
মাইকেল ওয়েন, অ্যালেন শিয়ারার, পেপ গার্দিওলা এবং জোসে মরিনহো-একটা জায়গায় এদের সবার মিল রয়েছে। তাঁরা সবাই ফুটবলের সঙ্গে যুক্ত। কেউ খেলোয়াড় হিসেবে আবার কেউ কোচ হিসেবে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন। তবে বাবাদের দেখানো পথে হাঁটেননি তাঁদের কন্যারা। ভিন্ন পথে হেঁটেই নিজেদের নামে পরিচিতি পেয়েছেন তাঁরাও। সেইসব কন্যাদের নিয়েই এই আয়োজন।
মাইকেল ও গামা ওয়েন
লিভারপুল কিংবদন্তি মাইকেল ওয়েনকে অনেকেই মনে রেখেছেন ৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সেই গোলটির জন্য। তবে লিভারপুল ও ইংল্যান্ডের হয়ে পরবর্তী সময়ে কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। এবার ওয়েন নতুন করে আলোচনায় আসলেন তাঁর কন্যা গামার জন্য। সম্প্রতি ফ্যাশন দুনিয়ায় নাম লিখিয়েছেন গামা। নিজের শুরু করার প্রতিষ্ঠান ওজি বিকিনির মডেল হয়েছেন গামা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি পোস্ট করে গর্বিত হওয়ার কথা বলেছেন বাবা ওয়েন।
অ্যালান ও হলি শিয়ারার
নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন। তবে কম বিখ্যাত নন তাঁর ২৬ বছর বয়সী কন্যা হলিও। সংগীত দুনিয়ায় ইতিমধ্যে নিজের ঝাণ্ডা গেড়েছেন হলি। লন্ডনের মিউজিক স্কুলে নিজেকে গড়ে তুলেছেন হলি। আর এখন ‘কান্ট্রি সিংগার’ বেশ আলোচিত শিয়ারার কন্যা।
পেপ ও মারিয়া গর্দিওলা
পেপ গার্দিওলাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। সর্বকালের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। গার্দিওলার হয়ে কথা বলছে তাঁর সফল্য। তবে গার্দিওলার দেখানো পথে হাঁটেননি তাঁর কন্যা মারিয়া। নিজেকে বরং পরিচিত করেছেন স্টাইল আইকন হিসেবে। ইনস্টাগ্রামে বেশ নামও কুড়িয়েছেন তিনি। আরেকটি বিষয়ে এর আগে আলোচনায় আসেন মারিয়া। মাঝে তাঁকে প্রেম করতে দেখা যায় এভারটন তারকা দেলে আলীর সঙ্গে।
জোসে ও মাতিলদে মরিনহো
‘স্পেশাল ওয়ান’ খ্যান জোসে মরিনহোর কন্যা মাতিলদে। তবে ফুটবল বা ফ্যাশন দুনিয়ায় নয়, ২৫ বছর বয়সী মাতিলদে খ্যাতি অর্জন করেছেন জুয়েলারি ব্যবসায়ী হিসেবে। এই ব্যবসায় নেমে পেয়েছেন পদকও। ১৮ বছর বয়সে জন্মদিনে স্বর্নের ব্রেসলেট উপহার পেয়েছিলেন মাতিলদে। সেই থেকে শুরু তাঁর জুয়েলারি প্রেমের। এখন এই ভুবনে খ্যাতি পেয়েছেন মরিনহো-কন্যা।
ফুটবল সম্পর্কিত পড়ুন:

মাইকেল ওয়েন, অ্যালেন শিয়ারার, পেপ গার্দিওলা এবং জোসে মরিনহো-একটা জায়গায় এদের সবার মিল রয়েছে। তাঁরা সবাই ফুটবলের সঙ্গে যুক্ত। কেউ খেলোয়াড় হিসেবে আবার কেউ কোচ হিসেবে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন। তবে বাবাদের দেখানো পথে হাঁটেননি তাঁদের কন্যারা। ভিন্ন পথে হেঁটেই নিজেদের নামে পরিচিতি পেয়েছেন তাঁরাও। সেইসব কন্যাদের নিয়েই এই আয়োজন।
মাইকেল ও গামা ওয়েন
লিভারপুল কিংবদন্তি মাইকেল ওয়েনকে অনেকেই মনে রেখেছেন ৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সেই গোলটির জন্য। তবে লিভারপুল ও ইংল্যান্ডের হয়ে পরবর্তী সময়ে কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। এবার ওয়েন নতুন করে আলোচনায় আসলেন তাঁর কন্যা গামার জন্য। সম্প্রতি ফ্যাশন দুনিয়ায় নাম লিখিয়েছেন গামা। নিজের শুরু করার প্রতিষ্ঠান ওজি বিকিনির মডেল হয়েছেন গামা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি পোস্ট করে গর্বিত হওয়ার কথা বলেছেন বাবা ওয়েন।
অ্যালান ও হলি শিয়ারার
নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন। তবে কম বিখ্যাত নন তাঁর ২৬ বছর বয়সী কন্যা হলিও। সংগীত দুনিয়ায় ইতিমধ্যে নিজের ঝাণ্ডা গেড়েছেন হলি। লন্ডনের মিউজিক স্কুলে নিজেকে গড়ে তুলেছেন হলি। আর এখন ‘কান্ট্রি সিংগার’ বেশ আলোচিত শিয়ারার কন্যা।
পেপ ও মারিয়া গর্দিওলা
পেপ গার্দিওলাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। সর্বকালের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। গার্দিওলার হয়ে কথা বলছে তাঁর সফল্য। তবে গার্দিওলার দেখানো পথে হাঁটেননি তাঁর কন্যা মারিয়া। নিজেকে বরং পরিচিত করেছেন স্টাইল আইকন হিসেবে। ইনস্টাগ্রামে বেশ নামও কুড়িয়েছেন তিনি। আরেকটি বিষয়ে এর আগে আলোচনায় আসেন মারিয়া। মাঝে তাঁকে প্রেম করতে দেখা যায় এভারটন তারকা দেলে আলীর সঙ্গে।
জোসে ও মাতিলদে মরিনহো
‘স্পেশাল ওয়ান’ খ্যান জোসে মরিনহোর কন্যা মাতিলদে। তবে ফুটবল বা ফ্যাশন দুনিয়ায় নয়, ২৫ বছর বয়সী মাতিলদে খ্যাতি অর্জন করেছেন জুয়েলারি ব্যবসায়ী হিসেবে। এই ব্যবসায় নেমে পেয়েছেন পদকও। ১৮ বছর বয়সে জন্মদিনে স্বর্নের ব্রেসলেট উপহার পেয়েছিলেন মাতিলদে। সেই থেকে শুরু তাঁর জুয়েলারি প্রেমের। এখন এই ভুবনে খ্যাতি পেয়েছেন মরিনহো-কন্যা।
ফুটবল সম্পর্কিত পড়ুন:

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৩ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪০ মিনিট আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে