
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে।
২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন।
সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল।
আরও পড়ুন:

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে।
২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন।
সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল।
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে