আজকের পত্রিকা ডেস্ক

সভাপতি নির্বাচিত হওয়ার পর আজই প্রথম বাফুফেতে এলেন তাবিথ আউয়াল। এসেই ফেডারেশনকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিয়েছেন নতুন সভাপতি।
বিকেলে একেক করে বাফুফে ভবনে আসতে থাকেন নির্বাচিত সদস্যরা। সবশেষে আসেন তাবিথ। এসেই নতুন কমিটির সদস্যদের নিয়ে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন তাঁরা। কদিন আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন কমিটির সদস্যরা। বাফুফের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্বেই নীতিনৈতিকতা এবং দুর্নীতিমুক্তের কড়া ঘোষণা দেন তাবিথ।
নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মূলত পরিচয় পর্ব। নির্বাচিত হওয়ার পর প্রথমবার বাফুফে সভাপতি ও আমরা ফেডারেশনে এলাম। সবাই সবার সঙ্গে পরিচিত হলাম। তবে সভাপতি একটা বিষয়ে জোর দিয়েছেন, কোনোভাবেই ফুটবলে দুর্নীতি চলবে না। তিনি সতর্ক করেছেন, বিগত কমিটির সময়ে যেসব নিয়ে বিতর্ক ছিল, সেগুলো যেন আর না হয়।’
সংবাদ সম্মেলনেও তাবিথের কথায় সে আভাস মিলল, ‘জানি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি এবং ফিফার নিয়ম মেনে চলে। সে ক্ষেত্রে নৈতিক মানগুলো কী, আমাদের আইন কী, মূল্যবোধটা কোথায়—এসব আমাদের অবশ্যই জানা দরকার। আমরা কখনো চাইব না, এই মানের ব্যত্যয় ঘটুক কিংবা কেউ নৈতিকতার বাইরে গিয়ে কিছু করুক। পাশাপাশি যাতে কখনো কোনো আইনি সমস্যায় পড়তে না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’
সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে সম্মাননা দেবে কি না, এ প্রসঙ্গে কথা বলেন তাবিথ। তবে আজ স্পষ্টভাবে কিছু জানাননি তিনি। আগামী শনিবার প্রথম নির্বাহী কমিটির বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, ‘তারা দারুণ সাফল্য বয়ে এনেছে। বাফুফে থেকে অবশ্যই একটা ঘোষণা থাকবে। সেটা শনিবার আমাদের প্রথম সভার পরই হবে।’

সভাপতি নির্বাচিত হওয়ার পর আজই প্রথম বাফুফেতে এলেন তাবিথ আউয়াল। এসেই ফেডারেশনকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিয়েছেন নতুন সভাপতি।
বিকেলে একেক করে বাফুফে ভবনে আসতে থাকেন নির্বাচিত সদস্যরা। সবশেষে আসেন তাবিথ। এসেই নতুন কমিটির সদস্যদের নিয়ে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন তাঁরা। কদিন আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন কমিটির সদস্যরা। বাফুফের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্বেই নীতিনৈতিকতা এবং দুর্নীতিমুক্তের কড়া ঘোষণা দেন তাবিথ।
নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মূলত পরিচয় পর্ব। নির্বাচিত হওয়ার পর প্রথমবার বাফুফে সভাপতি ও আমরা ফেডারেশনে এলাম। সবাই সবার সঙ্গে পরিচিত হলাম। তবে সভাপতি একটা বিষয়ে জোর দিয়েছেন, কোনোভাবেই ফুটবলে দুর্নীতি চলবে না। তিনি সতর্ক করেছেন, বিগত কমিটির সময়ে যেসব নিয়ে বিতর্ক ছিল, সেগুলো যেন আর না হয়।’
সংবাদ সম্মেলনেও তাবিথের কথায় সে আভাস মিলল, ‘জানি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি এবং ফিফার নিয়ম মেনে চলে। সে ক্ষেত্রে নৈতিক মানগুলো কী, আমাদের আইন কী, মূল্যবোধটা কোথায়—এসব আমাদের অবশ্যই জানা দরকার। আমরা কখনো চাইব না, এই মানের ব্যত্যয় ঘটুক কিংবা কেউ নৈতিকতার বাইরে গিয়ে কিছু করুক। পাশাপাশি যাতে কখনো কোনো আইনি সমস্যায় পড়তে না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’
সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে সম্মাননা দেবে কি না, এ প্রসঙ্গে কথা বলেন তাবিথ। তবে আজ স্পষ্টভাবে কিছু জানাননি তিনি। আগামী শনিবার প্রথম নির্বাহী কমিটির বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, ‘তারা দারুণ সাফল্য বয়ে এনেছে। বাফুফে থেকে অবশ্যই একটা ঘোষণা থাকবে। সেটা শনিবার আমাদের প্রথম সভার পরই হবে।’

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে