নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালের ঘটনা প্রবাহ হয়তো অবচেতনভাবেই মনে ঘুরছিল বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুর। নইলে কেন এক স্মরণীয় ফাইনালের প্রত্যাশা করবেন তিনি!
ঠিক এক মাস আগে কমলাপুর স্টেডিয়ামে হয়ে যাওয়া ঘটনাসমূহ এখন পর্যন্ত টাটকা। শেষ সময়ে সমতায় ফেরা, ২২ টাইব্রেকের সব শট জালে জড়ানো, ম্যাচ কমিশনারের টসকাণ্ডের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা; অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে হয়েছিল লঙ্কাকাণ্ড। সেই ফাইনাল এমন এক দাগ তৈরি করে গেছে যে, এর পর থেকে বাংলাদেশ-ভারত নারী দলের প্রতিটি ফাইনাল স্মরণীয় না হয়ে কী পারে! টিটু সেই ম্যাচে ডাগআউটে ছিলেন, আজ থাকবেন বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৬ নারী সাফের ফাইনালেও। তবে অনূর্ধ্ব-১৯ সাফের মতো শিরোপা ভাগাভাগি চাইবেন না, সেটা নিশ্চিত।
গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেই দলটাকেই ফাইনালের প্রতিপক্ষ ধরে নিয়েছিলেন সাইফুল বারী টিটু। চার দলের নারী সাফে তেমন কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ আর ভারতই যে ফাইনাল খেলবে, সেটা একরকম জানাই। বাংলাদেশের কাছে হেরেও ভুটান আর নেপালকে হারিয়ে যথারীতি ফাইনালে খেলছে ভারত। আর ফাইনালের প্রতিপক্ষ বাংলাদেশকে দিয়ে রেখেছে কঠিন বার্তা। ভারত কোচ থমাস মুত্তাহ যেমন বললেন, ‘আগামীকাল (আজ) নতুন একটা দিন। গ্রুপ পর্বে যা হয়েছে ভুলে গেছি। আমরা নেপাল-ভুটানের বিপক্ষে খুব বেশি সমস্যায় পড়িনি। যেসব ভুল ছিল, সেগুলো খুবই মামুলি ভুল। সন্দেহ নেই ফাইনালে আমার মেয়েরা অবশ্যই ভালো থেকে আরও ভালো ফুটবল খেলবে।’
ভারত কোচ যে ভুল কিছু বলেননি, সেটা সাক্ষী দেয় পরিসংখ্যানও। বয়সভিত্তিক সাফে মেয়েদের এটাই প্রথম অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৫ সাফ হয়েছে চারটি, অনূর্ধ্ব-১৭ একটি। অনূর্ধ্ব-১৫ সাফের চারটির দুটি শিরোপা জিতেছে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে একটি, প্রতিপক্ষ যথারীতি ভারত। ফাইনালে ভারত ভিন্ন এক দল। ভয়ংকর তাদের আক্রমণভাগও। ভুটান ও নেপালের বিপক্ষে দলটির আক্রমণভাগ গোল করেছে ১৭টি, সব মিলিয়ে গোলের সংখ্যা ১৮।
ভারতের আক্রমণভাগকে সমীহ করেই সাইফুল বারী টিটু বলছেন, ফাইনালটা হবে সমানে সমান। তবে কঠোর পরিশ্রমের ফল হিসেবে শিরোপা তার দলের প্রাপ্য বলেও দাবি বাংলাদেশ কোচের, ‘ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। দুই দলের শক্তির জায়গাগুলোকে সম্মান দিতেই হবে এবং একে অন্যের দুর্বলতা কাজে লাগাতে হবে। এভাবেই একটা ফাইনাল খেলা হয়। মেয়েরা শিরোপার মুকুট পরার জন্য কঠিন পরিশ্রম করছে। একটা স্মরণীয় ফাইনালের অপেক্ষায়।’
ফাইনালে যে দলের ভুল যত কম হবে, সেই দলের শিরোপার সুযোগ তত বেশি মনে করেন টিটু, ‘আমরা দুই ফাইনালিস্ট তো একবার করে খেলেছি, দল সম্পর্কে, শক্তি সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। ফাইনালে স্নায়ু আর চাপের একটা ব্যাপার থাকে। খেলোয়াড়দের এটা মানিয়ে নিতে হবে। যারা কম ভুল করবে, তাদেরই এই ম্যাচে জেতার সুযোগ থাকবে।’

অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালের ঘটনা প্রবাহ হয়তো অবচেতনভাবেই মনে ঘুরছিল বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুর। নইলে কেন এক স্মরণীয় ফাইনালের প্রত্যাশা করবেন তিনি!
ঠিক এক মাস আগে কমলাপুর স্টেডিয়ামে হয়ে যাওয়া ঘটনাসমূহ এখন পর্যন্ত টাটকা। শেষ সময়ে সমতায় ফেরা, ২২ টাইব্রেকের সব শট জালে জড়ানো, ম্যাচ কমিশনারের টসকাণ্ডের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা; অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে হয়েছিল লঙ্কাকাণ্ড। সেই ফাইনাল এমন এক দাগ তৈরি করে গেছে যে, এর পর থেকে বাংলাদেশ-ভারত নারী দলের প্রতিটি ফাইনাল স্মরণীয় না হয়ে কী পারে! টিটু সেই ম্যাচে ডাগআউটে ছিলেন, আজ থাকবেন বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৬ নারী সাফের ফাইনালেও। তবে অনূর্ধ্ব-১৯ সাফের মতো শিরোপা ভাগাভাগি চাইবেন না, সেটা নিশ্চিত।
গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেই দলটাকেই ফাইনালের প্রতিপক্ষ ধরে নিয়েছিলেন সাইফুল বারী টিটু। চার দলের নারী সাফে তেমন কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ আর ভারতই যে ফাইনাল খেলবে, সেটা একরকম জানাই। বাংলাদেশের কাছে হেরেও ভুটান আর নেপালকে হারিয়ে যথারীতি ফাইনালে খেলছে ভারত। আর ফাইনালের প্রতিপক্ষ বাংলাদেশকে দিয়ে রেখেছে কঠিন বার্তা। ভারত কোচ থমাস মুত্তাহ যেমন বললেন, ‘আগামীকাল (আজ) নতুন একটা দিন। গ্রুপ পর্বে যা হয়েছে ভুলে গেছি। আমরা নেপাল-ভুটানের বিপক্ষে খুব বেশি সমস্যায় পড়িনি। যেসব ভুল ছিল, সেগুলো খুবই মামুলি ভুল। সন্দেহ নেই ফাইনালে আমার মেয়েরা অবশ্যই ভালো থেকে আরও ভালো ফুটবল খেলবে।’
ভারত কোচ যে ভুল কিছু বলেননি, সেটা সাক্ষী দেয় পরিসংখ্যানও। বয়সভিত্তিক সাফে মেয়েদের এটাই প্রথম অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৫ সাফ হয়েছে চারটি, অনূর্ধ্ব-১৭ একটি। অনূর্ধ্ব-১৫ সাফের চারটির দুটি শিরোপা জিতেছে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে একটি, প্রতিপক্ষ যথারীতি ভারত। ফাইনালে ভারত ভিন্ন এক দল। ভয়ংকর তাদের আক্রমণভাগও। ভুটান ও নেপালের বিপক্ষে দলটির আক্রমণভাগ গোল করেছে ১৭টি, সব মিলিয়ে গোলের সংখ্যা ১৮।
ভারতের আক্রমণভাগকে সমীহ করেই সাইফুল বারী টিটু বলছেন, ফাইনালটা হবে সমানে সমান। তবে কঠোর পরিশ্রমের ফল হিসেবে শিরোপা তার দলের প্রাপ্য বলেও দাবি বাংলাদেশ কোচের, ‘ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। দুই দলের শক্তির জায়গাগুলোকে সম্মান দিতেই হবে এবং একে অন্যের দুর্বলতা কাজে লাগাতে হবে। এভাবেই একটা ফাইনাল খেলা হয়। মেয়েরা শিরোপার মুকুট পরার জন্য কঠিন পরিশ্রম করছে। একটা স্মরণীয় ফাইনালের অপেক্ষায়।’
ফাইনালে যে দলের ভুল যত কম হবে, সেই দলের শিরোপার সুযোগ তত বেশি মনে করেন টিটু, ‘আমরা দুই ফাইনালিস্ট তো একবার করে খেলেছি, দল সম্পর্কে, শক্তি সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। ফাইনালে স্নায়ু আর চাপের একটা ব্যাপার থাকে। খেলোয়াড়দের এটা মানিয়ে নিতে হবে। যারা কম ভুল করবে, তাদেরই এই ম্যাচে জেতার সুযোগ থাকবে।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে