Ajker Patrika

রিয়ালে ‘ভক্ত’ এমবাপ্পের খেলা দেখতে উন্মুখ রোনালদো 

রিয়ালে ‘ভক্ত’ এমবাপ্পের খেলা দেখতে উন্মুখ রোনালদো 

অনেক নাটকীয়তা শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গত ৭ মৌসুম ধরেই স্প্যানিশ ক্লাবে তাঁর যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নানা জটিলতায় রিয়ালের জার্সি গায়ে জড়ানো হয়নি ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের।

অবশেষে ফ্রি ট্রান্সফারে ৫ বছরের চুক্তিতে স্বপ্নের ক্লাবে যোগ দিয়েছেন এমবাপ্পে। গুঞ্জনের শুরুর দিকে যদি রিয়ালে যেতে পারতেন তিনি তাহলে এই অপেক্ষার অবসান অনেক আগেই হয়ে যেত। সঙ্গে আরেকটি স্বপ্নও পূরণ হয়ে যেত তাঁর। আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রিয়ালের হয়ে লড়তে পারতেন তিনি। সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের বিষয়টি তো থাকতই।

সেই সুযোগ এমবাপ্পের না হলেও তাঁর রিয়ালে যোগ দেওয়াতে ভীষণ খুশি হয়েছেন রোনালদো। রিয়ালের জার্সিতে তাঁর খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। রিয়ালের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর গত সোমবার ভক্ত হিসেবে রোনালদোর সঙ্গে তোলা পুরোনো একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন এমবাপ্পে। সেই ছবির পোস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর মন্তব্যটি ছিল এমন, ‘এবার আমার পালা। মাদ্রিদে তোমার খেলা দেখতে উন্মুখ আছি।’

আইডল রোনালদোর সঙ্গে এবার আরেক জায়গায় মিলে যাচ্ছেন এমবাপ্পে। রিয়ালে ক্যারিয়ারের শুরুতে ৯ নম্বর জার্সি পরেছিলেন রোনালদো। এমবাপ্পের জার্সি নম্বর এখনো রিয়াল না জানালেও শোনা যাচ্ছে ৯ নম্বর জার্সিই গায়ে জড়াতে পারেন এমবাপ্পে। স্পেনের সংবাদমাধ্যম লা পারিসিয়েন তেমনি জানিয়েছে, এক মৌসুমের জন্য এমবাপ্পেকে রিয়ালের ৯ নম্বর জার্সি পরতে হবে।

রিয়াল মাদ্রিদের একাডেমিতে প্রথমবার যাওয়ার পর রোনালদোর সঙ্গে এভাবেই ফ্রেমে বন্দি হয়েছিলেন এমবাপ্পে। ছবি: এক্স এই এক বছর পছন্দের জার্সি না পাওয়ার প্রধান কারণ লুকা মদরিচ। ক্রোয়েশিয়ার অধিনায়কের সঙ্গে রিয়াল এক বছরের নতুন চুক্তি করায় এমবাপ্পেকে তাই অপেক্ষা করতে হবে ১০ নম্বরের জন্য। শুরুতেই পছন্দের জার্সি না পেলেও রিয়ালে মোটা অঙ্কের বেতন পাবেন ফরাসি ফরোয়ার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, রিয়ালে বছরে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো পাবেন এই ফরোয়ার্ড় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯০ কোটি টাকা)। এ ছাড়া সাইনিং বোনাস হিসেবে আরও ১০০ থেকে ১৫০ মিলিয়ন ইউরো পাবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত