
মাঠের খেলায় সমর্থকদের অনেকবারই মন জয় করে নিয়েছেন ডিয়াগো কস্তা। এবার মাঠের বাইরে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ব্রাজিলের বন্যার্ত মানুষের হৃদয় জয় করে নিয়েছেন ব্রাজিল ও স্পেনের সাবেক স্ট্রাইকার।
কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকেরা। এতে প্রদেশটির নাগরিকদের আবাসনের ক্ষতি তো হয়েছেই, সঙ্গে বন্যার কবলে কমপক্ষে ৮৩ জন মানুষ মারা গেছে। ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। সঙ্গে আরও অনেক মানুষ এখনো নিখোঁজ আছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
এমন প্রতিকূল অবস্থায় রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কস্তা। অনুশীলন শেষে বাসায় ফেরার পথে বন্যা কবলিত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে সহায়তা করেছেন বর্তমানে গ্রেমিওর হয়ে খেলা এই স্ট্রাইকার। তাঁর এই উদারতায় কমপক্ষে ১০০ জন লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
https://x.com/futebol_info/status/1786480354305433902
আতলেতিকো মাদ্রিদ-চেলসির মতো ক্লাবের হয়ে মাঠ কাঁপানো কস্তার এমন মহানুভবতার ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এমন নিঃস্বার্থ কাজের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। ‘ডেইলি মেইলকে’ এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ডিয়াগো কস্তা আজ যা করেছেন তা আগে কখনো দেখিনি। সে কয়েক মাস হয়েছে এখানে (গ্রেমিও) আসার। কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে মানুষকে সহায়তা করেছে।’
ইন্টার মায়ামিতে লুইস সুয়ারেজ যোগ দেওয়ায় উরুগুয়ের স্ট্রাইকারের জায়গা পূরণ করতে এ বছর কস্তাকে দলে নিয়েছে গ্রেমিও। ব্রাজিলে জন্ম নেওয়া ৩৫ বছর বয়সী স্ট্রাইকার দুর্দান্ত ছন্দেও আছেন। গ্রেমিওর হয়ে ৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ব্রাজিল (২ ম্যাচ) ও স্পেনের (২৪ ম্যাচ) হয়ে খেলা এই ফরোয়ার্ড।

মাঠের খেলায় সমর্থকদের অনেকবারই মন জয় করে নিয়েছেন ডিয়াগো কস্তা। এবার মাঠের বাইরে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ব্রাজিলের বন্যার্ত মানুষের হৃদয় জয় করে নিয়েছেন ব্রাজিল ও স্পেনের সাবেক স্ট্রাইকার।
কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকেরা। এতে প্রদেশটির নাগরিকদের আবাসনের ক্ষতি তো হয়েছেই, সঙ্গে বন্যার কবলে কমপক্ষে ৮৩ জন মানুষ মারা গেছে। ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। সঙ্গে আরও অনেক মানুষ এখনো নিখোঁজ আছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
এমন প্রতিকূল অবস্থায় রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কস্তা। অনুশীলন শেষে বাসায় ফেরার পথে বন্যা কবলিত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে সহায়তা করেছেন বর্তমানে গ্রেমিওর হয়ে খেলা এই স্ট্রাইকার। তাঁর এই উদারতায় কমপক্ষে ১০০ জন লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
https://x.com/futebol_info/status/1786480354305433902
আতলেতিকো মাদ্রিদ-চেলসির মতো ক্লাবের হয়ে মাঠ কাঁপানো কস্তার এমন মহানুভবতার ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এমন নিঃস্বার্থ কাজের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। ‘ডেইলি মেইলকে’ এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ডিয়াগো কস্তা আজ যা করেছেন তা আগে কখনো দেখিনি। সে কয়েক মাস হয়েছে এখানে (গ্রেমিও) আসার। কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে মানুষকে সহায়তা করেছে।’
ইন্টার মায়ামিতে লুইস সুয়ারেজ যোগ দেওয়ায় উরুগুয়ের স্ট্রাইকারের জায়গা পূরণ করতে এ বছর কস্তাকে দলে নিয়েছে গ্রেমিও। ব্রাজিলে জন্ম নেওয়া ৩৫ বছর বয়সী স্ট্রাইকার দুর্দান্ত ছন্দেও আছেন। গ্রেমিওর হয়ে ৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ব্রাজিল (২ ম্যাচ) ও স্পেনের (২৪ ম্যাচ) হয়ে খেলা এই ফরোয়ার্ড।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৬ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৭ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১০ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১১ ঘণ্টা আগে