নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামজা চৌধুরী যোগ হওয়ায় বেড়েছে জাতীয় ফুটবল দলের শক্তি। বেড়েছে বাংলাদেশের ব্র্যান্ডভ্যালুও। এক সিঙ্গাপুর ম্যাচ ঘিরেই সমর্থকদের মধ্যে বইছে তুমুল উন্মাদনা। বাফুফেও পাচ্ছে একের পর এক পৃষ্ঠপোষক। শুধু হামজা নন, সব ঠিক থাকলে সেই ম্যাচে খেলবেন দুই প্রবাসী শমিত শোম ও ফাহামিদুল ইসলামের মতো উন্নত লিগে খেলা দুই ফুটবলার।
১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের ফুটবলে উৎসবের আমেজ। তৈরি হয়েছে নবজাগরণ। ১০ জুন মাঠের খেলায় দারুণ কিছু যদি হয়, মাঠের বাইরে যে উৎসব-উৎসব আবহ, দেশের ফুটবলকে দিতে পারে নতুন দিনের সন্ধান। সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করার কথা আগামীকাল। সেই দলে যে হামজা-শমিত ফাহামিদুলরা থাকবেন তা অনুমিতই।
ইতালি থেকে পরশু দেশে আসছেন ফাহামিদুল। হামজা ও শমিতের যোগ দেওয়ার কথা ৪ জুন ভুটান ম্যাচের আগেই। হামজার সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তুলতে না পেরে হতাশায় ভেঙে পড়েন তিনি। তবে এর প্রভাব নিশ্চয়ই সিঙ্গাপুর ম্যাচে পড়বে না! জাতীয় দলের খেলা যে ভিন্ন। হামজার ঢাকায় আসার কথা ২ জুন। তবে তাঁর পরিবারের সঙ্গে আসার কথা, সবার প্রত্যাশিত ফ্লাইট নিশ্চিত হয়নি এখনো। বাফুফে সভাপতি সংবাদমাধ্যমকে অবশ্য জানিয়েছেন, হামজাকে ভুটানের বিপক্ষে পেতে আশাবাদী তাঁরা।
কানাডা-প্রবাসী শমিত এখন ব্যস্ত ক্লাব ফুটবল নিয়ে। ১ জুন তাঁর ক্লাব কাভার্লি এএফসির ম্যাচ আছে। এই ম্যাচ খেলেই ঢাকার ফ্লাইট ধরবেন তিনি। তাঁর ঢাকায় পা রাখতে রাখতে ৩ জুন হয়ে যেতে পারে। যদি কাঙ্ক্ষিত ফ্লাইট পেতে দেরি হয়, ৪ জুনও লেগে যেতে পারে তাঁর ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে। শমিতের ভুটানের বিপক্ষে তাই পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে তিন তারকা ফুটবলারকে এক সঙ্গে দেখবে পুরো বাংলাদেশ, এ আশা করাই যায়। যেদিন নতুন এক সূচনা হতে পারে দেশেরই ফুটবলের।

হামজা চৌধুরী যোগ হওয়ায় বেড়েছে জাতীয় ফুটবল দলের শক্তি। বেড়েছে বাংলাদেশের ব্র্যান্ডভ্যালুও। এক সিঙ্গাপুর ম্যাচ ঘিরেই সমর্থকদের মধ্যে বইছে তুমুল উন্মাদনা। বাফুফেও পাচ্ছে একের পর এক পৃষ্ঠপোষক। শুধু হামজা নন, সব ঠিক থাকলে সেই ম্যাচে খেলবেন দুই প্রবাসী শমিত শোম ও ফাহামিদুল ইসলামের মতো উন্নত লিগে খেলা দুই ফুটবলার।
১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের ফুটবলে উৎসবের আমেজ। তৈরি হয়েছে নবজাগরণ। ১০ জুন মাঠের খেলায় দারুণ কিছু যদি হয়, মাঠের বাইরে যে উৎসব-উৎসব আবহ, দেশের ফুটবলকে দিতে পারে নতুন দিনের সন্ধান। সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করার কথা আগামীকাল। সেই দলে যে হামজা-শমিত ফাহামিদুলরা থাকবেন তা অনুমিতই।
ইতালি থেকে পরশু দেশে আসছেন ফাহামিদুল। হামজা ও শমিতের যোগ দেওয়ার কথা ৪ জুন ভুটান ম্যাচের আগেই। হামজার সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তুলতে না পেরে হতাশায় ভেঙে পড়েন তিনি। তবে এর প্রভাব নিশ্চয়ই সিঙ্গাপুর ম্যাচে পড়বে না! জাতীয় দলের খেলা যে ভিন্ন। হামজার ঢাকায় আসার কথা ২ জুন। তবে তাঁর পরিবারের সঙ্গে আসার কথা, সবার প্রত্যাশিত ফ্লাইট নিশ্চিত হয়নি এখনো। বাফুফে সভাপতি সংবাদমাধ্যমকে অবশ্য জানিয়েছেন, হামজাকে ভুটানের বিপক্ষে পেতে আশাবাদী তাঁরা।
কানাডা-প্রবাসী শমিত এখন ব্যস্ত ক্লাব ফুটবল নিয়ে। ১ জুন তাঁর ক্লাব কাভার্লি এএফসির ম্যাচ আছে। এই ম্যাচ খেলেই ঢাকার ফ্লাইট ধরবেন তিনি। তাঁর ঢাকায় পা রাখতে রাখতে ৩ জুন হয়ে যেতে পারে। যদি কাঙ্ক্ষিত ফ্লাইট পেতে দেরি হয়, ৪ জুনও লেগে যেতে পারে তাঁর ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে। শমিতের ভুটানের বিপক্ষে তাই পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে তিন তারকা ফুটবলারকে এক সঙ্গে দেখবে পুরো বাংলাদেশ, এ আশা করাই যায়। যেদিন নতুন এক সূচনা হতে পারে দেশেরই ফুটবলের।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নিতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদেশের ভ
১ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে