
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে।
২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন।
সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল।
আরও পড়ুন:

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে।
২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন।
সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল।
আরও পড়ুন:

শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩২ মিনিট আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে