এমিরেটস স্টেডিয়ামে খুব বেশি কিছু করতে হতো না আর্সেনালকে। ঘরের মাঠে ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হয় তাদের। কিন্তু প্রতিপক্ষ লাঁসকে পেয়ে যা করলেন, তাতে রেকর্ড বইয়ের পাতাই উল্টোপাল্টা করে দিয়েছেন মিকেল আর্তেতার শিষ্যরা।
লাঁসের সঙ্গে ছেলেখেলা করেছে আর্সেনাল। ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে হারের জ্বালাটা যেন অন্যরকমভাবে মেটাল গানাররা। এত বিশাল ব্যবধানের জয়ে অনেক রেকর্ডেই নিজেদের নাম প্রথমে তুলেছে তারা। উয়েফার যেকোনো প্রতিযোগিতায় লিগ ওয়ানের কোনো দলের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয় কোনো ইংলিশ ক্লাবের।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের প্রথমার্ধে ৫ গোল দেওয়া প্রথম দল আর্সেনাল। আর স্বাভাবিকভাবে প্রিমিয়ার লিগের হয়েও প্রথম। শুধু দলের রেকর্ড হয়েছে এমনটাই নয়, আর্সেনালের খেলোয়াড়েরাও বেশ কিছু রেকর্ড গড়েছেন। নির্দিষ্ট কোনো মৌসুমের প্রথম চার ম্যাচে কোনো ইংলিশ ক্লাবের হয়ে গোল করা প্রথম খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুস। অন্যদিকে টুর্নামেন্টের ইতিহাসে টানা তৃতীয় ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা তৃতীয় ফুটবলার বুকায়ো সাকা। আগের দুজন হচ্ছেন করিম বেনজেমা ও লুইস সুয়ারেজ।
এমিরেটসে গোলবন্যার শুরুটা করেন কাই হাভার্টজ। ১৩ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন জার্মান ফরোয়ার্ড। হাভার্টজের প্রথম গোলের পর আর্সেনাল পরের ৩ গোল পায় মাত্র ছয় মিনিটে। এ সময় সতীর্থর দেখানো পথে একে একে স্কোরশিটে নাম লেখান জেসুস, সাকা ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। আর বিরতিতে যাওয়ার ঠিক আগে যোগ করা সময়ে পঞ্চম গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীত আরেকটি হজম করে লাঁস। শেষ দিকে ৮৬ মিনিটের সময় পেনাল্টিতে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন জর্জিনহো। এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল। তাদের সঙ্গে রানার্সআপ হিসেবে নকআউট রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে পিএসভির। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৮।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৬ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে