
টুর্নামেন্টের পরিবর্তন হলেও করিম বেনজামার পরিবর্তন নাই। লা লিগায় ভায়োদোলিদের বিপক্ষে ৭ মিনিটে হ্যাটট্রিক করার পর আবারও হ্যাটট্রিক করেছেন তিনি। বার্সেলোনার বিপক্ষে গতাকালেরটি ছিল কোপা দেল রের সেমিফাইনালে।
অর্থাৎ, হ্যাটট্রিকের রেশ শেষ হতে দিচ্ছেন না বেনজামা। ক্যারিয়ারে অনেক হ্যাটট্রিক করলেও গতকালের টানা দ্বিতীয়টি ছিল রিয়াল মাদ্রিদ তারকার কাছে বিশেষ। প্রথমবারের মতো যে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছেন তিনি। সব মিলিয়ে নিজের ৪৩তম ধ্রুপদি লড়াইয়ে খেলতে নেমে প্রথমের স্বাদ পেয়েছেন সব শেষ ব্যালন ডি’অর বিজয়ী।
নু ক্যাম্পের হ্যাটট্রিকে আরও বেশ কিছু রেকর্ড গড়েছেন বেনজামা। ক্লাব ফুটবলের ইতিহাসে ১১তম খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মাঠে ৩ গোল করলেন তিনি। আর ১৯৬৩ সালের ২৭ জানুয়ারির পর প্রথম রিয়াল ফুটবলার হিসেবে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি। সেবার ৫-১ গোলের জয়ের ম্যাচে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি ফেরেংক পুসকাস। ৬০ বছরের দীর্ঘ রেকর্ড খরার অবসান ঘুচিয়েছেন ৩৫ বছর বয়সী।
বার্সার বিপক্ষে রিয়ালের সর্বশেষ হ্যাটট্রিকের হিসাব করলে সময়টা হবে ২৮ বছরের। শেষবার ১৯৯৫ সালের ৬ জানুয়ারি হ্যাটট্রিক করেছিলেন চিলির কিংবদন্তি স্ট্রাইকার ইভান জামোরানো। গতকাল কোপা দেল রের ফাইনালে ওঠার ম্যাচে রিয়ালের ৪-০ গোলের জয়ে বেনজামার ৩ গোলের সঙ্গে ১ গোল করেছেন ভিনিসিয়ুস।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে এবারও বেনজামার হাতে ব্যালন ডি-অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শিষ্যের ব্যালন ডি’অর জয়ের বিষয়ে ইতালিয়ান কোচকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেছেন, ‘কেন নয়? বেনজামা ফিরে এসেছে। সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। ছন্দে থাকলে সে পার্থক্য গড়ে দেয়।’
এখন পর্যন্ত সব মিলিয়ে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন বেনজামা। সঙ্গে সতীর্থদের দিয়ে ৬ গোল করিয়েছেন সাবেক ফরাসি তারকা।

টুর্নামেন্টের পরিবর্তন হলেও করিম বেনজামার পরিবর্তন নাই। লা লিগায় ভায়োদোলিদের বিপক্ষে ৭ মিনিটে হ্যাটট্রিক করার পর আবারও হ্যাটট্রিক করেছেন তিনি। বার্সেলোনার বিপক্ষে গতাকালেরটি ছিল কোপা দেল রের সেমিফাইনালে।
অর্থাৎ, হ্যাটট্রিকের রেশ শেষ হতে দিচ্ছেন না বেনজামা। ক্যারিয়ারে অনেক হ্যাটট্রিক করলেও গতকালের টানা দ্বিতীয়টি ছিল রিয়াল মাদ্রিদ তারকার কাছে বিশেষ। প্রথমবারের মতো যে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছেন তিনি। সব মিলিয়ে নিজের ৪৩তম ধ্রুপদি লড়াইয়ে খেলতে নেমে প্রথমের স্বাদ পেয়েছেন সব শেষ ব্যালন ডি’অর বিজয়ী।
নু ক্যাম্পের হ্যাটট্রিকে আরও বেশ কিছু রেকর্ড গড়েছেন বেনজামা। ক্লাব ফুটবলের ইতিহাসে ১১তম খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মাঠে ৩ গোল করলেন তিনি। আর ১৯৬৩ সালের ২৭ জানুয়ারির পর প্রথম রিয়াল ফুটবলার হিসেবে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি। সেবার ৫-১ গোলের জয়ের ম্যাচে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি ফেরেংক পুসকাস। ৬০ বছরের দীর্ঘ রেকর্ড খরার অবসান ঘুচিয়েছেন ৩৫ বছর বয়সী।
বার্সার বিপক্ষে রিয়ালের সর্বশেষ হ্যাটট্রিকের হিসাব করলে সময়টা হবে ২৮ বছরের। শেষবার ১৯৯৫ সালের ৬ জানুয়ারি হ্যাটট্রিক করেছিলেন চিলির কিংবদন্তি স্ট্রাইকার ইভান জামোরানো। গতকাল কোপা দেল রের ফাইনালে ওঠার ম্যাচে রিয়ালের ৪-০ গোলের জয়ে বেনজামার ৩ গোলের সঙ্গে ১ গোল করেছেন ভিনিসিয়ুস।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে এবারও বেনজামার হাতে ব্যালন ডি-অর দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শিষ্যের ব্যালন ডি’অর জয়ের বিষয়ে ইতালিয়ান কোচকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেছেন, ‘কেন নয়? বেনজামা ফিরে এসেছে। সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। ছন্দে থাকলে সে পার্থক্য গড়ে দেয়।’
এখন পর্যন্ত সব মিলিয়ে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন বেনজামা। সঙ্গে সতীর্থদের দিয়ে ৬ গোল করিয়েছেন সাবেক ফরাসি তারকা।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
৪১ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে