ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি বলেই হয়তো এমনটা সম্ভব।মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে খেলা তো দূরে থাক, টিকে থাকাই কঠিন। মেসি এমন আবহাওয়ার মধ্যে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন।
বাংলাদেশ সময় গতকাল সকাল ৬টায় হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসির প্রথম রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে তখন তাপমাত্রা ছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস। এমন ঠান্ডার হাত থেকে বাঁচতে মেসি পরেন লম্বা স্লিভসের জার্সি, থার্মাল লেগিংস ও লোমের তৈরি গলাবন্ধনী। এমনকি পৃষ্ঠপোষক কোম্পানি অ্যাডিডাসের লোগোওয়ালা গ্লাভসও পরেন তিনি। তবু এই তীব্র ঠান্ডায় টিকে থাকা কি এতই সহজ! ম্যাচ চলার সময় মাঝেমধ্যে মেসির মুখের অভিব্যক্তিতেই বোঝা গিয়েছিল যে কী পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন তিনি। ম্যাচের শেষে সাইড বেঞ্চে গিয়ে গ্লাভসের ভেতর কিছু নিতে দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
কানসাসের তীব্র তুষারপাতের আশঙ্কা থেকেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল এক দিন। তাতে কী লাভ হয়েছে! খেলতে তো হলো তীব্র ঠান্ডার মধ্যে। মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচটিতে ইন্টার মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং কেসি। ম্যাচের ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসি, বুসকেতস দুজনেই শুরুর একাদশে থেকে শেষ অব্দি খেলেছেন।
Messi is putting in the hot hands in his gloves. pic.twitter.com/TgOYhfjM4m
— MLS Moves (@MLSMoves) February 20, 2025
মেসির অবশ্য স্পোর্টিং কেসির বিপক্ষে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসিকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো। এমন ঠান্ডার মধ্যে শিষ্যদের খেলা দেগে মুগ্ধ মাশচেরানো। ইন্টার মায়ামির পরের ম্যাচ মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটির বিপক্ষে। মায়ামি-নিউইয়র্ক সিটি ম্যাচটি পরশু বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

লিওনেল মেসি বলেই হয়তো এমনটা সম্ভব।মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে খেলা তো দূরে থাক, টিকে থাকাই কঠিন। মেসি এমন আবহাওয়ার মধ্যে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন।
বাংলাদেশ সময় গতকাল সকাল ৬টায় হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসির প্রথম রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে তখন তাপমাত্রা ছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস। এমন ঠান্ডার হাত থেকে বাঁচতে মেসি পরেন লম্বা স্লিভসের জার্সি, থার্মাল লেগিংস ও লোমের তৈরি গলাবন্ধনী। এমনকি পৃষ্ঠপোষক কোম্পানি অ্যাডিডাসের লোগোওয়ালা গ্লাভসও পরেন তিনি। তবু এই তীব্র ঠান্ডায় টিকে থাকা কি এতই সহজ! ম্যাচ চলার সময় মাঝেমধ্যে মেসির মুখের অভিব্যক্তিতেই বোঝা গিয়েছিল যে কী পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন তিনি। ম্যাচের শেষে সাইড বেঞ্চে গিয়ে গ্লাভসের ভেতর কিছু নিতে দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
কানসাসের তীব্র তুষারপাতের আশঙ্কা থেকেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল এক দিন। তাতে কী লাভ হয়েছে! খেলতে তো হলো তীব্র ঠান্ডার মধ্যে। মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচটিতে ইন্টার মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং কেসি। ম্যাচের ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসি, বুসকেতস দুজনেই শুরুর একাদশে থেকে শেষ অব্দি খেলেছেন।
Messi is putting in the hot hands in his gloves. pic.twitter.com/TgOYhfjM4m
— MLS Moves (@MLSMoves) February 20, 2025
মেসির অবশ্য স্পোর্টিং কেসির বিপক্ষে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসিকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো। এমন ঠান্ডার মধ্যে শিষ্যদের খেলা দেগে মুগ্ধ মাশচেরানো। ইন্টার মায়ামির পরের ম্যাচ মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটির বিপক্ষে। মায়ামি-নিউইয়র্ক সিটি ম্যাচটি পরশু বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪ ঘণ্টা আগে