ক্রীড়া ডেস্ক

তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও পর্তুগিজ ফরোয়ার্ড যাননি।
এস্তেগলালের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সদস্যের দল গত রাতে প্রকাশ করেছে। এই তালিকায় রোনালদোর নাম নেই। পর্তুগিহ তারকা ফরোয়ার্ড কেন থাকছেন না—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে ৯৯ দোররার কথা। আবার কেউ বলছেন পর্তুগিজ ফরোয়ার্ডের নিরাপত্তার শঙ্কা রয়েছে। পাশাপাশি চোটের খবরও জানা যাচ্ছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের জার্সিতে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। সেই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে পর্তুগিজ ফরোয়ার্ডকে চুমুও খেতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মার্কার খবরে বলা হয়েছে, ইরানের আইনে রোনালদোর ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে দেখা হচ্ছে।এই ব্যাভিচারের শাস্তি ৯৯ বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের সেই ঘটনার শাস্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেখানে যাননি রোনালদো। তবে এ বিষয়ে মার্কা কোনো সূত্রের কথা বলেনি।
AlNassr’s squad list for Esteghlal! 🗒️ pic.twitter.com/EAm5Ac1cfh
— AlNassr FC (@AlNassrFC_EN) March 2, 2025
রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সেই ম্যাচে আল নাসর হেরেছে ২-১ গোলে। সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রোনালদোর দল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ পয়েন্ট তালিকার শীর্ষে। তবে রোনালদো ২০২৪-২৫ মৌসুমে দারুণ ছন্দে আছেন। ৩০ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।

তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও পর্তুগিজ ফরোয়ার্ড যাননি।
এস্তেগলালের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সদস্যের দল গত রাতে প্রকাশ করেছে। এই তালিকায় রোনালদোর নাম নেই। পর্তুগিহ তারকা ফরোয়ার্ড কেন থাকছেন না—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে ৯৯ দোররার কথা। আবার কেউ বলছেন পর্তুগিজ ফরোয়ার্ডের নিরাপত্তার শঙ্কা রয়েছে। পাশাপাশি চোটের খবরও জানা যাচ্ছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের জার্সিতে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। সেই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে পর্তুগিজ ফরোয়ার্ডকে চুমুও খেতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মার্কার খবরে বলা হয়েছে, ইরানের আইনে রোনালদোর ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে দেখা হচ্ছে।এই ব্যাভিচারের শাস্তি ৯৯ বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের সেই ঘটনার শাস্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেখানে যাননি রোনালদো। তবে এ বিষয়ে মার্কা কোনো সূত্রের কথা বলেনি।
AlNassr’s squad list for Esteghlal! 🗒️ pic.twitter.com/EAm5Ac1cfh
— AlNassr FC (@AlNassrFC_EN) March 2, 2025
রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সেই ম্যাচে আল নাসর হেরেছে ২-১ গোলে। সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রোনালদোর দল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ পয়েন্ট তালিকার শীর্ষে। তবে রোনালদো ২০২৪-২৫ মৌসুমে দারুণ ছন্দে আছেন। ৩০ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।

রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৪২ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে