ক্রীড়া ডেস্ক
এক মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছে তারা। গতরাতে প্রিস্টন নর্থকে তাদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার।
ম্যাচে জোড়া গোল করেছেন জেমি ভার্ডি। লেস্টার কিংবদন্তি গোল দুটি করেন ৩২ ও ৫২ মিনিটে। একাদশে না থাকলেও ৭০ মিনিটে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী।
ভার্ডির দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ জেতে লেস্টার। নিজেদের ইতিহাসে এটিই তাদের প্রথম লিগ শিরোপা। তবে গত মৌসুমে ১৮তম স্থানে থেকে লিগ শেষ করায় চ্যাম্পিয়নশিপে অবনমন হয় লেস্টারের।
প্রিমিয়ার লিগে জায়গা না হলেও ক্লাব ছাড়েননি ভার্ডি। ছিন্ন করেননি ফক্সেসদের সঙ্গে এক যুগের সম্পর্ক। এবারও শীর্ষ লিগে ফেরাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩৭ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়নশিপে ৩৪ ম্যাচে করেছেন চতুর্থ সর্বোচ্চ ১৮ গোল।
লেস্টারকে ফেরাতে হামজাও রেখেছেন দারুণ ভূমিকা। ৩৬ ম্যাচ খেলে গোল না পেলেও দলের বেশ কিছু ম্যাচে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৫ সাল থেকে কিং পাওয়ার স্টেডিয়ামে আছেন তিনি। তবে মাঝখানে ধারে খেলেছেন বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডে।
লেস্টার ৪৬ ম্যাচের চ্যাম্পিয়নশিপ জিতল ৪৫ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা লিডস ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে। এর আগে লেস্টারকে ভার্ডি প্রিমিয়ার লিগে ফিরিয়েছিলেন ২০১৪-১৫ মৌসুমেও। ফেরার এক মৌসুম রূপকথার গল্প লিখে জিতে নেয় প্রিমিয়ার লিগ।
এক মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছে তারা। গতরাতে প্রিস্টন নর্থকে তাদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার।
ম্যাচে জোড়া গোল করেছেন জেমি ভার্ডি। লেস্টার কিংবদন্তি গোল দুটি করেন ৩২ ও ৫২ মিনিটে। একাদশে না থাকলেও ৭০ মিনিটে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী।
ভার্ডির দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ জেতে লেস্টার। নিজেদের ইতিহাসে এটিই তাদের প্রথম লিগ শিরোপা। তবে গত মৌসুমে ১৮তম স্থানে থেকে লিগ শেষ করায় চ্যাম্পিয়নশিপে অবনমন হয় লেস্টারের।
প্রিমিয়ার লিগে জায়গা না হলেও ক্লাব ছাড়েননি ভার্ডি। ছিন্ন করেননি ফক্সেসদের সঙ্গে এক যুগের সম্পর্ক। এবারও শীর্ষ লিগে ফেরাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩৭ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়নশিপে ৩৪ ম্যাচে করেছেন চতুর্থ সর্বোচ্চ ১৮ গোল।
লেস্টারকে ফেরাতে হামজাও রেখেছেন দারুণ ভূমিকা। ৩৬ ম্যাচ খেলে গোল না পেলেও দলের বেশ কিছু ম্যাচে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৫ সাল থেকে কিং পাওয়ার স্টেডিয়ামে আছেন তিনি। তবে মাঝখানে ধারে খেলেছেন বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডে।
লেস্টার ৪৬ ম্যাচের চ্যাম্পিয়নশিপ জিতল ৪৫ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা লিডস ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে। এর আগে লেস্টারকে ভার্ডি প্রিমিয়ার লিগে ফিরিয়েছিলেন ২০১৪-১৫ মৌসুমেও। ফেরার এক মৌসুম রূপকথার গল্প লিখে জিতে নেয় প্রিমিয়ার লিগ।
‘তিন পয়েন্ট নিতেই এখানে এসেছি আমরা’—জামাল ভূঁইয়ার কণ্ঠে আত্মবিশ্বাস বেশ জোরালোভাবেই ফুটে উঠেছে। কাগজ-কলম ও অতীত ইতিহাস বিবেচনায় অবশ্য ভারতকে ফেবারিটের কাতারে রাখতে হচ্ছে। খোদ বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও রাখছেন। ম্যাচ যে ভারতেরই মাঠে। তাই বলে নিজেদের পিছিয়ে রাখছে না বাংলাদেশ, রাখার সুযোগও নেই।
৬ ঘণ্টা আগেদুই বছর আগে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে এক দরিদ্র বাবার হার্টে রিং পরানোর দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। ভাগ্যের কী নির্মম পরিহাস—দুই বছর পর তিনি নিজেই হৃদ্রোগে আক্রান্ত। ৩৬ বছর বয়সে জীবন-মৃত্যুর সীমানায় পৌঁছে গিয়েছিলেন তামিম। তবে সময়মতো সঠিক চিকিৎসায় কাল বড় বিপদ কেটে
৮ ঘণ্টা আগেবিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
৯ ঘণ্টা আগে২০২৫ আইপিএল সামনে রেখে গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। আইপিএলে দল না পাওয়া এই ওয়ার্নারকেই ড্রাফট থেকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। এ বছরের জানুয়ারিতে হওয়া ড্রাফটে তিনিই ছিলেন করাচির প্রথম পছন্দ। ফ্র্যাঞ্চাইজিটি এবার তাঁকে করেছে অধিনায়কও
১০ ঘণ্টা আগে