Ajker Patrika

হারের পর ক্যাম্পোসের সঙ্গে ঝগড়া নেইমার-মার্কিনিওসের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪৪
হারের পর ক্যাম্পোসের সঙ্গে ঝগড়া নেইমার-মার্কিনিওসের

দলে তারকার অভাব নেই। সেই তারকাদের দু-একজন অনুপস্থিত থাকলে কী ঘটতে পারে, সেটি হাড়ে হাড়ে টের পেল পিএসজি। গত রাতে চোটের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছিলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে আশা বলতে ছিলেন শুধু নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার কিছুই করতে পারেননি। মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্টরা। 

মার্শেইয়ের বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের পর এবার লিগে মোনাকোর বিপক্ষে বিপক্ষে হার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে টানা দুই হারে যেন সর্ষে ফুল দেখছেন পার্ক দে প্রিন্সেসের কোচ ক্রিস্তোফ গালতিয়ের। দলের এমন অবস্থা দেখে খুশি নন পিএসজি-সমর্থকেরাও। 

এমনকি মোনাকোর বিপক্ষে পরাজয়ে হতাশ পিএসজি খেলোয়াড়েরাও। নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে বলে জানিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ। তাদের দাবি, হারের পর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে খেলোয়াড়দের তর্ক-বিতর্কও হয়েছে। 

ক্যাম্পোসের অভিযোগ, ম্যাচে কিছু খেলোয়াড়ের মধ্যে আক্রমণাত্মক মানসিকতার অভাব রয়েছে। তবে তাঁকে পিএসজির দুই ব্রাজিলিয়ান মার্কিনওস ও নেইমার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক নয়। লেকিপ জানায়, ক্যাম্পোসের মাতৃভাষা পর্তুগিজে নেইমার ও মার্কিনওসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলিয়ানদের ভাষাও পর্তুগিজ। তাঁদের এমন উত্তপ্ত কথাবার্তা শুনে ক্লাবের কিছু সদস্য আশ্চর্য হয়েছেন।

চোটের কারণে গত দুই ম্যাচে এমবাপ্পেকে পায়নি পিএসজি। তবে মোনাকোর বিপক্ষে পরাজয় দেখে সতীর্থদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি ফরোয়ার্ড লেখেন, ‘চলো, শক্ত ও একত্র হই’। 

মোনাকোর মাঠে হারের পর হাতমাইকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনাল কিমপেম্বে। হারলেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে মোনাকো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত