
দলে তারকার অভাব নেই। সেই তারকাদের দু-একজন অনুপস্থিত থাকলে কী ঘটতে পারে, সেটি হাড়ে হাড়ে টের পেল পিএসজি। গত রাতে চোটের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছিলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে আশা বলতে ছিলেন শুধু নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার কিছুই করতে পারেননি। মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্টরা।
মার্শেইয়ের বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের পর এবার লিগে মোনাকোর বিপক্ষে বিপক্ষে হার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে টানা দুই হারে যেন সর্ষে ফুল দেখছেন পার্ক দে প্রিন্সেসের কোচ ক্রিস্তোফ গালতিয়ের। দলের এমন অবস্থা দেখে খুশি নন পিএসজি-সমর্থকেরাও।
এমনকি মোনাকোর বিপক্ষে পরাজয়ে হতাশ পিএসজি খেলোয়াড়েরাও। নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে বলে জানিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ। তাদের দাবি, হারের পর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে খেলোয়াড়দের তর্ক-বিতর্কও হয়েছে।
ক্যাম্পোসের অভিযোগ, ম্যাচে কিছু খেলোয়াড়ের মধ্যে আক্রমণাত্মক মানসিকতার অভাব রয়েছে। তবে তাঁকে পিএসজির দুই ব্রাজিলিয়ান মার্কিনওস ও নেইমার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক নয়। লেকিপ জানায়, ক্যাম্পোসের মাতৃভাষা পর্তুগিজে নেইমার ও মার্কিনওসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলিয়ানদের ভাষাও পর্তুগিজ। তাঁদের এমন উত্তপ্ত কথাবার্তা শুনে ক্লাবের কিছু সদস্য আশ্চর্য হয়েছেন।
চোটের কারণে গত দুই ম্যাচে এমবাপ্পেকে পায়নি পিএসজি। তবে মোনাকোর বিপক্ষে পরাজয় দেখে সতীর্থদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি ফরোয়ার্ড লেখেন, ‘চলো, শক্ত ও একত্র হই’।
মোনাকোর মাঠে হারের পর হাতমাইকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনাল কিমপেম্বে। হারলেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে মোনাকো।

দলে তারকার অভাব নেই। সেই তারকাদের দু-একজন অনুপস্থিত থাকলে কী ঘটতে পারে, সেটি হাড়ে হাড়ে টের পেল পিএসজি। গত রাতে চোটের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছিলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে আশা বলতে ছিলেন শুধু নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার কিছুই করতে পারেননি। মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্টরা।
মার্শেইয়ের বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের পর এবার লিগে মোনাকোর বিপক্ষে বিপক্ষে হার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে টানা দুই হারে যেন সর্ষে ফুল দেখছেন পার্ক দে প্রিন্সেসের কোচ ক্রিস্তোফ গালতিয়ের। দলের এমন অবস্থা দেখে খুশি নন পিএসজি-সমর্থকেরাও।
এমনকি মোনাকোর বিপক্ষে পরাজয়ে হতাশ পিএসজি খেলোয়াড়েরাও। নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে বলে জানিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ। তাদের দাবি, হারের পর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে খেলোয়াড়দের তর্ক-বিতর্কও হয়েছে।
ক্যাম্পোসের অভিযোগ, ম্যাচে কিছু খেলোয়াড়ের মধ্যে আক্রমণাত্মক মানসিকতার অভাব রয়েছে। তবে তাঁকে পিএসজির দুই ব্রাজিলিয়ান মার্কিনওস ও নেইমার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক নয়। লেকিপ জানায়, ক্যাম্পোসের মাতৃভাষা পর্তুগিজে নেইমার ও মার্কিনওসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলিয়ানদের ভাষাও পর্তুগিজ। তাঁদের এমন উত্তপ্ত কথাবার্তা শুনে ক্লাবের কিছু সদস্য আশ্চর্য হয়েছেন।
চোটের কারণে গত দুই ম্যাচে এমবাপ্পেকে পায়নি পিএসজি। তবে মোনাকোর বিপক্ষে পরাজয় দেখে সতীর্থদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি ফরোয়ার্ড লেখেন, ‘চলো, শক্ত ও একত্র হই’।
মোনাকোর মাঠে হারের পর হাতমাইকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনাল কিমপেম্বে। হারলেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে মোনাকো।

ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৪ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৩২ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে