Ajker Patrika

প্রথমবার ফাইনালে উঠে আনন্দিত রোনালদো

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১০: ০৯
প্রথমবার ফাইনালে উঠে আনন্দিত রোনালদো

আল নাসরের হয়ে গত মৌসুমে দুটি ফাইনাল খেলার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে নকআউট পর্ব থেকে বাদ পড়ে গিয়েছিল। গতকাল তাঁর গোলেই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে আল নাসর। তাতে সৌদি ক্লাবটির হয়ে প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। প্রথমবার ফাইনালে ওঠায় আনন্দিত পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে সেমিফাইনালে গতকাল আল নাসরের প্রতিপক্ষ ছিল আল শোর্তা। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। তবে সৌদি এই ক্লাব কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। ২২ মিনিটে তালিসকার দুর্দান্ত শট ঠেকিয়ে দেন আল শোরতার গোলরক্ষক আহমেদ বাসিল ফাদিল আল ফাদলি। এরপর ৩৪ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন রোনালদো। তবে আল নাসরের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) দেখা যায়, রোনালদো তখন অফসাইডে ছিলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। অবশেষে ৭৫ মিনিটে গোলের দেখা পায় আল নাসর। ডি বক্সের ভেতরে সাদিও মানেকে ফাউল করা হলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টিতে গোল করেন রোনালদো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ওঠে আল নাসর। ম্যাচ শেষে রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘আমরা ফাইনালে উঠেছি। দল ভালো খেলেছে। দর্শকদের বিশেষ ধন্যবাদ এভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা দিতে।’

এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৪ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ১৮ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। এবারের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৫ ম্যাচ খেলে করেছেন ৪ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত