
২০২২ সালের ১৮ ডিসেম্বর-কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রূপকথার সেই রাত। আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের রাতে এমিলিয়ানো মার্তিনেজ জিতেছেন গোল্ডেন গ্লাভস। ফ্রান্সের সঙ্গে ফাইনালে মনস্তাত্ত্বিক খেলা খেলেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বার্ষিকী ছিল গতকাল। এএফএ স্তুদিও নামে ইউটিউব চ্যানেলে মার্তিনেজ স্মরণ করেছেন দুই বছর আগের সেই স্মরণীয় ঘটনার মুহূর্ত। আড্ডাচ্ছলে অনেক মজাও করেছেন তিনি। যেভাবে অবসরের হিড়িক পড়েছে, সেই আলোচনা উঠে এসেছে মার্তিনেজের কথায়। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুইবার বিশ্বকাপ জিতেছে? যদি আমি দুইবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতি, তাহলে আমি অবসরে যাব। প্রতিজ্ঞা করছি আমি। আপনাদের আজ বলে দিচ্ছি। সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’
এ বছরের ২ সেপ্টেম্বর ৩২ বছর পূর্ণ করেছেন মার্তিনেজ। অন্যদিকে ২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো তিন দেশ মিলে হবে বিশ্বকাপ। তখন তাঁর বয়স হবে ৩৪ ছুঁইছুঁই। সচরাচর দুষ্টুমিতে মত্ত মার্তিনেজ এটা নিয়েও মজা করেছেন। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘আমার মাত্র ৩২ হয়েছে। বিশ্বকাপ আসতে আসতে ৩৩ হবে। খুবই তরুণ এক ছেলে আমি।’
টানা দুইবার বিশ্বকাপ জিতেছে ইতালি ও ব্রাজিল। ইতালি ১৯৩৪, ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা ২০২৬ সালে চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
বাজপাখি হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন মার্তিনেজ। যেকোনো টুর্নামেন্টেই গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে যান চীনের মহাপ্রাচীরের মতো। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ-আর্জেন্টিনার জার্সিতে চারটি শিরোপা জিতেছেন তিনি। ফিনালিসিমা বাদে বাকি ৩ টুর্নামেন্টেই জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। ২০২৪ ফিফা দ্য বেস্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক। জায়গা পেয়েছেন এ বছর ফিফার বর্ষসেরা একাদশেও।

২০২২ সালের ১৮ ডিসেম্বর-কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রূপকথার সেই রাত। আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের রাতে এমিলিয়ানো মার্তিনেজ জিতেছেন গোল্ডেন গ্লাভস। ফ্রান্সের সঙ্গে ফাইনালে মনস্তাত্ত্বিক খেলা খেলেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বার্ষিকী ছিল গতকাল। এএফএ স্তুদিও নামে ইউটিউব চ্যানেলে মার্তিনেজ স্মরণ করেছেন দুই বছর আগের সেই স্মরণীয় ঘটনার মুহূর্ত। আড্ডাচ্ছলে অনেক মজাও করেছেন তিনি। যেভাবে অবসরের হিড়িক পড়েছে, সেই আলোচনা উঠে এসেছে মার্তিনেজের কথায়। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুইবার বিশ্বকাপ জিতেছে? যদি আমি দুইবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতি, তাহলে আমি অবসরে যাব। প্রতিজ্ঞা করছি আমি। আপনাদের আজ বলে দিচ্ছি। সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’
এ বছরের ২ সেপ্টেম্বর ৩২ বছর পূর্ণ করেছেন মার্তিনেজ। অন্যদিকে ২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো তিন দেশ মিলে হবে বিশ্বকাপ। তখন তাঁর বয়স হবে ৩৪ ছুঁইছুঁই। সচরাচর দুষ্টুমিতে মত্ত মার্তিনেজ এটা নিয়েও মজা করেছেন। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘আমার মাত্র ৩২ হয়েছে। বিশ্বকাপ আসতে আসতে ৩৩ হবে। খুবই তরুণ এক ছেলে আমি।’
টানা দুইবার বিশ্বকাপ জিতেছে ইতালি ও ব্রাজিল। ইতালি ১৯৩৪, ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা ২০২৬ সালে চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
বাজপাখি হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন মার্তিনেজ। যেকোনো টুর্নামেন্টেই গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে যান চীনের মহাপ্রাচীরের মতো। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ-আর্জেন্টিনার জার্সিতে চারটি শিরোপা জিতেছেন তিনি। ফিনালিসিমা বাদে বাকি ৩ টুর্নামেন্টেই জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। ২০২৪ ফিফা দ্য বেস্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক। জায়গা পেয়েছেন এ বছর ফিফার বর্ষসেরা একাদশেও।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৫ ঘণ্টা আগে