
টানা জয়ের বিশ্বরেকর্ডে আগেই এক পা দিয়ে রাখে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবের জন্য তা ছিল সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত রেকর্ডটি গতকাল নিজের নামে করে নেয় তারা। তবে দলটির কোচ থেমে থাকতে চান না এখানেই।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয় আল হিলাল ও আল ইত্তিহাদ। তবে চোটে পড়ায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হিলালের দলে ছিলেন না নেইমার। নেইমারের না খেলার রাতে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। তাতে ২৮ ম্যাচ জিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নেয় সৌদি ক্লাবটি। দুইয়ে রয়েছে ওয়েলশ প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জেতে।
আল হিলালের বিশ্বরেকর্ড গড়ার রাতে গোল দুটির প্রথমটি ৬১ মিনিটে করেন ইয়াসের আলশাহরানি। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করেন ম্যালকম। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে তারা। বিশ্বরেকর্ডে যেমন উচ্ছ্বসিত আল হিলাল কোচ হোর্হে জেসুস, তেমনি তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদ্যাপন করতে পারব।’
আল হিলাল, দ্য নিউ সেইন্টসের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় তিনে রয়েছে আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ ম্যাচ জেতে আয়াক্স। এই রেকর্ডের ২৩ বছর পর ডাচ ক্লাবটি নিজেদের রেকর্ড ভাঙার কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল। তবে একটুর জন্য তা হয়নি। ১৯৯৫ সালে আয়াক্সটানা ২৫ ম্যাচ জেতে।
টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডের সেরা পাঁচ
ক্লাব দেশ ম্যাচ মৌসুম
আল হিলাল সৌদি আরব ২৮ ২০২৩-২৪
দ্য নিউ সেইন্টস ওয়েলস ২৭ ২০১৬
আয়াক্স নেদারল্যান্ডস ২৬ ১৯৭১-৭২
আয়াক্স নেদারল্যান্ডস ২৫ ১৯৯৫
করিতিবা ব্রাজিল ২৪ ২০১১

টানা জয়ের বিশ্বরেকর্ডে আগেই এক পা দিয়ে রাখে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবের জন্য তা ছিল সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত রেকর্ডটি গতকাল নিজের নামে করে নেয় তারা। তবে দলটির কোচ থেমে থাকতে চান না এখানেই।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয় আল হিলাল ও আল ইত্তিহাদ। তবে চোটে পড়ায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল হিলালের দলে ছিলেন না নেইমার। নেইমারের না খেলার রাতে ২-০ গোলে জয় পেয়েছে আল হিলাল। তাতে ২৮ ম্যাচ জিতে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নেয় সৌদি ক্লাবটি। দুইয়ে রয়েছে ওয়েলশ প্রিমিয়ার লিগের দল দ্য নিউ সেইন্টস। ২০১৬ সালে তারা টানা ২৭ ম্যাচ জেতে।
আল হিলালের বিশ্বরেকর্ড গড়ার রাতে গোল দুটির প্রথমটি ৬১ মিনিটে করেন ইয়াসের আলশাহরানি। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করেন ম্যালকম। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেছে তারা। বিশ্বরেকর্ডে যেমন উচ্ছ্বসিত আল হিলাল কোচ হোর্হে জেসুস, তেমনি তার লক্ষ্য একের পর এক শিরোপা জেতা। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদ্যাপন করতে পারব।’
আল হিলাল, দ্য নিউ সেইন্টসের পর টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় তিনে রয়েছে আয়াক্স। ১৯৭১-৭২ মৌসুমে টানা ২৬ ম্যাচ জেতে আয়াক্স। এই রেকর্ডের ২৩ বছর পর ডাচ ক্লাবটি নিজেদের রেকর্ড ভাঙার কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল। তবে একটুর জন্য তা হয়নি। ১৯৯৫ সালে আয়াক্সটানা ২৫ ম্যাচ জেতে।
টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডের সেরা পাঁচ
ক্লাব দেশ ম্যাচ মৌসুম
আল হিলাল সৌদি আরব ২৮ ২০২৩-২৪
দ্য নিউ সেইন্টস ওয়েলস ২৭ ২০১৬
আয়াক্স নেদারল্যান্ডস ২৬ ১৯৭১-৭২
আয়াক্স নেদারল্যান্ডস ২৫ ১৯৯৫
করিতিবা ব্রাজিল ২৪ ২০১১

২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
১২ মিনিট আগে
ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৩ ঘণ্টা আগে