
২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার।
ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’
লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’
পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে।
১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।

২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার।
ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’
লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’
পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে।
১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৪ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২৯ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে