সব জল্পনা-কল্পনার অবসান হলো। মালিকানা বদল হতে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসির। পশ্চিম লন্ডনের ক্লাবটির মালিকানা কিনে নিয়েছে মার্কিন ব্যবসায়ী টোড বোহলি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।
৫.২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হস্তান্তর হচ্ছে চেলসির মালিকানা। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৪৫ হাজার কোটি টাকা। নতুন মৌসুম থেকে এটি চলে যাচ্ছে মার্কিন ফুটবল ক্লাব লস অ্যাঞ্জেলেস ডোজার্সের অংশীদার টোড বোহলির হাতে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখন প্রয়োজন ইংল্যান্ড সরকার ও ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমোদন।
আরও কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব মিলিয়ে ক্লাবের মালিকানার হাতবদল হতে সময়টা চলে যাবে এই মাসের শেষ দিকে। আজ এক বিবৃতিতে চেলসি বলেছে, ‘প্রয়োজনীয় সব অনুমোদন সাপেক্ষে আশা করছি মে মাসের শেষ দিকে ক্লাবটি বিক্রির প্রক্রিয়া শেষ হবে।’
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করে রাশিয়া। পরে চেলসির ওপর নিষেধাজ্ঞা দেয় ইউক্রেনপন্থী ইংল্যান্ড সরকার। কারণ ক্লাবটি রাশান ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন। ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর শুরু হয় বিক্রির প্রক্রিয়া। ক্লাবটিকে কেনার আগ্রহ দেখিয়েছেন অনেকে।
ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন ও টেনিস তারকা সেরেনা উইলিয়ামসও ক্লাবটিতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন। ক্লাবের নতুন মালিক তাঁদের সুযোগটা দেবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা। উল্লেখ্য, ২০০৩ সালে চেলসি কিনে নিয়েছিলেন রাশান ধনকুবের আব্রামোভিচ। ১৯ বছর পর ব্লুজরা এখন নতুন মালিকানার অপেক্ষায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৩২ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে