ক্রীড়া ডেস্ক

বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট। তবে এবার আর জিততে পারেনি তাঁর দল আল নাসর।
ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে গত রাতে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আলমেরিয়া-আল নাসর। এই ম্যাচে আল নাসরের দুই গোলের দুটিই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর গোলে একটা সময় ২-১ গোলে এগিয়ে ছিল আল নাসর। সৌদি ক্লাবটির গল্প এখানেই শেষ। আল নাসরকে ৩-২ গোলে হারিয়েছে আলমেরিয়া।
আলমেরিয়া-আল নাসর ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নিয়েছে ২ শট। অন্যদিকে আলমেরিয়ার দখলে বল ছিল ৪৬ শতাংশ। আল নাসরের লক্ষ্য বরাবর ১১ শট নিয়েছে আলমেরিয়া। আল নাসর গোলরক্ষক নাওয়াফ আলাকিদি যদি ‘চীনের প্রাচীর’ না হয়ে উঠতেন, তাহলে সৌদি ক্লাবটি আরও বড় ব্যবধানে হারতে পারত।
ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে ৬ মিনিটে সার্জিও আরিবাসের গোলে শুরুতে এগিয়ে যায় আলমেরিয়া। সমতায় ফিরতে আল নাসরের লেগেছে ১১ মিনিট। ১৭ মিনিটে সাদিও মানের পাস রিসিভ করে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করেন রোনালদো। নিজের দ্বিতীয় গোল রোনালদো করেছেন ৩৯ মিনিটে। পর্তুগিজ ফরোয়ার্ড এই গোল করেছেন পেনাল্টি থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফিরে আলমেরিয়া। ৪৩ মিনিটে সমতাসূচক গোল করেন আলমেরিয়া মিডফিল্ডর আদ্রি এমবারবা।
আলমেরিয়া-আল নাসর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৬ মিনিট পর এমবারবা করেন নিজের দ্বিতীয় গোল। ৬১ মিনিটে আরিবাসের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন এমবারবা। দুই দলই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে ফিনিশিং দুর্বলতার পাশাপাশি প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি।
মূল ম্যাচে নামার আগে রোনালদো ও আল নাসরের প্রস্তুতিটা দারুণ হয়েছে। ক্লাব প্রীতি ম্যাচে নিজেদের সবশেষ তিন খেলায় আল নাসর জিতেছে দুটিতে। হেরেছে গত রাতের ম্যাচেই। এই তিন ম্যাচে আল নাসর করেছে ৯ গোল। এই ৯ গোলের ৬টিই রোনালদোর। যার মধ্যে রিও আভের বিপক্ষে বৃহস্পতিবার রাতে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। আল নাসরের পরের ম্যাচ আল ইত্তিহাদের বিপক্ষে। হংকং স্টেডিয়ামে ১৯ আগস্ট সৌদি সুপার কাপের আল নাসর-আল ইত্তিহাদ সেমিফাইনাল ম্যাচ হবে।

বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট। তবে এবার আর জিততে পারেনি তাঁর দল আল নাসর।
ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে গত রাতে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আলমেরিয়া-আল নাসর। এই ম্যাচে আল নাসরের দুই গোলের দুটিই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর গোলে একটা সময় ২-১ গোলে এগিয়ে ছিল আল নাসর। সৌদি ক্লাবটির গল্প এখানেই শেষ। আল নাসরকে ৩-২ গোলে হারিয়েছে আলমেরিয়া।
আলমেরিয়া-আল নাসর ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নিয়েছে ২ শট। অন্যদিকে আলমেরিয়ার দখলে বল ছিল ৪৬ শতাংশ। আল নাসরের লক্ষ্য বরাবর ১১ শট নিয়েছে আলমেরিয়া। আল নাসর গোলরক্ষক নাওয়াফ আলাকিদি যদি ‘চীনের প্রাচীর’ না হয়ে উঠতেন, তাহলে সৌদি ক্লাবটি আরও বড় ব্যবধানে হারতে পারত।
ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে ৬ মিনিটে সার্জিও আরিবাসের গোলে শুরুতে এগিয়ে যায় আলমেরিয়া। সমতায় ফিরতে আল নাসরের লেগেছে ১১ মিনিট। ১৭ মিনিটে সাদিও মানের পাস রিসিভ করে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করেন রোনালদো। নিজের দ্বিতীয় গোল রোনালদো করেছেন ৩৯ মিনিটে। পর্তুগিজ ফরোয়ার্ড এই গোল করেছেন পেনাল্টি থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফিরে আলমেরিয়া। ৪৩ মিনিটে সমতাসূচক গোল করেন আলমেরিয়া মিডফিল্ডর আদ্রি এমবারবা।
আলমেরিয়া-আল নাসর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৬ মিনিট পর এমবারবা করেন নিজের দ্বিতীয় গোল। ৬১ মিনিটে আরিবাসের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন এমবারবা। দুই দলই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে ফিনিশিং দুর্বলতার পাশাপাশি প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি।
মূল ম্যাচে নামার আগে রোনালদো ও আল নাসরের প্রস্তুতিটা দারুণ হয়েছে। ক্লাব প্রীতি ম্যাচে নিজেদের সবশেষ তিন খেলায় আল নাসর জিতেছে দুটিতে। হেরেছে গত রাতের ম্যাচেই। এই তিন ম্যাচে আল নাসর করেছে ৯ গোল। এই ৯ গোলের ৬টিই রোনালদোর। যার মধ্যে রিও আভের বিপক্ষে বৃহস্পতিবার রাতে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। আল নাসরের পরের ম্যাচ আল ইত্তিহাদের বিপক্ষে। হংকং স্টেডিয়ামে ১৯ আগস্ট সৌদি সুপার কাপের আল নাসর-আল ইত্তিহাদ সেমিফাইনাল ম্যাচ হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৪ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে