
ভক্তকে লাথি মেরে এবারের বিশ্বকাপে এক আলোচিত ঘটনা ঘটিয়েছিলেন স্যামুয়েল ইতো। এবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।
গত পরশু ৯৭৪ স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার। লাথি মারার এই ঘটনায় অনুতপ্ত ইতো এখন ক্ষমা চাইছেন। ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার বলেন, ‘যার সঙ্গে আমার ভয়ংকর ঝগড়া হয়েছিল, তিনি সম্ভবত আলজেরিয়ান। মেজাজ হারিয়ে ফেলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এমন আচরণ আমার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না।’
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাতারে আছেন ইতো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করেছীর ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করেছিল ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে।
ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে।

ভক্তকে লাথি মেরে এবারের বিশ্বকাপে এক আলোচিত ঘটনা ঘটিয়েছিলেন স্যামুয়েল ইতো। এবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার।
গত পরশু ৯৭৪ স্টেডিয়ামের বাইরে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ইতো। সেখানে ক্যামেরা হাতে এক ভক্ত ছবি তোলার জন্য ছুটছিলেন। হঠাৎই ইতোর মেজাজ বিগড়ে যায়। ভক্তকে লাথি মেরে বসেন ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার। লাথি মারার এই ঘটনায় অনুতপ্ত ইতো এখন ক্ষমা চাইছেন। ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার বলেন, ‘যার সঙ্গে আমার ভয়ংকর ঝগড়া হয়েছিল, তিনি সম্ভবত আলজেরিয়ান। মেজাজ হারিয়ে ফেলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এমন আচরণ আমার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না।’
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাতারে আছেন ইতো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ তে হেরে টুর্নামেন্ট শুরু করেছীর ক্যামেরুন। এরপর সার্বিয়ার বিপক্ষে ৩-৩ ড্র করেছিল ক্যামেরুন। আর ব্রাজিলকে ১-০ কে হারিয়ে দেয় আফ্রিকার এই দেশটি। যেখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। তবে পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় জানাতে হয় আফ্রিকার এই দেশটিকে।
ক্যামেরুনের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেন ইতো। করেছেন ৫৬ গোল আর অ্যাসিস্ট করেন ৭ গোলে। আর ক্লাব ফুটবলে ৭২৫ ম্যাচে করেছেন ৩৬২ গোল, অ্যাসিস্ট করেন ১১৭ গোলে।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩৭ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে