
মাঠের চেয়ে মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন নেইমার জুনিয়র। মাঠেও যে কাণ্ড করেন, সেটাও বা কম কী! কখনো প্রতিপক্ষের হালকা টোকা খেলেই মাটিয়ে গড়াগড়ি করেন, কখনো গোল উদ্যাপন করতে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গিতে বিতর্ক উসকে দেন। বহুবার দর্শকদের দুয়ো শুনলেই তাতে যেন কিছুই আসে-যায় না তাঁর।
অথচ বেপরোয়া জীবনটাকে একটুখানি বশে আনতে পারলেই নেইমার হতে পারতেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন। যদিও সেই সুযোগ এখনো আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। কাতার বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে দেশকে ‘হেক্সা’ এনে দিতে পারলে ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন তিনি।
সেটা করতে হলে নেইমারকে আগে সুশৃঙ্খল জীবনে ফেরা উচিত বলে মনে করেন রোনালদো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত মহাতারকা মনে করেন, তাঁর উত্তরসূরির মধ্যে প্রতিভা কিংবা সামর্থ্যের ঘাটতি নেই। শুধু অখেলোয়াড়সুলভ আচরণ ও ‘পাগলামি’ বন্ধ করলেই ব্রাজিল সমর্থকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন তিনি।
ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনালদো সাও পাওলোতে আয়োজিত এক অনুষ্ঠানে নেইমারকে নিয়ে বলেছেন, ‘ওর প্রতি ব্রাজিলিয়ানদের মনোভাব পরিষ্কার। সবাই চায় ওর হাত ধরে ব্রাজিল বিশ্বকাপ জিতুক। অখেলোয়াড়সুলভ আচরণ বন্ধ করে ওকে খেলায় মনোযোগী হতে হবে। সামর্থ্যের প্রমাণ মাঠেই দিতে হবে। মাঠে শান্ত থাকলে পারলে ওর জন্যই সহায়ক হবে।’
২০০২ সালে নিজেদের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। জাপান-দক্ষিণ কোরিয়ায় আয়োজিত সেই আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো।
সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের মতে, কাতারেই ঘুচবে ব্রাজিলের দুই দশকের আক্ষেপ, ‘শুধু বিশ্বকাপ নয়; যেকোনো প্রতিযোগিতায় ব্রাজিল ফেবারিট। কারণ, এই দলে প্রতিভার অভাব নেই। যদি নেইমার শতভাগ ফিট থাকে ও পুরোদমে খেলায় মনোযোগী হতে পারে, তাহলে আমাদের শিরোপা জয়ের সম্ভাবনাই বেশি।’

মাঠের চেয়ে মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন নেইমার জুনিয়র। মাঠেও যে কাণ্ড করেন, সেটাও বা কম কী! কখনো প্রতিপক্ষের হালকা টোকা খেলেই মাটিয়ে গড়াগড়ি করেন, কখনো গোল উদ্যাপন করতে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গিতে বিতর্ক উসকে দেন। বহুবার দর্শকদের দুয়ো শুনলেই তাতে যেন কিছুই আসে-যায় না তাঁর।
অথচ বেপরোয়া জীবনটাকে একটুখানি বশে আনতে পারলেই নেইমার হতে পারতেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন। যদিও সেই সুযোগ এখনো আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। কাতার বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে দেশকে ‘হেক্সা’ এনে দিতে পারলে ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন তিনি।
সেটা করতে হলে নেইমারকে আগে সুশৃঙ্খল জীবনে ফেরা উচিত বলে মনে করেন রোনালদো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত মহাতারকা মনে করেন, তাঁর উত্তরসূরির মধ্যে প্রতিভা কিংবা সামর্থ্যের ঘাটতি নেই। শুধু অখেলোয়াড়সুলভ আচরণ ও ‘পাগলামি’ বন্ধ করলেই ব্রাজিল সমর্থকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন তিনি।
ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনালদো সাও পাওলোতে আয়োজিত এক অনুষ্ঠানে নেইমারকে নিয়ে বলেছেন, ‘ওর প্রতি ব্রাজিলিয়ানদের মনোভাব পরিষ্কার। সবাই চায় ওর হাত ধরে ব্রাজিল বিশ্বকাপ জিতুক। অখেলোয়াড়সুলভ আচরণ বন্ধ করে ওকে খেলায় মনোযোগী হতে হবে। সামর্থ্যের প্রমাণ মাঠেই দিতে হবে। মাঠে শান্ত থাকলে পারলে ওর জন্যই সহায়ক হবে।’
২০০২ সালে নিজেদের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। জাপান-দক্ষিণ কোরিয়ায় আয়োজিত সেই আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো।
সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের মতে, কাতারেই ঘুচবে ব্রাজিলের দুই দশকের আক্ষেপ, ‘শুধু বিশ্বকাপ নয়; যেকোনো প্রতিযোগিতায় ব্রাজিল ফেবারিট। কারণ, এই দলে প্রতিভার অভাব নেই। যদি নেইমার শতভাগ ফিট থাকে ও পুরোদমে খেলায় মনোযোগী হতে পারে, তাহলে আমাদের শিরোপা জয়ের সম্ভাবনাই বেশি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১৬ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে