ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) রীতিমতো উড়ছে। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপে দাপট দেখিয়ে খেলছে পিএসজি। প্যারিসিয়ানরা এবার পৌঁছে গেছে সেমিফাইনালে। শেষ চারে তারা এবার খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
২০২৫ ক্লাব বিশ্বকাপের একটি সেমিফাইনালের লাইনআপ আগেই ঠিক হয়ে গিয়েছে। মেটলাইফ স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ফ্লুমিনেন্স-চেলসি। গত রাতে জানা গেছে টুর্নামেন্টের অপর দুই সেমিফাইনালিস্টও। যেখানে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অপর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। শেষ আটের অপর ম্যাচে মেটলাইফে রিয়াল মাদ্রিদ খেলেছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ৩-২ গোলের নাটকীয় জয়ে রিয়াল কেটেছে সেমিফাইনালের টিকিট।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথমবারেই বড়সড় এক অর্জনের দ্বারপ্রান্তে জাবি আলোনসো। এখন তাদের পেরোতে হবে সেমিফাইনালের পিএসজি বাধা। ছন্দে থাকা পিএসজির বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন আলোনসো। রিয়াল কোচ বলেন, ‘তাদের বিপক্ষে আমি খুব একটা খেলিনি। তাদের মোমেন্টাম অনেক ভালো। খেলায় তাদের শক্তিটা দারুণ। পিএসজির বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে। আমরাও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। ফাইনাল খেলতে চাই।’
থ্রিলার মুভিকেও যেন হার মানিয়েছে রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ। ১০ ও ২০ মিনিটে গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়া গোল করে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে নেন। ৯০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল রিয়াল ২: ডর্টমুন্ড ০। ম্যাচ যখন মনে হচ্ছিল স্রেফ আনুষ্ঠানিকতার, তখনই ঘটতে থাকে অবিশ্বাস্য ঘটনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান ডর্টমুন্ড ফরোয়ার্ড ম্যাক্সিমিয়ান বিয়ার। চতুর্থ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান বাড়ায় রিয়াল।
এমবাপ্পের গোলের পর রিয়াল মাদ্রিদ ১০ জনের দলে পরিণত হয়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার দেয়ান হুইসেন। অষ্টম মিনিটে পেনাল্টিতে গোল করেন ডর্টমুন্ড ফরোয়ার্ড সারহু গিরাসি। যদিও সেটা ব্যবধান কমাতে পেরেছে। ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর আলোনসো বলেন, ‘৮০ মিনিট পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল। অনেক ক্ষেত্রে বল দখলে রাখতে পেরেছি। আবার পারিনি। অনেক কিছু অল্প সময়ের মধ্যে ঘটে গিয়েছে। সেমিফাইনালে যে উঠেছি, সেটা উদ্যাপন করতে চাই।’
লাল কার্ডের ঘটনা ঘটেছে পিএসজি-বায়ার্ন মিউনিখ ম্যাচেও। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ আটের এই ম্যাচে ৮২ মিনিটে লাল কার্ড দেখেন পিএসজি ডিফেন্ডার উইলিয়াম পাকো। ৯০ মিনিটের পর প্যারিসিয়ানরা হারায় আরও এক ফুটবলারকে। যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড পান লুকাস হার্নান্দেজ। ৯ জনের দলে পরিণত হওয়ার পর পিএসজি পায় দ্বিতীয় গোল। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এর আগে ৭৮ মিনিটে গোল করেন দেজির দুয়ে।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) রীতিমতো উড়ছে। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপে দাপট দেখিয়ে খেলছে পিএসজি। প্যারিসিয়ানরা এবার পৌঁছে গেছে সেমিফাইনালে। শেষ চারে তারা এবার খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
২০২৫ ক্লাব বিশ্বকাপের একটি সেমিফাইনালের লাইনআপ আগেই ঠিক হয়ে গিয়েছে। মেটলাইফ স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ফ্লুমিনেন্স-চেলসি। গত রাতে জানা গেছে টুর্নামেন্টের অপর দুই সেমিফাইনালিস্টও। যেখানে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অপর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। শেষ আটের অপর ম্যাচে মেটলাইফে রিয়াল মাদ্রিদ খেলেছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ৩-২ গোলের নাটকীয় জয়ে রিয়াল কেটেছে সেমিফাইনালের টিকিট।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথমবারেই বড়সড় এক অর্জনের দ্বারপ্রান্তে জাবি আলোনসো। এখন তাদের পেরোতে হবে সেমিফাইনালের পিএসজি বাধা। ছন্দে থাকা পিএসজির বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন আলোনসো। রিয়াল কোচ বলেন, ‘তাদের বিপক্ষে আমি খুব একটা খেলিনি। তাদের মোমেন্টাম অনেক ভালো। খেলায় তাদের শক্তিটা দারুণ। পিএসজির বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে। আমরাও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। ফাইনাল খেলতে চাই।’
থ্রিলার মুভিকেও যেন হার মানিয়েছে রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ। ১০ ও ২০ মিনিটে গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়া গোল করে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে নেন। ৯০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল রিয়াল ২: ডর্টমুন্ড ০। ম্যাচ যখন মনে হচ্ছিল স্রেফ আনুষ্ঠানিকতার, তখনই ঘটতে থাকে অবিশ্বাস্য ঘটনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান ডর্টমুন্ড ফরোয়ার্ড ম্যাক্সিমিয়ান বিয়ার। চতুর্থ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান বাড়ায় রিয়াল।
এমবাপ্পের গোলের পর রিয়াল মাদ্রিদ ১০ জনের দলে পরিণত হয়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার দেয়ান হুইসেন। অষ্টম মিনিটে পেনাল্টিতে গোল করেন ডর্টমুন্ড ফরোয়ার্ড সারহু গিরাসি। যদিও সেটা ব্যবধান কমাতে পেরেছে। ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর আলোনসো বলেন, ‘৮০ মিনিট পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল। অনেক ক্ষেত্রে বল দখলে রাখতে পেরেছি। আবার পারিনি। অনেক কিছু অল্প সময়ের মধ্যে ঘটে গিয়েছে। সেমিফাইনালে যে উঠেছি, সেটা উদ্যাপন করতে চাই।’
লাল কার্ডের ঘটনা ঘটেছে পিএসজি-বায়ার্ন মিউনিখ ম্যাচেও। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ আটের এই ম্যাচে ৮২ মিনিটে লাল কার্ড দেখেন পিএসজি ডিফেন্ডার উইলিয়াম পাকো। ৯০ মিনিটের পর প্যারিসিয়ানরা হারায় আরও এক ফুটবলারকে। যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড পান লুকাস হার্নান্দেজ। ৯ জনের দলে পরিণত হওয়ার পর পিএসজি পায় দ্বিতীয় গোল। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এর আগে ৭৮ মিনিটে গোল করেন দেজির দুয়ে।
ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম
৪ ঘণ্টা আগেপ্রথমার্ধে ছিল একচেটিয়া আধিপত্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বাংলাদেশের মেয়েরা। দুই গোলে এগিয়ে থাকার পরও হিমশিমকে নেপালকে সামলাতে। নেপালও সমতায় ফিরে আসে দারুণভাবে। শেষ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ে খুশি হলেও ফুটবলারদের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে না বাংলাদেশ
৬ ঘণ্টা আগেলর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।
৬ ঘণ্টা আগে২০১৭ সালে ডাম্বুলাতেই তামিম ইকবালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল ওয়ানডেতে। সংস্করণ ভিন্ন হলেও সেই ডাম্বুলাতে আজ শ্রীলঙ্কাকে আবার হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরল বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে