বর্তমান সময়ে দারুণ ছন্দে আছে ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে ব্রেনফোর্ডকে ২-০ গোলে হারানোর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে সিটির জয়ে গোল করেছেন রিয়াদ মাহারেজ ও কেভিন ডি ব্রুইন। এই জয়ে দুই নম্বরে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল সিটি। ২৪ ম্যাচ শেষে সিটির পয়েন্ট এখন ৬০। লিভারপুলের পয়েন্ট ২২ ম্যাচে ৪৮।
তবে দারুণ এই পারফরম্যান্সের পরও নিজেদের সেরা ভাবতে নারাজ সিটি বস পেপ গার্দিওলা। ম্যাচের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই স্প্যানিশ কোচ বলেন, ‘আমরা বিশ্বসেরা দল নই। বিশ্বসেরা দল হচ্ছে চেলসি। অন্য বিশ্বসেরা দল হচ্ছে পালমেইরাস। আমরা বিশ্বসেরা না এবং সেটা নিয়ে আমি ভাবছিও না।’
গার্দিওলার এই দাবি অবশ্য একেবারেই যুক্তিহীন নয়। ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চেলসি ও পালমেইরাস। আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। তবে প্রিমিয়ার লিগে চেলসির অবস্থা মোটেই সুবিধার নয়। তিন নম্বরে থাকা চেলসি সিটির চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে আছে।
নিজেদের বিশ্বসেরা দাবি না করলেও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে অবশ্য বেশ খুশি গার্দিওলা। তিনি বলেন, ‘বিভিন্ন দিক থেকে খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো ছিল। এখনো প্রতি ম্যাচে ভালো করার জন্য তারা উন্মুখ হয়ে আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৮ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে