ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি বলে কথা। তাঁর ছেলের কীর্তির তথ্য দ্রুত ছড়িয়ে পড়াটাই তো স্বাভাবিক। মেসির ছেলে থিয়াগো মেসির এক রেকর্ডের ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, এমন কোনো ঘটনা আদতে ঘটেইনি।
এমএলএস অনূর্ধ্ব–১৩ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি করেছে ১১ গোল। সেই ম্যাচে আটলান্টাকে ১২–০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এটুকু তথ্যের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করার পরই মেসির ছেলের ১১ গোলের কীর্তি ভাইরাল। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো গতকালই এটা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ‘তারকা ফুটবলার লিওনেল মেসির ছেলে এই বুধবার ক্রীড়া জগতের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর্জেন্টাইন তারকার উত্তরসূরী থিয়াগো মেসি ইন্টার মায়ামিকে ১২-০ গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জিততে সাহায্য করেছে। এমএলএস কাপের অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে করেছে ১১ গোল। অবশেষে ও গ্লোবো ইন্টার মায়ামির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে যে এমন পারফরম্যান্স হয়নি।’
ও গ্লোবোর দাবি মেসির ছেলে থিয়াগো মেসিকে নিয়ে নিছক মজা করা হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমটি বলেছে, ‘ম্যাচের স্কোরবোর্ডের একটি ছবি কদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে খবর প্রকাশ করলে সেটা সবার নজর কেড়েছে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ কখনোই হয়নি। শুধুই ইন্টারনেটে মজা করা হয়েছে।’
মেসির ছেলে থিয়াগো প্রায়ই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে আসে। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো।

লিওনেল মেসি বলে কথা। তাঁর ছেলের কীর্তির তথ্য দ্রুত ছড়িয়ে পড়াটাই তো স্বাভাবিক। মেসির ছেলে থিয়াগো মেসির এক রেকর্ডের ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, এমন কোনো ঘটনা আদতে ঘটেইনি।
এমএলএস অনূর্ধ্ব–১৩ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি করেছে ১১ গোল। সেই ম্যাচে আটলান্টাকে ১২–০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এটুকু তথ্যের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করার পরই মেসির ছেলের ১১ গোলের কীর্তি ভাইরাল। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো গতকালই এটা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ‘তারকা ফুটবলার লিওনেল মেসির ছেলে এই বুধবার ক্রীড়া জগতের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর্জেন্টাইন তারকার উত্তরসূরী থিয়াগো মেসি ইন্টার মায়ামিকে ১২-০ গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জিততে সাহায্য করেছে। এমএলএস কাপের অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে করেছে ১১ গোল। অবশেষে ও গ্লোবো ইন্টার মায়ামির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে যে এমন পারফরম্যান্স হয়নি।’
ও গ্লোবোর দাবি মেসির ছেলে থিয়াগো মেসিকে নিয়ে নিছক মজা করা হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমটি বলেছে, ‘ম্যাচের স্কোরবোর্ডের একটি ছবি কদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে খবর প্রকাশ করলে সেটা সবার নজর কেড়েছে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ কখনোই হয়নি। শুধুই ইন্টারনেটে মজা করা হয়েছে।’
মেসির ছেলে থিয়াগো প্রায়ই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে আসে। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
২ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
৩ ঘণ্টা আগে