Ajker Patrika

সেই স্মরণীয় মুহূর্ত ভাস্কর্যে অমর করে রাখল সিটি

আপডেট : ১৩ মে ২০২২, ২৩: ৪৭
সেই স্মরণীয় মুহূর্ত ভাস্কর্যে অমর করে রাখল সিটি

সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়ার বছরেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগুয়েরোর সম্মানে ইতিহাদে ভাস্কর্য নির্মাণ করা হবে। আর্জেন্টাইন তারকার ঐতিহাসিক সেই গোলের এক দশক পর এবার ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বানিয়েছে ম্যানসিটি। আজ সাবেক সিটিজেন স্ট্রাইকারের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে৷ 

সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার  আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি গোলও তাঁর। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তাঁর সেই ঐতিহাসিক গোলেই  ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। সেই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতেই সিটির  এই আয়োজন। আগুয়েরো নিজেও বেশ আপ্লুত হয়েছেন এমন সম্মান পেয়ে। তিনি বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’

লিগ জেতার ওই বছরটা সিটির জন্য ছিল একটা বাঁকবদল। কারণ এরপর থেকেই তারা সাফল্য পেতে শুরু করে। আগুয়েরোও বললেন সে কথায়, ‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’

এদিকে ভাস্কর্য বসানোর পর সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো ক্লাবে যে অবদান রেখেছে, তা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছে। আগুয়েরোকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, ‘নিঃসন্দেহে সে এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমাদের সমর্থকেরা যখন সার্জিওর কথা ভাবেন, তখন সেই ঐতিহাসিক ৯৩:২০ গোলটার কথাই মনে করেন। তবে তার ২৬০ গোলের রেকর্ড বলে, তার প্রভাবটা ক্লাবে অনেক বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত