
২০২৩-২৪ লিগ ওয়ানের শিরোপায় এক হাত আগেই দিয়ে রেখেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন হওয়া তাদের কাছে ছিল শুধু সময়ের ব্যাপার। সেই শিরোপাও গত রাতে জিতে গেল প্যারিসিয়ানরা।
শিরোপা জয়ের সুসংবাদটা পিএসজি নিজেরাই পেতে পারত পরশু রাতে। তবে পার্ক দে প্রিন্সেসে পয়েন্ট টেবিলের ১৫ নম্বর দল লে হাভরের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্যারিসিয়ানরা। এই ড্রতে শুধু এক রাতেরই অপেক্ষা বাড়ল পিএসজির। প্যারিসিয়ানদের সুখবর দিয়েছে লিওঁ। নিজেদের মাঠ পার্ক অলিম্পিক লিওনাইস স্টেডিয়ামে লিওঁ গত রাতে ৩-২ গোলে হারিয়েছে মোনাকোকে। ৩১ ম্যাচে ১৭ জয়, ৭ ড্র ও ৭ পরাজয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মোনাকো। সমান ৩১ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট পেয়ে এবারের লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি। তিন ও চারে থাকা ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৬ ও ৫৫। এই দল দুটিও খেলেছে ৩১টি করে ম্যাচ। মোনাকো, ব্রেস্ত ও লিলে প্রত্যেকে তাদের শেষ তিন ম্যাচ জিতলেও পিএসজিকে ছাড়ানো সম্ভব নয়। ২০২১-২২,২০২২-২৩, ২০২৩-২৪—লিগ ওয়ানের হ্যাটট্রিক শিরোপা জিতল পিএসজি।
লিগ ওয়ানের শিরোপা জয়ের জন্য ন্যুনতম আশা বাচিয়ে রাখতে মোনাকো গত রাতে সমানে সমানে লড়েছে লিওঁর সঙ্গে। ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নেয় ৫ টি। স্বাগতিক লিওঁ বল দখলে রাখে ৪৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। ১ মিনিটে উইসাম বিন এদেরের শটেই প্রথম গোলের দেখা পায় মোনাকো। এরপর ২২ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেতের গোলে সমতায় ফেরে লিওঁ। ২৬ মিনিটে সাইদ বেনরাহমার গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে লিওঁ।
সমতায় ফিরতে মোনাকো দ্বিতীয়ার্ধে তেমন একটা সময় নেয়নি। ৬০ মিনিটে বেন ইয়েদের গোলেই ২-২ সমতা করে মোনাকো। ম্যাচে ড্র যখন একমাত্র পরিণতি মনে হচ্ছিল, তখন ব্যবধান গড়ে দেন মালিক ফোফানা। ৮৪ মিনিটে মোনাকোর তৃতীয় গোল করেন এই স্ট্রাইকার। তাঁকে (ফোফানা) অ্যাসিস্ট করেন ল্যাকাজেট। লিওঁ ৩-২ গোলে জেতায় শিরোপা জয়ের সামান্য আশাটুকুও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় মোনাকোর।

২০২৩-২৪ লিগ ওয়ানের শিরোপায় এক হাত আগেই দিয়ে রেখেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন হওয়া তাদের কাছে ছিল শুধু সময়ের ব্যাপার। সেই শিরোপাও গত রাতে জিতে গেল প্যারিসিয়ানরা।
শিরোপা জয়ের সুসংবাদটা পিএসজি নিজেরাই পেতে পারত পরশু রাতে। তবে পার্ক দে প্রিন্সেসে পয়েন্ট টেবিলের ১৫ নম্বর দল লে হাভরের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্যারিসিয়ানরা। এই ড্রতে শুধু এক রাতেরই অপেক্ষা বাড়ল পিএসজির। প্যারিসিয়ানদের সুখবর দিয়েছে লিওঁ। নিজেদের মাঠ পার্ক অলিম্পিক লিওনাইস স্টেডিয়ামে লিওঁ গত রাতে ৩-২ গোলে হারিয়েছে মোনাকোকে। ৩১ ম্যাচে ১৭ জয়, ৭ ড্র ও ৭ পরাজয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মোনাকো। সমান ৩১ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট পেয়ে এবারের লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি। তিন ও চারে থাকা ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৬ ও ৫৫। এই দল দুটিও খেলেছে ৩১টি করে ম্যাচ। মোনাকো, ব্রেস্ত ও লিলে প্রত্যেকে তাদের শেষ তিন ম্যাচ জিতলেও পিএসজিকে ছাড়ানো সম্ভব নয়। ২০২১-২২,২০২২-২৩, ২০২৩-২৪—লিগ ওয়ানের হ্যাটট্রিক শিরোপা জিতল পিএসজি।
লিগ ওয়ানের শিরোপা জয়ের জন্য ন্যুনতম আশা বাচিয়ে রাখতে মোনাকো গত রাতে সমানে সমানে লড়েছে লিওঁর সঙ্গে। ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নেয় ৫ টি। স্বাগতিক লিওঁ বল দখলে রাখে ৪৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। ১ মিনিটে উইসাম বিন এদেরের শটেই প্রথম গোলের দেখা পায় মোনাকো। এরপর ২২ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেতের গোলে সমতায় ফেরে লিওঁ। ২৬ মিনিটে সাইদ বেনরাহমার গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে লিওঁ।
সমতায় ফিরতে মোনাকো দ্বিতীয়ার্ধে তেমন একটা সময় নেয়নি। ৬০ মিনিটে বেন ইয়েদের গোলেই ২-২ সমতা করে মোনাকো। ম্যাচে ড্র যখন একমাত্র পরিণতি মনে হচ্ছিল, তখন ব্যবধান গড়ে দেন মালিক ফোফানা। ৮৪ মিনিটে মোনাকোর তৃতীয় গোল করেন এই স্ট্রাইকার। তাঁকে (ফোফানা) অ্যাসিস্ট করেন ল্যাকাজেট। লিওঁ ৩-২ গোলে জেতায় শিরোপা জয়ের সামান্য আশাটুকুও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় মোনাকোর।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে