
সর্বকালের সেরা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় অনায়াসে রাখা যাবে গিয়ানলুইগি বুফনকে। অবিশ্বাস্য সব অর্জনের সঙ্গে যুক্ত তাঁর নাম। তবে হাস্যকর এক ভুলের পর এখন ভিন্নভাবে আলোচনায় কিংবদন্তি বুফন। এই ভুলের পর অনেক ভক্ত তাঁকে অবসরের আহ্বানও জানিয়েছেন।
বুফনের বয়স এখন ৪৪। সর্বোচ্চ স্তরের ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরও আগে। এখন শৈশবের ক্লাব পার্মার হয়ে খেলছেন ইতালির দ্বিতীয় বিভাগে। সেখানেই এক ম্যাচে হাস্যকর এক ভুল করে আলোচনায় এসেছেন বুফন। পেরুগিয়ার ম্যাচের ৫ মিনিটে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়ে পার্মা। তবে দুই মিনিট পর বুফনের এক ভুল স্তব্ধ করে দিয়েছে পার্মা সমর্থকদের।
সতীর্থ জায়দেন অস্টোরওল্ডের কাছ থেকে একটি ব্যাক পাস পান বুফন। তাঁর আশপাশে প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ও ছিলেন না। তবু তাড়াহুড়োয় শট নিতে গিয়ে বল পায়েই লাগাতে পারলেন না বুফন। বল চলে যায় নিজেদের পোস্টের দিকে। প্রতিপক্ষ স্ট্রাইকার মার্কো অলিভিয়েরির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েও বলের নাগাল পেলেন না। বুফনের ভুলেই দ্বিতীয় গোল পেয়ে যায় পেরুগিয়া।
এমন ভুলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত বুফনকে পরামর্শ দিয়েছেন অবসরে যাওয়ার। এক সমর্থক লিখেছেন, ‘বুফনকে এভাবে দেখতে একেবারেই ভালো লাগছে না। এই মুহূর্তে সবকিছু গুছিয়ে অবসরে যাওয়া উচিত।’
আরেকজন মজা করে লিখেছেন, ‘আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে যাই, বুফন তখন পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তার উচিত এখন বুট জোড়া তুলে রাখা।’ অন্য এক সমর্থক লিখেছেন, ‘কখনো কখনো এমন কাউকে প্রয়োজন যিনি বলবেন, এখন বিদায় বলার সময় হয়েছে। এমনকি আপনার নাম গিগি বুফন হলেও এটা করতে হবে।’

সর্বকালের সেরা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় অনায়াসে রাখা যাবে গিয়ানলুইগি বুফনকে। অবিশ্বাস্য সব অর্জনের সঙ্গে যুক্ত তাঁর নাম। তবে হাস্যকর এক ভুলের পর এখন ভিন্নভাবে আলোচনায় কিংবদন্তি বুফন। এই ভুলের পর অনেক ভক্ত তাঁকে অবসরের আহ্বানও জানিয়েছেন।
বুফনের বয়স এখন ৪৪। সর্বোচ্চ স্তরের ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরও আগে। এখন শৈশবের ক্লাব পার্মার হয়ে খেলছেন ইতালির দ্বিতীয় বিভাগে। সেখানেই এক ম্যাচে হাস্যকর এক ভুল করে আলোচনায় এসেছেন বুফন। পেরুগিয়ার ম্যাচের ৫ মিনিটে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়ে পার্মা। তবে দুই মিনিট পর বুফনের এক ভুল স্তব্ধ করে দিয়েছে পার্মা সমর্থকদের।
সতীর্থ জায়দেন অস্টোরওল্ডের কাছ থেকে একটি ব্যাক পাস পান বুফন। তাঁর আশপাশে প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ও ছিলেন না। তবু তাড়াহুড়োয় শট নিতে গিয়ে বল পায়েই লাগাতে পারলেন না বুফন। বল চলে যায় নিজেদের পোস্টের দিকে। প্রতিপক্ষ স্ট্রাইকার মার্কো অলিভিয়েরির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েও বলের নাগাল পেলেন না। বুফনের ভুলেই দ্বিতীয় গোল পেয়ে যায় পেরুগিয়া।
এমন ভুলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত বুফনকে পরামর্শ দিয়েছেন অবসরে যাওয়ার। এক সমর্থক লিখেছেন, ‘বুফনকে এভাবে দেখতে একেবারেই ভালো লাগছে না। এই মুহূর্তে সবকিছু গুছিয়ে অবসরে যাওয়া উচিত।’
আরেকজন মজা করে লিখেছেন, ‘আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে যাই, বুফন তখন পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তার উচিত এখন বুট জোড়া তুলে রাখা।’ অন্য এক সমর্থক লিখেছেন, ‘কখনো কখনো এমন কাউকে প্রয়োজন যিনি বলবেন, এখন বিদায় বলার সময় হয়েছে। এমনকি আপনার নাম গিগি বুফন হলেও এটা করতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে