, যারা সব সময় পাশে ছিল। আমাদের সমর্থকেরা দুর্দান্ত সমর্থন দিয়েছে। এটা তাদেরও।’
কিং ফাহাদ স্টেডিয়ামে অবশ্য চ্যাম্পিয়ন হওয়াটা সহজ ছিল না রোনালদোদের। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির পর নেমেই গোল পায় আল হিলাল। ৫১ মিনিটে দলকে আনন্দে ভাসান মাইকেল। গোলের পর পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদ্যাপন সিউউ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
এক গোলে পিছিয়ে পড়ার পর আবার ৭১ মিনিটে ১০ জনে পরিণত হয় আল নাসর। এমন পরিস্থিতি থেকে জিততে হলে রোনালদোর মতো তারকাকেই কিছু করতে হয়। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী করেছেনও তাই। ৭৪ মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। এর পরও বিপদ পিছু ছাড়ছিল না তাদের। ৭৮ মিনিটে আরও একজন খেলোয়াড় লাল কার্ড দেখেন।
এরপর আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন রোনালদো। জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়ন করলেও তার স্বাদ মাঠ থেকে নিতে পারেননি তিনি। ১১৪ মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১০২ মিনিটে আবার আল নাসরের কোচ লুইস কাস্ত্রোও লাল কার্ড দেখেন।
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ৪২ বছরের ইতিহাসে এবারই প্রথম শিরোপা জিতেছে আল নাসর। চ্যাম্পিয়ন হওয়ার পুরো অবদানই রোনালদোর। ছয় ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জেতা সাবেক রিয়াল মাদ্রিদ তারকার অবদান অনস্বীকার্য।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে