
২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার।
ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’
লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’
পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে।
১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।

২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার।
ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’
লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’
পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে।
১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১১ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে