
ম্যানচেস্টার সিটি যেন এখন উৎসবের ক্লাব। ট্রেবল বিজয়ী এই ক্লাবের উদ্যাপন চলছেই। ড্রিংকসেই তারা খরচ করেছে অর্ধকোটি টাকার বেশি।
পেপ গার্দিওলার অধীনে এবার প্রথমবারের মতো ট্রেবল জিতেছে ম্যান সিটি, যার শুরুটা হয়েছে প্রিমিয়ার লিগ জয় দিয়ে। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে প্রায় ৯০ শতাংশ সময়ে শীর্ষে থেকেও শিরোপা জিততে পারেনি আর্সেনাল। পয়েন্ট তালিকার দৌড়ে থাকা আর্সেনাল হেরে যাওয়ায় আগেভাগেই হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ নিশ্চিত হয় সিটিজেনদের। ইতিহাদে গত ২১ মে চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ জয়ের উৎসব করেন ম্যান সিটির খেলোয়াড়েরা। টানেল ক্লাবে সেই উৎসবে ড্রিংকসের বিল এসেছে ৪৭ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৬৫ লাখ ১৮ হাজার টাকা। সেদিনের পার্টি নিয়ে জ্যাক গ্রিলিশের বাবা কেভিন ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য মিরর’কে বলেন, ‘সত্যি বলতে, সিটির উদ্যাপন ও পার্টি দুর্দান্ত। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল টানেল ক্লাবে কয়েক সপ্তাহ আগে প্রিমিয়ার লিগ জয়ের পার্টি। ৪৭ হাজার পাউন্ড বিল এসেছিল। আমি বিলের রিসিপ্ট দেখেছি। এটা শুধুই জ্যাকের ড্রিংকসের বিল ছিল না। জ্যাক সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরেছে।’
প্রিমিয়ার লিগের পর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যান সিটি। আর গত ১০ জুন শনিবার ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে সিটি। সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের পরদিন সকালে পার্টিতে উচ্ছ্বসিত গ্রিলিশ বলেছেন, ‘আপনারা কখনো কি ট্রেবল জিতেছেন?’ এরপর ১২ জুন ট্রেবল বিজয়ের আনন্দে ম্যানচেস্টার শহরে বাস প্যারেড করে ম্যান সিটি। বাস প্যারেডের সময় গ্রিলিশের মাথায় শ্যাম্পেন ঢেলে দিয়েছিলেন আর্লিং হালান্ড।

ম্যানচেস্টার সিটি যেন এখন উৎসবের ক্লাব। ট্রেবল বিজয়ী এই ক্লাবের উদ্যাপন চলছেই। ড্রিংকসেই তারা খরচ করেছে অর্ধকোটি টাকার বেশি।
পেপ গার্দিওলার অধীনে এবার প্রথমবারের মতো ট্রেবল জিতেছে ম্যান সিটি, যার শুরুটা হয়েছে প্রিমিয়ার লিগ জয় দিয়ে। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে প্রায় ৯০ শতাংশ সময়ে শীর্ষে থেকেও শিরোপা জিততে পারেনি আর্সেনাল। পয়েন্ট তালিকার দৌড়ে থাকা আর্সেনাল হেরে যাওয়ায় আগেভাগেই হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ নিশ্চিত হয় সিটিজেনদের। ইতিহাদে গত ২১ মে চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ জয়ের উৎসব করেন ম্যান সিটির খেলোয়াড়েরা। টানেল ক্লাবে সেই উৎসবে ড্রিংকসের বিল এসেছে ৪৭ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৬৫ লাখ ১৮ হাজার টাকা। সেদিনের পার্টি নিয়ে জ্যাক গ্রিলিশের বাবা কেভিন ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য মিরর’কে বলেন, ‘সত্যি বলতে, সিটির উদ্যাপন ও পার্টি দুর্দান্ত। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল টানেল ক্লাবে কয়েক সপ্তাহ আগে প্রিমিয়ার লিগ জয়ের পার্টি। ৪৭ হাজার পাউন্ড বিল এসেছিল। আমি বিলের রিসিপ্ট দেখেছি। এটা শুধুই জ্যাকের ড্রিংকসের বিল ছিল না। জ্যাক সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরেছে।’
প্রিমিয়ার লিগের পর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যান সিটি। আর গত ১০ জুন শনিবার ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে সিটি। সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের পরদিন সকালে পার্টিতে উচ্ছ্বসিত গ্রিলিশ বলেছেন, ‘আপনারা কখনো কি ট্রেবল জিতেছেন?’ এরপর ১২ জুন ট্রেবল বিজয়ের আনন্দে ম্যানচেস্টার শহরে বাস প্যারেড করে ম্যান সিটি। বাস প্যারেডের সময় গ্রিলিশের মাথায় শ্যাম্পেন ঢেলে দিয়েছিলেন আর্লিং হালান্ড।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে