
দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে কদিন আগে। বার্সার বড় ধরনের শাস্তির আশঙ্কা নিয়ে আলাপ-আলোচনা চলছেই। তবে কোচ জাভি হার্নান্দেজের এই নিয়ে যেন ‘থোড়াই কেয়ার।’ বিষয়টি নিয়ে বরং তারা মজা করছেন।
রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। বার্সার সাবেক সহসভাপতি জোসেফ বার্তামেউয়ের সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এসব ব্যাপার খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জাভি। লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘কাদিজ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি। এটা নিয়ে আমরা কখনো আলাপ-আলোচনাও করিনি।’
আজ ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে লা-লিগায় খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।

দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে কদিন আগে। বার্সার বড় ধরনের শাস্তির আশঙ্কা নিয়ে আলাপ-আলোচনা চলছেই। তবে কোচ জাভি হার্নান্দেজের এই নিয়ে যেন ‘থোড়াই কেয়ার।’ বিষয়টি নিয়ে বরং তারা মজা করছেন।
রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। বার্সার সাবেক সহসভাপতি জোসেফ বার্তামেউয়ের সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এসব ব্যাপার খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জাভি। লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘কাদিজ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি। এটা নিয়ে আমরা কখনো আলাপ-আলোচনাও করিনি।’
আজ ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে লা-লিগায় খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।

খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৪ ঘণ্টা আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
৫ ঘণ্টা আগে