আল নাসরের হয়ে গত মৌসুমে দুটি ফাইনাল খেলার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে নকআউট পর্ব থেকে বাদ পড়ে গিয়েছিল। গতকাল তাঁর গোলেই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে আল নাসর। তাতে সৌদি ক্লাবটির হয়ে প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। প্রথমবার ফাইনালে ওঠায় আনন্দিত পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে সেমিফাইনালে গতকাল আল নাসরের প্রতিপক্ষ ছিল আল শোর্তা। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। তবে সৌদি এই ক্লাব কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। ২২ মিনিটে তালিসকার দুর্দান্ত শট ঠেকিয়ে দেন আল শোরতার গোলরক্ষক আহমেদ বাসিল ফাদিল আল ফাদলি। এরপর ৩৪ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন রোনালদো। তবে আল নাসরের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) দেখা যায়, রোনালদো তখন অফসাইডে ছিলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। অবশেষে ৭৫ মিনিটে গোলের দেখা পায় আল নাসর। ডি বক্সের ভেতরে সাদিও মানেকে ফাউল করা হলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টিতে গোল করেন রোনালদো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ওঠে আল নাসর। ম্যাচ শেষে রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘আমরা ফাইনালে উঠেছি। দল ভালো খেলেছে। দর্শকদের বিশেষ ধন্যবাদ এভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা দিতে।’
এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৪ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ১৮ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। এবারের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৫ ম্যাচ খেলে করেছেন ৪ গোল।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে