নিত্যনতুন রেকর্ড গড়া হ্যারি কেইনের কাছে যেন ‘ডালভাত’। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই কেইনের জয়জয়কার। ওয়েইন রুনির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গতকাল নিজের করে নিলেন কেইন। রেকর্ড ভাঙা কেইন হচ্ছেন রুনির চোখে কিংবদন্তি।
গত রাতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলে ইংল্যান্ড। ইতালিকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করে রেকর্ড গড়েন কেইন। ৫৪ গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান কেইন। ৫৩ গোল করে এখানে দ্বিতীয় রুনি। রেকর্ড ভাঙা কেইনকে কিংবদন্তি উপাধি দিয়ে রুনি টুইট করেন, ‘ইংল্যান্ডের সেরা গোলদাতা হওয়ায় হ্যারি কেইনকে অভিনন্দন। আমি জানতাম এটা বেশি দিন টিকবে না, তবে তাড়াতাড়ি ভেঙে গেছে। ইংল্যান্ডের কিংবদন্তি হ্যারিকে অভিনন্দন।’
রুনির পাশাপাশি গ্যারি লিনেকার, গ্যারেথ সাউথগেটও প্রশংসায় ভাসিয়েছেন কেইনকে। লিনেকার টুইটারে বলেছেন, ‘ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে অভিনন্দন। অসাধারণ অর্জন।’ আর সাউথগেট বলেন, ‘যেভাবে সে (কেইন) রেকর্ড ভাঙল, তা সত্যিই অসাধারণ।’
ইংল্যান্ডের শীর্ষ পাঁচ গোলদাতা:
১। হ্যারি কেইন: ৫৪ গোল; ৮১ ম্যাচ
২। ওয়েইন রুনি: ৫৩ গোল; ১২০ ম্যাচ
৩। ববি চার্লটন: ৪৯ গোল; ১০৬ ম্যাচ
৪। গ্যারি লিনেকার: ৪৮ গোল; ৮০ ম্যাচ
৫। জিমি গ্রিভস: ৪৪ গোল; ৫৭ ম্যাচ

সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
১৮ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
২ ঘণ্টা আগে