
ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর পূর্ণ করেছেন কদিন আগে। ম্যাচের ব্যস্ত সূচিও রয়েছে। তবে রোনালদোকে দেখে বোঝার উপায় নেই যে তাঁর ওপর ম্যাচ খেলার ধকল বয়ে যাচ্ছে। গোলমেশিন রোনালদো এখন যেন হয়ে গেলেন ‘হ্যাটট্রিক মেশিন।’
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়েছে এরই মধ্যে। পর্তুগাল দলে ঠিকমতো পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় রোনালদোকে। তবে ৩৯ বছর বয়সী তারকা যে এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। ৩০ মার্চ আল নাসরের হয়ে ফেরার ম্যাচে হ্যাটট্রিক করলেন আল তাইয়ের বিপক্ষে। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন গত রাতে সৌদি প্রো লিগে আভার বিপক্ষেও। ১১ মিনিটে ফ্রি কিক থেকে ম্যাচেরই প্রথম গোল করলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড আভা ডিফেন্ডারদের ভড়কে আলতো ছোঁয়ায় সুনিপুণভাবে লক্ষ্যভেদ করেন। ২১ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটাও আসে ফ্রি কিক থেকে। ৩৯ বছর বয়সী তারকা এবার শট করেছেন উড়িয়ে। আভার গোলরক্ষক সিপ্রিয়ানো তাতারুসানু বুঝতেই পারেননি গোলটা কীভাবে হয়েছে। হ্যাটট্রিকটা রোনালদো পূর্ণ করেছেন প্রথমার্ধেই। ৪২ মিনিটে সতীর্থের পাস রিসিভ করে আলতো চিপের মাধ্যমে রোনালদো করের ৬৫ তম হ্যাটট্রিক।
আভার বিপক্ষে গত রাতে হ্যাটট্রিকেই শুধু থেমে থাকেননি রোনালদো। সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন। তাঁর অ্যাসিস্ট থেকে ৪৪ মিনিটে গোল করেন আল নাসর মিডফিল্ডার আবদুল মাজিদ সুলাইহিম। শেষ পর্যন্ত আভাকে ৮-০ গোলে হারায় আল নাসর। ম্যাচ শেষে রোনালদো তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘আমরা থামছি না।’ পোস্টের পর ট্রেনের ইমোজি দিয়েছেন। ট্রেনের পাশে বসিয়েছেন তিনটি ফুটবলের ইমোজি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের স্ট্যাটাসটাও ফেলে দেওয়ার মতো নয়। আল নাসর নিজেদের সবশেষ দুই ম্যাচে ১৩-১ গোলে জিতেছে। ১৩ গোলের ৬টিই করেছেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব মিলিয়ে ৩৫ ম্যাচে রোনালদো করেন ৩৬ গোল, অ্যাসিস্ট করেন ১২ গোলে। যার মধ্যে সৌদি প্রো লিগে ২৯ গোল করে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
এবারের সৌদি প্রো লিগে ২৬ ম্যাচে আল নাসর জিতেছে ২০ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও হেরেছে ৪ ম্যাচ। ৬২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি। সমান ২৬ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৭৪।
আরও পড়ুন:

ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর পূর্ণ করেছেন কদিন আগে। ম্যাচের ব্যস্ত সূচিও রয়েছে। তবে রোনালদোকে দেখে বোঝার উপায় নেই যে তাঁর ওপর ম্যাচ খেলার ধকল বয়ে যাচ্ছে। গোলমেশিন রোনালদো এখন যেন হয়ে গেলেন ‘হ্যাটট্রিক মেশিন।’
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়েছে এরই মধ্যে। পর্তুগাল দলে ঠিকমতো পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় রোনালদোকে। তবে ৩৯ বছর বয়সী তারকা যে এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। ৩০ মার্চ আল নাসরের হয়ে ফেরার ম্যাচে হ্যাটট্রিক করলেন আল তাইয়ের বিপক্ষে। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন গত রাতে সৌদি প্রো লিগে আভার বিপক্ষেও। ১১ মিনিটে ফ্রি কিক থেকে ম্যাচেরই প্রথম গোল করলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড আভা ডিফেন্ডারদের ভড়কে আলতো ছোঁয়ায় সুনিপুণভাবে লক্ষ্যভেদ করেন। ২১ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটাও আসে ফ্রি কিক থেকে। ৩৯ বছর বয়সী তারকা এবার শট করেছেন উড়িয়ে। আভার গোলরক্ষক সিপ্রিয়ানো তাতারুসানু বুঝতেই পারেননি গোলটা কীভাবে হয়েছে। হ্যাটট্রিকটা রোনালদো পূর্ণ করেছেন প্রথমার্ধেই। ৪২ মিনিটে সতীর্থের পাস রিসিভ করে আলতো চিপের মাধ্যমে রোনালদো করের ৬৫ তম হ্যাটট্রিক।
আভার বিপক্ষে গত রাতে হ্যাটট্রিকেই শুধু থেমে থাকেননি রোনালদো। সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন। তাঁর অ্যাসিস্ট থেকে ৪৪ মিনিটে গোল করেন আল নাসর মিডফিল্ডার আবদুল মাজিদ সুলাইহিম। শেষ পর্যন্ত আভাকে ৮-০ গোলে হারায় আল নাসর। ম্যাচ শেষে রোনালদো তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘আমরা থামছি না।’ পোস্টের পর ট্রেনের ইমোজি দিয়েছেন। ট্রেনের পাশে বসিয়েছেন তিনটি ফুটবলের ইমোজি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের স্ট্যাটাসটাও ফেলে দেওয়ার মতো নয়। আল নাসর নিজেদের সবশেষ দুই ম্যাচে ১৩-১ গোলে জিতেছে। ১৩ গোলের ৬টিই করেছেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব মিলিয়ে ৩৫ ম্যাচে রোনালদো করেন ৩৬ গোল, অ্যাসিস্ট করেন ১২ গোলে। যার মধ্যে সৌদি প্রো লিগে ২৯ গোল করে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
এবারের সৌদি প্রো লিগে ২৬ ম্যাচে আল নাসর জিতেছে ২০ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও হেরেছে ৪ ম্যাচ। ৬২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি। সমান ২৬ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৭৪।
আরও পড়ুন:

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
১ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
১ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
১ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
২ ঘণ্টা আগে