ক্রীড়া ডেস্ক

তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও পর্তুগিজ ফরোয়ার্ড যাননি।
এস্তেগলালের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সদস্যের দল গত রাতে প্রকাশ করেছে। এই তালিকায় রোনালদোর নাম নেই। পর্তুগিহ তারকা ফরোয়ার্ড কেন থাকছেন না—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে ৯৯ দোররার কথা। আবার কেউ বলছেন পর্তুগিজ ফরোয়ার্ডের নিরাপত্তার শঙ্কা রয়েছে। পাশাপাশি চোটের খবরও জানা যাচ্ছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের জার্সিতে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। সেই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে পর্তুগিজ ফরোয়ার্ডকে চুমুও খেতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মার্কার খবরে বলা হয়েছে, ইরানের আইনে রোনালদোর ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে দেখা হচ্ছে।এই ব্যাভিচারের শাস্তি ৯৯ বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের সেই ঘটনার শাস্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেখানে যাননি রোনালদো। তবে এ বিষয়ে মার্কা কোনো সূত্রের কথা বলেনি।
AlNassr’s squad list for Esteghlal! 🗒️ pic.twitter.com/EAm5Ac1cfh
— AlNassr FC (@AlNassrFC_EN) March 2, 2025
রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সেই ম্যাচে আল নাসর হেরেছে ২-১ গোলে। সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রোনালদোর দল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ পয়েন্ট তালিকার শীর্ষে। তবে রোনালদো ২০২৪-২৫ মৌসুমে দারুণ ছন্দে আছেন। ৩০ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।

তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও পর্তুগিজ ফরোয়ার্ড যাননি।
এস্তেগলালের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সদস্যের দল গত রাতে প্রকাশ করেছে। এই তালিকায় রোনালদোর নাম নেই। পর্তুগিহ তারকা ফরোয়ার্ড কেন থাকছেন না—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে ৯৯ দোররার কথা। আবার কেউ বলছেন পর্তুগিজ ফরোয়ার্ডের নিরাপত্তার শঙ্কা রয়েছে। পাশাপাশি চোটের খবরও জানা যাচ্ছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের জার্সিতে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। সেই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে পর্তুগিজ ফরোয়ার্ডকে চুমুও খেতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মার্কার খবরে বলা হয়েছে, ইরানের আইনে রোনালদোর ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে দেখা হচ্ছে।এই ব্যাভিচারের শাস্তি ৯৯ বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের সেই ঘটনার শাস্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেখানে যাননি রোনালদো। তবে এ বিষয়ে মার্কা কোনো সূত্রের কথা বলেনি।
AlNassr’s squad list for Esteghlal! 🗒️ pic.twitter.com/EAm5Ac1cfh
— AlNassr FC (@AlNassrFC_EN) March 2, 2025
রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সেই ম্যাচে আল নাসর হেরেছে ২-১ গোলে। সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রোনালদোর দল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ পয়েন্ট তালিকার শীর্ষে। তবে রোনালদো ২০২৪-২৫ মৌসুমে দারুণ ছন্দে আছেন। ৩০ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে