
চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।

চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে