
এরিক টেন হাগকে সন্তুষ্ট করা যেন অনেক কঠিন। ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ ছন্দে থাকলেও তিনি ভুলত্রুটি খুঁজে বের করেন। গতকাল ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটিকে ৩-০ গোলে ম্যান ইউ হারালেও শিষ্যদের পারফরম্যান্সে বেশি সন্তুষ্ট ছিলেন না টেন হাগ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল প্রথমার্ধে তুলনামূলক বেশি আক্রমণাত্মক খেলে লেস্টার সিটি। ইউনাইটেডের রক্ষণদুর্গে বেশ কয়েকবার হানা দেয় ফক্সরা। তবে ইউনাইটেড গোলরক্ষক ডেভিড দি গিয়ার কল্যাণে গোলমুখ খুলতে পারেনি ফক্সরা। ম্যাচের ৮ মিনিটে লেস্টার সিটির মিডফিল্ডার হার্ভে বার্নস সরাসরি গোল করার সুযোগ পেলেও তা ব্যর্থ করে দেন দি গিয়া। এরপর ২০ মিনিটে লেস্টার ফরোয়ার্ড কেলেসি ইহিয়ানাচোর গোল দুর্দান্তভাবে সেইভ করেছেন ম্যান ইউ গোলরক্ষক। দি গিয়ার প্রশংসা করলেও প্রথমার্ধের খেলা মোটেও ভালো লাগেনি টেন হাগের। ইউনাইটেড কোচ বলেন, ‘প্রথমার্ধে লেস্টার দারুণ খেলেছে। আমরা খুব জঘন্য খেলেছি। আমাদের খেলায় সমস্যা ছিল। তবে দাভিদ দি গিয়ার কারণে প্রথমার্ধে আমরা ক্লিনশিট রাখতে পেরেছি।’
প্রথমার্ধের চেয়ে ম্যান ইউর দ্বিতীয়ার্ধে খেলা বরং বেশি ভালো লেগেছে টেন হাগের। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে রেড ডেভিলরা। শেষ পর্যন্ত লেস্টারকে ৩-০ গোলে হারায় ইউনাইটেড। শিষ্যদের প্রশংসা করে রেড ডেভিলদের কোচ বলেন, ‘প্রথমার্ধের পরে আমরা দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছি। ম্যাচটা দারুণ উপভোগ্য ছিল। আমরা অনেক বেশি গোলের সুযোগ তৈরি করেছি এবং দারুণ গোল করেছি।’
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচ খেলে সিটিজেনদের পয়েন্ট ৫২। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে গানার্সদের পয়েন্ট এখন ৫৪।

এরিক টেন হাগকে সন্তুষ্ট করা যেন অনেক কঠিন। ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ ছন্দে থাকলেও তিনি ভুলত্রুটি খুঁজে বের করেন। গতকাল ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটিকে ৩-০ গোলে ম্যান ইউ হারালেও শিষ্যদের পারফরম্যান্সে বেশি সন্তুষ্ট ছিলেন না টেন হাগ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল প্রথমার্ধে তুলনামূলক বেশি আক্রমণাত্মক খেলে লেস্টার সিটি। ইউনাইটেডের রক্ষণদুর্গে বেশ কয়েকবার হানা দেয় ফক্সরা। তবে ইউনাইটেড গোলরক্ষক ডেভিড দি গিয়ার কল্যাণে গোলমুখ খুলতে পারেনি ফক্সরা। ম্যাচের ৮ মিনিটে লেস্টার সিটির মিডফিল্ডার হার্ভে বার্নস সরাসরি গোল করার সুযোগ পেলেও তা ব্যর্থ করে দেন দি গিয়া। এরপর ২০ মিনিটে লেস্টার ফরোয়ার্ড কেলেসি ইহিয়ানাচোর গোল দুর্দান্তভাবে সেইভ করেছেন ম্যান ইউ গোলরক্ষক। দি গিয়ার প্রশংসা করলেও প্রথমার্ধের খেলা মোটেও ভালো লাগেনি টেন হাগের। ইউনাইটেড কোচ বলেন, ‘প্রথমার্ধে লেস্টার দারুণ খেলেছে। আমরা খুব জঘন্য খেলেছি। আমাদের খেলায় সমস্যা ছিল। তবে দাভিদ দি গিয়ার কারণে প্রথমার্ধে আমরা ক্লিনশিট রাখতে পেরেছি।’
প্রথমার্ধের চেয়ে ম্যান ইউর দ্বিতীয়ার্ধে খেলা বরং বেশি ভালো লেগেছে টেন হাগের। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে রেড ডেভিলরা। শেষ পর্যন্ত লেস্টারকে ৩-০ গোলে হারায় ইউনাইটেড। শিষ্যদের প্রশংসা করে রেড ডেভিলদের কোচ বলেন, ‘প্রথমার্ধের পরে আমরা দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছি। ম্যাচটা দারুণ উপভোগ্য ছিল। আমরা অনেক বেশি গোলের সুযোগ তৈরি করেছি এবং দারুণ গোল করেছি।’
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচ খেলে সিটিজেনদের পয়েন্ট ৫২। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে গানার্সদের পয়েন্ট এখন ৫৪।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৫ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৩ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে