
চলতি মৌসুমে আল নাসর হতাশাজনক পারফর্ম করলেও দারুণ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম মৌসুমে খেলতে এসে সৌদি প্রো লিগে সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছেন। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মেলেনি রোনালদোর। সৌদি লিগের মৌসুমসেরা একাদশে জায়গা পাননি পর্তুগিজ এই তারকা ফুটবলার।
২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগের একাদশের তালিকা দিয়েছে অপ্টা অ্যানালিস্ট। ৪-১-২-৩ ফরম্যাটে অপ্টা অ্যানালিস্টের বানানো এই দলে জায়গা হয়নি মৌসুমের সর্বোচ্চ দুই গোলদাতা আবদেররাজ্জাক হামদাল্লাহ ও তালিসকার। আল ইত্তিহাদের হামদাল্লাহ করেছেন ২১ গোল আর আল নাসরের জার্সিতে তালিসকা করেছেন ২০ গোল। এই দলের আক্রমণভাগে আছেন ওদিওন ইঘালো, ফেরাস আল ব্রাইকান ও মুরাদ বাতনা। লিগে তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করেছেন ইঘালো এবং ১৭ গোল করে ইঘালোর পরেই আছেন ব্রাইকান।
সৌদি প্রো লিগের এই একাদশে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের, যার মধ্যে তিনজন ডিফেন্ডার। এ ছাড়া আল নাসর, আল ফতেহর দুজন করে খেলোয়াড় এবং একজন করে আছেন আল হিলাল ও আল তাওয়ুনের।
গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনালদো। সৌদিতে এসেই প্রথম মৌসুমে ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ গোলের সবকটিই করেছেন সৌদি প্রো লিগে। তালিসকার পর মৌসুমে আল নাসরের দ্বিতীয় সর্বোচ্চ গোল দিয়েছেন রোনালদো।
সৌদি প্রো লিগের ২০২২-২৩ মৌসুমের একাদশ:
গোলরক্ষক: মার্সেলো গ্রোহে (আল ইত্তিহাদ)
রক্ষণভাগ: গিসলেইন কোনান (আল নাসর), আহমেদ শারাহিলি (আল ইত্তিহাদ), আহমেদ হেগাজি (আল ইত্তিহাদ), মাদাল্লাহ আল ওলেয়ান (আল ইত্তিহাদ)
আক্রমণভাগ: ওদিওন ইঘালো (আল হিলাল), ফেরাস আল ব্রাইকান (আল ফতেহ), মুরাদ বাতনা (আল ফতেহ)
মিডফিল্ডার: কাকু (আল তাওয়ুন), রোমারিনহো (আল ইত্তিহাদ), লুইজ গুস্তাভো (আল নাসর)

চলতি মৌসুমে আল নাসর হতাশাজনক পারফর্ম করলেও দারুণ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম মৌসুমে খেলতে এসে সৌদি প্রো লিগে সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছেন। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মেলেনি রোনালদোর। সৌদি লিগের মৌসুমসেরা একাদশে জায়গা পাননি পর্তুগিজ এই তারকা ফুটবলার।
২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগের একাদশের তালিকা দিয়েছে অপ্টা অ্যানালিস্ট। ৪-১-২-৩ ফরম্যাটে অপ্টা অ্যানালিস্টের বানানো এই দলে জায়গা হয়নি মৌসুমের সর্বোচ্চ দুই গোলদাতা আবদেররাজ্জাক হামদাল্লাহ ও তালিসকার। আল ইত্তিহাদের হামদাল্লাহ করেছেন ২১ গোল আর আল নাসরের জার্সিতে তালিসকা করেছেন ২০ গোল। এই দলের আক্রমণভাগে আছেন ওদিওন ইঘালো, ফেরাস আল ব্রাইকান ও মুরাদ বাতনা। লিগে তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করেছেন ইঘালো এবং ১৭ গোল করে ইঘালোর পরেই আছেন ব্রাইকান।
সৌদি প্রো লিগের এই একাদশে সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের, যার মধ্যে তিনজন ডিফেন্ডার। এ ছাড়া আল নাসর, আল ফতেহর দুজন করে খেলোয়াড় এবং একজন করে আছেন আল হিলাল ও আল তাওয়ুনের।
গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোনালদো। সৌদিতে এসেই প্রথম মৌসুমে ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ গোলের সবকটিই করেছেন সৌদি প্রো লিগে। তালিসকার পর মৌসুমে আল নাসরের দ্বিতীয় সর্বোচ্চ গোল দিয়েছেন রোনালদো।
সৌদি প্রো লিগের ২০২২-২৩ মৌসুমের একাদশ:
গোলরক্ষক: মার্সেলো গ্রোহে (আল ইত্তিহাদ)
রক্ষণভাগ: গিসলেইন কোনান (আল নাসর), আহমেদ শারাহিলি (আল ইত্তিহাদ), আহমেদ হেগাজি (আল ইত্তিহাদ), মাদাল্লাহ আল ওলেয়ান (আল ইত্তিহাদ)
আক্রমণভাগ: ওদিওন ইঘালো (আল হিলাল), ফেরাস আল ব্রাইকান (আল ফতেহ), মুরাদ বাতনা (আল ফতেহ)
মিডফিল্ডার: কাকু (আল তাওয়ুন), রোমারিনহো (আল ইত্তিহাদ), লুইজ গুস্তাভো (আল নাসর)

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৬ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৭ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১০ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১১ ঘণ্টা আগে