Ajker Patrika

বন্যার্তদের উদ্ধারে নিজের গাড়ি-জেট স্কি দিলেন স্পেনের সাবেক স্ট্রাইকার

বন্যার্তদের উদ্ধারে নিজের গাড়ি-জেট স্কি দিলেন স্পেনের সাবেক স্ট্রাইকার

মাঠের খেলায় সমর্থকদের অনেকবারই মন জয় করে নিয়েছেন ডিয়াগো কস্তা। এবার মাঠের বাইরে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ব্রাজিলের বন্যার্ত মানুষের হৃদয় জয় করে নিয়েছেন ব্রাজিল ও স্পেনের সাবেক স্ট্রাইকার। 

কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকেরা। এতে প্রদেশটির নাগরিকদের আবাসনের ক্ষতি তো হয়েছেই, সঙ্গে বন্যার কবলে কমপক্ষে ৮৩ জন মানুষ মারা গেছে। ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। সঙ্গে আরও অনেক মানুষ এখনো নিখোঁজ আছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। 

এমন প্রতিকূল অবস্থায় রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কস্তা। অনুশীলন শেষে বাসায় ফেরার পথে বন্যা কবলিত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে সহায়তা করেছেন বর্তমানে গ্রেমিওর হয়ে খেলা এই স্ট্রাইকার। তাঁর এই উদারতায় কমপক্ষে ১০০ জন লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। 
https://x.com/futebol_info/status/1786480354305433902
আতলেতিকো মাদ্রিদ-চেলসির মতো ক্লাবের হয়ে মাঠ কাঁপানো কস্তার এমন মহানুভবতার ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এমন নিঃস্বার্থ কাজের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। ‘ডেইলি মেইলকে’ এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ডিয়াগো কস্তা আজ যা করেছেন তা আগে কখনো দেখিনি। সে কয়েক মাস হয়েছে এখানে (গ্রেমিও) আসার। কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে মানুষকে সহায়তা করেছে।’ 

ইন্টার মায়ামিতে লুইস সুয়ারেজ যোগ দেওয়ায় উরুগুয়ের স্ট্রাইকারের জায়গা পূরণ করতে এ বছর কস্তাকে দলে নিয়েছে গ্রেমিও। ব্রাজিলে জন্ম নেওয়া ৩৫ বছর বয়সী স্ট্রাইকার দুর্দান্ত ছন্দেও আছেন। গ্রেমিওর হয়ে ৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ব্রাজিল (২ ম্যাচ) ও স্পেনের (২৪ ম্যাচ) হয়ে খেলা এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত