নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে।
ভারত ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। হাভিয়ের কাবরেরার বাংলাদেশ এক বছরে খেলবে ৬ ম্যাচ। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে তিনটি করে ম্যাচ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। এই ৬ ম্যাচের পাঁচটি খেলবে ২০২৫ সালে। একটি ম্যাচ আগামী বছরের ৩১ মার্চ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি হবে সিঙ্গাপুরের মাঠে।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
১৭ মার্চ হামজা সিলেট ওসমানী বিমানবন্দরে নামতেই উপচে পড়া ভিড় দেখা গেছে। সেদিন সন্ধ্যায় তাঁর বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ইফতারের পর জনাকীর্ণ পরিবেশে হলো সংবাদ সম্মেলন। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ দলের টিম হোটেলে কাবরেরা, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা এসেছিলেন সংবাদ সম্মেলনে। আজ কাবরেরার দল রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
| প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু |
|---|---|---|
| ভারত | ২৫ মার্চ | ভারত |
| সিঙ্গাপুর | ১০ জুন | বাংলাদেশ |
| হংকং | ৯ অক্টোবর | বাংলাদেশ |
| হংকং | ১৪ অক্টোবর | হংকং |
| ভারত | ১৮ নভেম্বর | বাংলাদেশ |
| সিঙ্গাপুর | ৩১ মার্চ, ২০২৬ | সিঙ্গাপুর |

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে।
ভারত ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। হাভিয়ের কাবরেরার বাংলাদেশ এক বছরে খেলবে ৬ ম্যাচ। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে তিনটি করে ম্যাচ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। এই ৬ ম্যাচের পাঁচটি খেলবে ২০২৫ সালে। একটি ম্যাচ আগামী বছরের ৩১ মার্চ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি হবে সিঙ্গাপুরের মাঠে।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
১৭ মার্চ হামজা সিলেট ওসমানী বিমানবন্দরে নামতেই উপচে পড়া ভিড় দেখা গেছে। সেদিন সন্ধ্যায় তাঁর বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ইফতারের পর জনাকীর্ণ পরিবেশে হলো সংবাদ সম্মেলন। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ দলের টিম হোটেলে কাবরেরা, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা এসেছিলেন সংবাদ সম্মেলনে। আজ কাবরেরার দল রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
| প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু |
|---|---|---|
| ভারত | ২৫ মার্চ | ভারত |
| সিঙ্গাপুর | ১০ জুন | বাংলাদেশ |
| হংকং | ৯ অক্টোবর | বাংলাদেশ |
| হংকং | ১৪ অক্টোবর | হংকং |
| ভারত | ১৮ নভেম্বর | বাংলাদেশ |
| সিঙ্গাপুর | ৩১ মার্চ, ২০২৬ | সিঙ্গাপুর |

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে