
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিতে চায় তারা।
সেই চাওয়াটা অনেক দূরই এগিয়ে ছিল। আসছে জুনেই ইতালিয়ান কোচ আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেবেন বলে খবরও হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে ব্রাজিলে তাঁর যাওয়াটা যত সহজ ভাবা হয়েছিল, ততটা মোটেও সহজ নয়। আর ‘সহজ নয়’ বলেই আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে। আনচেলত্তির বার্নাব্যু ছেড়ে যাওয়ার পথটা রিয়াল মাদ্রিদ কঠিন করে তোলায় এখন আর সিবিএফের প্রথম পছন্দের প্রার্থী নন ইতালিয়ান কোচ।
যে সময়ে এবং যে আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে ক্লাব ছাড়তে চান আনচেলত্তি তাতে খুশি নয় রিয়াল। সিবিএফকে আনচেলত্তি সবুজ সংকেত দেওয়ায় বেঁকে বসেছে রিয়াল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার কথা আনচেলত্তির। রিয়াল তাঁকে বরখাস্ত করলে চুক্তির সমুদয় অর্থই পেতেন কোচ। কিন্তু তিনি সিবিএফকে যেহেতু মৌখিক সম্মতি দিয়েছেন আনচেলত্তি, তাই রিয়াল চুক্তির বাকি সময়ের অর্থ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
রিয়ালের এই ‘বেঁকে বসা’র পর আনচেলত্তির সামনে পথ খোলা ছিল দুটো। এক, অর্থের মায়া ত্যাগ করে স্বেচ্ছায় রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া। দুই, রিয়ালে চুক্তির বাকি সময়ে যে অর্থ পেতেন সেটি তিনি পাবেন এমন শর্ত রেখেই সিবিএফের সঙ্গে চুক্তি করা।
কিন্তু প্রথমটি করতে পারেননি আনচেলত্তি। রিয়ালে বছর প্রতি তিনি পেয়ে থাকেন ১১ মিলিয়ন ইউরো। আর আর আনচেলত্তির দ্বিতীয় পথটিতে সাড়া দেয়নি সিবিএফ। তাই লন্ডনে গতকাল দুই পক্ষের চুক্তি হওয়ার কথা থাকলেও, সেটি হয়নি।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে