করোনার ধাক্কায় প্রিমিয়ার লিগে বাতিল করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডের আজকে রাতের ম্যাচ। এর আগে একই কারণে স্থগিত করা হয়েছিল ব্রাইটন ও টটেনহামের ম্যাচও। হঠাৎ করে ব্রিটেনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশটির ফুটবল অঙ্গনেও।
ম্যানইউ ও ব্রেন্টফোর্ডের ম্যাচ বাতিল নিয়ে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের নিয়ম মেনে বিশেষ পরিস্থিতিতে ম্যাচ স্থগিত করা হয়েছে। পাশাপাশি নতুন করে তারিখ ঠিক করে ম্যাচ আয়োজন করা হবে বলেও জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
করোনায় অন্যতম ক্ষতিগ্রস্ত ব্রিটেনে ফের নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, গত সপ্তাহে প্রিমিয়ার লিগের ৪২ জন খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাইটন, টটেনহাম, লেস্টার, অ্যাস্টন ভিলা ও নরউইচে ইতিমধ্যে করোনার সংক্রমণ ছড়িয়েছে।
এদিকে সংক্রমণের ঝুঁকি কমাতে ক্যারিংগটনের অনুশীলন মাঠের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ম্যানইউ। শনিবার নরউইচের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের আগে করোনা নেগেটিভ এসেছিলেন ‘রেড ডেভিল’দের সবাই। তবে রোববার সকালে অনুশীলনের আগে কয়েকজন পজিটিভ এসেছেন। একাধিক স্টাফ ও খেলোয়াড়ের পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ কর্তৃপক্ষ। সোমবার তারা লিগ কর্তৃপক্ষের কাছে ম্যাচ স্থগিত করার আহ্বানও জানায়।
এদিকে ম্যাচ বাতিলের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে ব্রেন্টফোর্ড। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে ম্যাচ বাতিলের জন্য দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি লিগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও বলে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
১৬ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে