
লিওনেল মেসি বলেই হয়তো এমনটা সম্ভব।মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে খেলা তো দূরে থাক, টিকে থাকাই কঠিন। মেসি এমন আবহাওয়ার মধ্যে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন।
বাংলাদেশ সময় গতকাল সকাল ৬টায় হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসির প্রথম রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে তখন তাপমাত্রা ছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস। এমন ঠান্ডার হাত থেকে বাঁচতে মেসি পরেন লম্বা স্লিভসের জার্সি, থার্মাল লেগিংস ও লোমের তৈরি গলাবন্ধনী। এমনকি পৃষ্ঠপোষক কোম্পানি অ্যাডিডাসের লোগোওয়ালা গ্লাভসও পরেন তিনি। তবু এই তীব্র ঠান্ডায় টিকে থাকা কি এতই সহজ! ম্যাচ চলার সময় মাঝেমধ্যে মেসির মুখের অভিব্যক্তিতেই বোঝা গিয়েছিল যে কী পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন তিনি। ম্যাচের শেষে সাইড বেঞ্চে গিয়ে গ্লাভসের ভেতর কিছু নিতে দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
কানসাসের তীব্র তুষারপাতের আশঙ্কা থেকেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল এক দিন। তাতে কী লাভ হয়েছে! খেলতে তো হলো তীব্র ঠান্ডার মধ্যে। মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচটিতে ইন্টার মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং কেসি। ম্যাচের ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসি, বুসকেতস দুজনেই শুরুর একাদশে থেকে শেষ অব্দি খেলেছেন।
Messi is putting in the hot hands in his gloves. pic.twitter.com/TgOYhfjM4m
— MLS Moves (@MLSMoves) February 20, 2025
মেসির অবশ্য স্পোর্টিং কেসির বিপক্ষে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসিকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো। এমন ঠান্ডার মধ্যে শিষ্যদের খেলা দেগে মুগ্ধ মাশচেরানো। ইন্টার মায়ামির পরের ম্যাচ মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটির বিপক্ষে। মায়ামি-নিউইয়র্ক সিটি ম্যাচটি পরশু বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৬ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে