Ajker Patrika

নেইমারদের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ক্রীড়া ডেস্ক    
রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি।

২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিতে চায় তারা।

সেই চাওয়াটা অনেক দূরই এগিয়ে ছিল। আসছে জুনেই ইতালিয়ান কোচ আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেবেন বলে খবরও হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে ব্রাজিলে তাঁর যাওয়াটা যত সহজ ভাবা হয়েছিল, ততটা মোটেও সহজ নয়। আর ‘সহজ নয়’ বলেই আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে। আনচেলত্তির বার্নাব্যু ছেড়ে যাওয়ার পথটা রিয়াল মাদ্রিদ কঠিন করে তোলায় এখন আর সিবিএফের প্রথম পছন্দের প্রার্থী নন ইতালিয়ান কোচ।

যে সময়ে এবং যে আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে ক্লাব ছাড়তে চান আনচেলত্তি তাতে খুশি নয় রিয়াল। সিবিএফকে আনচেলত্তি সবুজ সংকেত দেওয়ায় বেঁকে বসেছে রিয়াল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার কথা আনচেলত্তির। রিয়াল তাঁকে বরখাস্ত করলে চুক্তির সমুদয় অর্থই পেতেন কোচ। কিন্তু তিনি সিবিএফকে যেহেতু মৌখিক সম্মতি দিয়েছেন আনচেলত্তি, তাই রিয়াল চুক্তির বাকি সময়ের অর্থ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

রিয়ালের এই ‘বেঁকে বসা’র পর আনচেলত্তির সামনে পথ খোলা ছিল দুটো। এক, অর্থের মায়া ত্যাগ করে স্বেচ্ছায় রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া। দুই, রিয়ালে চুক্তির বাকি সময়ে যে অর্থ পেতেন সেটি তিনি পাবেন এমন শর্ত রেখেই সিবিএফের সঙ্গে চুক্তি করা।

কিন্তু প্রথমটি করতে পারেননি আনচেলত্তি। রিয়ালে বছর প্রতি তিনি পেয়ে থাকেন ১১ মিলিয়ন ইউরো। আর আর আনচেলত্তির দ্বিতীয় পথটিতে সাড়া দেয়নি সিবিএফ। তাই লন্ডনে গতকাল দুই পক্ষের চুক্তি হওয়ার কথা থাকলেও, সেটি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত