
এবারের ফুটবল বিশ্বকাপ যেন ‘রেকর্ডের বিশ্বকাপ।’ প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো রেকর্ড। ফুটবলারদের পাশাপাশি কোচরাও গড়ছেন অনেক রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ কোচ হিসেবে কোনো দলকে টানা দুই ফাইনালে তোলার রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম।
২০১২ এর ৮ জুলাই ফ্রান্স দলের দায়িত্ব নিয়েছেন ফ্রান্স। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলে ফ্রান্স। গতকাল কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দেয় ফ্রান্স। তাতে দেশমের অধীনে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলে ফরাসিরা।
বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ফাইনাল খেলা প্রথম কোচ হচ্ছেন ভিত্তোরিও পোজো। পোজোর অধীনে ১৯৩৪,১৯৩৮-এই দুই বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতালি। এরপর এই রেকর্ডটা কার্লোস বিলার্দো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-এই দুজন একসঙ্গে গড়েছেন। ১৯৮৬,১৯৯০-টানা দুই বিশ্বকাপে তারা দুজন তাদের দলকে ফাইনালে তুলেছিলেন। যেখানে বিলার্দো ছিলেন আর্জেন্টিনার কোচ এবং বেকেনবাওয়ার ছিলেন জার্মানির দায়িত্বে (তৎকালীন পশ্চিম জার্মানি)।
দেশমের কাছে এবার সুযোগ থাকছে পোজোর রেকর্ডে ভাগ বসানোর। ২০১৮ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা। ১৮ ডিসেম্বর লুসাইলে আর্জেন্টিনাকে হারালেই ফ্রান্সকে টানা দুই বিশ্বকাপ জেতাবেন দেশম। কেননা ১৯৮৬,১৯৯০ দুই বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি এবং আর্জেন্টিনা জিতেছিল ’৮৬ এর বিশ্বকাপ এবং ’৯০ তে জার্মানি।
টানা দুই বিশ্বকাপের ফাইনালে তোলা দলের কোচ
১। ভিত্তোরিও পোজো-ইতালি-১৯৩৪,১৯৩৮
২। কার্লোস বিলার্দো-আর্জেন্টিনা-১৯৮৬,১৯৯০
৩। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-জার্মানি-১৯৮৬,১৯৯০
৪। দিদিয়ের দেশম-ফ্রান্স-২০১৮,২০২২

এবারের ফুটবল বিশ্বকাপ যেন ‘রেকর্ডের বিশ্বকাপ।’ প্রতিনিয়তই হচ্ছে কোনো না কোনো রেকর্ড। ফুটবলারদের পাশাপাশি কোচরাও গড়ছেন অনেক রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ কোচ হিসেবে কোনো দলকে টানা দুই ফাইনালে তোলার রেকর্ড গড়লেন দিদিয়ের দেশম।
২০১২ এর ৮ জুলাই ফ্রান্স দলের দায়িত্ব নিয়েছেন ফ্রান্স। তার অধীনে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলে ফ্রান্স। গতকাল কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দেয় ফ্রান্স। তাতে দেশমের অধীনে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলে ফরাসিরা।
বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ফাইনাল খেলা প্রথম কোচ হচ্ছেন ভিত্তোরিও পোজো। পোজোর অধীনে ১৯৩৪,১৯৩৮-এই দুই বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতালি। এরপর এই রেকর্ডটা কার্লোস বিলার্দো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-এই দুজন একসঙ্গে গড়েছেন। ১৯৮৬,১৯৯০-টানা দুই বিশ্বকাপে তারা দুজন তাদের দলকে ফাইনালে তুলেছিলেন। যেখানে বিলার্দো ছিলেন আর্জেন্টিনার কোচ এবং বেকেনবাওয়ার ছিলেন জার্মানির দায়িত্বে (তৎকালীন পশ্চিম জার্মানি)।
দেশমের কাছে এবার সুযোগ থাকছে পোজোর রেকর্ডে ভাগ বসানোর। ২০১৮ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা। ১৮ ডিসেম্বর লুসাইলে আর্জেন্টিনাকে হারালেই ফ্রান্সকে টানা দুই বিশ্বকাপ জেতাবেন দেশম। কেননা ১৯৮৬,১৯৯০ দুই বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি এবং আর্জেন্টিনা জিতেছিল ’৮৬ এর বিশ্বকাপ এবং ’৯০ তে জার্মানি।
টানা দুই বিশ্বকাপের ফাইনালে তোলা দলের কোচ
১। ভিত্তোরিও পোজো-ইতালি-১৯৩৪,১৯৩৮
২। কার্লোস বিলার্দো-আর্জেন্টিনা-১৯৮৬,১৯৯০
৩। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-জার্মানি-১৯৮৬,১৯৯০
৪। দিদিয়ের দেশম-ফ্রান্স-২০১৮,২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে