ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি বলে কথা। তাঁর ছেলের কীর্তির তথ্য দ্রুত ছড়িয়ে পড়াটাই তো স্বাভাবিক। মেসির ছেলে থিয়াগো মেসির এক রেকর্ডের ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, এমন কোনো ঘটনা আদতে ঘটেইনি।
এমএলএস অনূর্ধ্ব–১৩ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি করেছে ১১ গোল। সেই ম্যাচে আটলান্টাকে ১২–০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এটুকু তথ্যের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করার পরই মেসির ছেলের ১১ গোলের কীর্তি ভাইরাল। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো গতকালই এটা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ‘তারকা ফুটবলার লিওনেল মেসির ছেলে এই বুধবার ক্রীড়া জগতের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর্জেন্টাইন তারকার উত্তরসূরী থিয়াগো মেসি ইন্টার মায়ামিকে ১২-০ গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জিততে সাহায্য করেছে। এমএলএস কাপের অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে করেছে ১১ গোল। অবশেষে ও গ্লোবো ইন্টার মায়ামির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে যে এমন পারফরম্যান্স হয়নি।’
ও গ্লোবোর দাবি মেসির ছেলে থিয়াগো মেসিকে নিয়ে নিছক মজা করা হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমটি বলেছে, ‘ম্যাচের স্কোরবোর্ডের একটি ছবি কদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে খবর প্রকাশ করলে সেটা সবার নজর কেড়েছে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ কখনোই হয়নি। শুধুই ইন্টারনেটে মজা করা হয়েছে।’
মেসির ছেলে থিয়াগো প্রায়ই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে আসে। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো।

লিওনেল মেসি বলে কথা। তাঁর ছেলের কীর্তির তথ্য দ্রুত ছড়িয়ে পড়াটাই তো স্বাভাবিক। মেসির ছেলে থিয়াগো মেসির এক রেকর্ডের ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, এমন কোনো ঘটনা আদতে ঘটেইনি।
এমএলএস অনূর্ধ্ব–১৩ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি করেছে ১১ গোল। সেই ম্যাচে আটলান্টাকে ১২–০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এটুকু তথ্যের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করার পরই মেসির ছেলের ১১ গোলের কীর্তি ভাইরাল। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো গতকালই এটা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ‘তারকা ফুটবলার লিওনেল মেসির ছেলে এই বুধবার ক্রীড়া জগতের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর্জেন্টাইন তারকার উত্তরসূরী থিয়াগো মেসি ইন্টার মায়ামিকে ১২-০ গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জিততে সাহায্য করেছে। এমএলএস কাপের অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে করেছে ১১ গোল। অবশেষে ও গ্লোবো ইন্টার মায়ামির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে যে এমন পারফরম্যান্স হয়নি।’
ও গ্লোবোর দাবি মেসির ছেলে থিয়াগো মেসিকে নিয়ে নিছক মজা করা হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমটি বলেছে, ‘ম্যাচের স্কোরবোর্ডের একটি ছবি কদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে খবর প্রকাশ করলে সেটা সবার নজর কেড়েছে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ কখনোই হয়নি। শুধুই ইন্টারনেটে মজা করা হয়েছে।’
মেসির ছেলে থিয়াগো প্রায়ই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে আসে। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩৫ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে