নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের ম্যাচে ছয় মিনিটে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র। এই জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।
আগের ম্যাচ থেকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। নিলুফা ইয়াসমিন নিলা, শামসুন্নাহার জুনিয়র ও মার্জিয়ার বদলে একাদশে সুযোগ পান আনুচিং মুগিনি, শাহেদা আক্তার রিপা ও আফেইদা খন্দকার। নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারালেও ভারতের বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানে সমান খেললেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের ব্যবধান বাড়াতে পারেননি মেয়েরা। সুযোগ এসেছিল ভারতের মেয়েদের সামনেও, গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি সুমাতি কুমারী।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের মধ্যে তহুরা খাতুনকে ফাউল করেন ক্রিতিবা দেবী, সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লাল-সবুজদের এগিয়ে নেন শামসুন্নাহার সিনিয়র। বলের দিকে ঝাঁপালেও নাগাল পাননি ভারতের গোলরক্ষক আনশিকা।
১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত দুই দলই বল দখলের লড়াইয়ে সময় কাটিয়েছে। পারেনি তেমন কোনো আক্রমণে যেতে। ৩৩তম মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় বাংলাদেশ, তবে কর্নার থেকে কোনো সুযোগ বানাতে পারেননি তহুরারা। ৩৭তম মিনিটে আঁখি খাতুনের চেষ্টা রুখে দেন ভারতের গোলরক্ষক। মাঝ মাঠের খানিকটা সামনে থেকে আঁখি খাতুনের দূরপাল্লার ফ্রিকিক জায়গায় দাঁড়িয়ে হাত দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক আনশিকা।
৪৩ মিনিটে বল জালে জড়িয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র, কিন্তু অফসাইডের কারণে আর গোল হয়নি। প্রথমার্ধের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে রেফারির দিকে তেড়ে যান ভারতের প্রধান কোচ অ্যালেক্স এম্ব্রোস। কারণ হিসেবে জানা যায়, ম্যাচের ষষ্ঠ মিনিটে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। তাই রেফারির উদ্দেশে তেড়ে গিয়েছিলেন অ্যালেক্স। তবে অ্যালেক্সকে কোনো কার্ড দেখাননি রেফারি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ নষ্টে ব্যতিব্যস্ত ছিল দুই দল। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, তবে ৫৭তম মিনিটে ভারতকে রক্ষা করেন গোলরক্ষক আনশিকা। ঋতুপর্ণার কর্নার থেকে হেড করেন আঁখি, কিন্তু টপ কর্নারে হাত বাড়িয়ে কর্নারের বিনিময়ে বাইরে ঠেলে দেন আনশিকা।
৬৩তম মিনিটে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ। গোলরক্ষক রুপনা চাকমা জায়গা ছেড়ে বের হয়ে এলে সুমাতি কুমারীর চিপ শট জাল খুঁজে পায়নি। ৭৩তম মিনিটে আবারও সুযোগ এসেছিল সুমাতি কুমারীর সামনে। মাঝমাঠে আঁখি বল ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান সুমাতি, খানিকটা এগিয়ে গিয়ে বক্সের সামনে থেকে শট নিলে তা বাইরে চলে যায়। ম্যাচের বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের ম্যাচে ছয় মিনিটে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র। এই জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।
আগের ম্যাচ থেকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। নিলুফা ইয়াসমিন নিলা, শামসুন্নাহার জুনিয়র ও মার্জিয়ার বদলে একাদশে সুযোগ পান আনুচিং মুগিনি, শাহেদা আক্তার রিপা ও আফেইদা খন্দকার। নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারালেও ভারতের বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানে সমান খেললেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের ব্যবধান বাড়াতে পারেননি মেয়েরা। সুযোগ এসেছিল ভারতের মেয়েদের সামনেও, গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি সুমাতি কুমারী।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের মধ্যে তহুরা খাতুনকে ফাউল করেন ক্রিতিবা দেবী, সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লাল-সবুজদের এগিয়ে নেন শামসুন্নাহার সিনিয়র। বলের দিকে ঝাঁপালেও নাগাল পাননি ভারতের গোলরক্ষক আনশিকা।
১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত দুই দলই বল দখলের লড়াইয়ে সময় কাটিয়েছে। পারেনি তেমন কোনো আক্রমণে যেতে। ৩৩তম মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় বাংলাদেশ, তবে কর্নার থেকে কোনো সুযোগ বানাতে পারেননি তহুরারা। ৩৭তম মিনিটে আঁখি খাতুনের চেষ্টা রুখে দেন ভারতের গোলরক্ষক। মাঝ মাঠের খানিকটা সামনে থেকে আঁখি খাতুনের দূরপাল্লার ফ্রিকিক জায়গায় দাঁড়িয়ে হাত দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক আনশিকা।
৪৩ মিনিটে বল জালে জড়িয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র, কিন্তু অফসাইডের কারণে আর গোল হয়নি। প্রথমার্ধের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে রেফারির দিকে তেড়ে যান ভারতের প্রধান কোচ অ্যালেক্স এম্ব্রোস। কারণ হিসেবে জানা যায়, ম্যাচের ষষ্ঠ মিনিটে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। তাই রেফারির উদ্দেশে তেড়ে গিয়েছিলেন অ্যালেক্স। তবে অ্যালেক্সকে কোনো কার্ড দেখাননি রেফারি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ নষ্টে ব্যতিব্যস্ত ছিল দুই দল। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, তবে ৫৭তম মিনিটে ভারতকে রক্ষা করেন গোলরক্ষক আনশিকা। ঋতুপর্ণার কর্নার থেকে হেড করেন আঁখি, কিন্তু টপ কর্নারে হাত বাড়িয়ে কর্নারের বিনিময়ে বাইরে ঠেলে দেন আনশিকা।
৬৩তম মিনিটে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ। গোলরক্ষক রুপনা চাকমা জায়গা ছেড়ে বের হয়ে এলে সুমাতি কুমারীর চিপ শট জাল খুঁজে পায়নি। ৭৩তম মিনিটে আবারও সুযোগ এসেছিল সুমাতি কুমারীর সামনে। মাঝমাঠে আঁখি বল ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান সুমাতি, খানিকটা এগিয়ে গিয়ে বক্সের সামনে থেকে শট নিলে তা বাইরে চলে যায়। ম্যাচের বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে