নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুর্কমেনিস্তানে বিপক্ষে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ প্রথম দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। সময় এখন তাই আনন্দ উল্লাসের। তবে উদ্যাপন আপাতত জমিয়ে রেখেছেন মেয়েরা।
আজ জিম ও সাঁতার কাটিয়ে রিকভারি সেশন করেছেন মেয়েরা। ছিল না মাঠের কোনো অনুশীলন। ৫ জুলাই নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা খুব ভালো ভাবে আছে খুব ভালো মুডে আছে। কাল আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ গেছে। এটার জন্য আমরা আজ রিকভারি সেশন করছি। এটা আমি বলব যে, আমাদের এতোদিনের যে কষ্ট মেয়েদের সেটারই ফসল হিসেবে আমরা গতকাল ইতিহাস গড়েছি। কাল আরেকটি ম্যাচ আছে। আমরা এই ম্যাচকেও গুরুত্ব দিচ্ছি। আমরা এই ম্যাচ জিতে... অস্ট্রেলিয়ার পথ তো আমরা পেরিয়েছি। আশা করি আমাদের মেয়েরা আরও ভালো করবে সামনে।’
মিয়ানমারেও যাওয়ার আগে থেকে লক্ষ্য পুষে রেখেছিলেন শিউলি আজিম। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেন, ‘আসলে আমরা যখন আমাদের গ্রুপ দেখলাম। দেখার পর আসলে একটা লক্ষ্য ছিল, এবার যদি আমরা চাই... সবাই যদি নিজেদের হৃদয় থেকে খেলি আমরা কোয়ালিফাই করতে পারব। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা এখনো পুরোপুরি সেভাবে উদ্যাপন করিনি। সেটা রেখে দিয়েছি। শেষ ম্যাচটির পর আমরা পুরোপুরি আনন্দ করব, উদ্যাপন করব।’
তুর্কমেনিস্তানে বিপক্ষে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ প্রথম দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। সময় এখন তাই আনন্দ উল্লাসের। তবে উদ্যাপন আপাতত জমিয়ে রেখেছেন মেয়েরা।
আজ জিম ও সাঁতার কাটিয়ে রিকভারি সেশন করেছেন মেয়েরা। ছিল না মাঠের কোনো অনুশীলন। ৫ জুলাই নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা খুব ভালো ভাবে আছে খুব ভালো মুডে আছে। কাল আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ গেছে। এটার জন্য আমরা আজ রিকভারি সেশন করছি। এটা আমি বলব যে, আমাদের এতোদিনের যে কষ্ট মেয়েদের সেটারই ফসল হিসেবে আমরা গতকাল ইতিহাস গড়েছি। কাল আরেকটি ম্যাচ আছে। আমরা এই ম্যাচকেও গুরুত্ব দিচ্ছি। আমরা এই ম্যাচ জিতে... অস্ট্রেলিয়ার পথ তো আমরা পেরিয়েছি। আশা করি আমাদের মেয়েরা আরও ভালো করবে সামনে।’
মিয়ানমারেও যাওয়ার আগে থেকে লক্ষ্য পুষে রেখেছিলেন শিউলি আজিম। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেন, ‘আসলে আমরা যখন আমাদের গ্রুপ দেখলাম। দেখার পর আসলে একটা লক্ষ্য ছিল, এবার যদি আমরা চাই... সবাই যদি নিজেদের হৃদয় থেকে খেলি আমরা কোয়ালিফাই করতে পারব। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা এখনো পুরোপুরি সেভাবে উদ্যাপন করিনি। সেটা রেখে দিয়েছি। শেষ ম্যাচটির পর আমরা পুরোপুরি আনন্দ করব, উদ্যাপন করব।’
ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম
৫ ঘণ্টা আগেপ্রথমার্ধে ছিল একচেটিয়া আধিপত্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বাংলাদেশের মেয়েরা। দুই গোলে এগিয়ে থাকার পরও হিমশিমকে নেপালকে সামলাতে। নেপালও সমতায় ফিরে আসে দারুণভাবে। শেষ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ে খুশি হলেও ফুটবলারদের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে না বাংলাদেশ
৬ ঘণ্টা আগেলর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।
৭ ঘণ্টা আগে২০১৭ সালে ডাম্বুলাতেই তামিম ইকবালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল ওয়ানডেতে। সংস্করণ ভিন্ন হলেও সেই ডাম্বুলাতে আজ শ্রীলঙ্কাকে আবার হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরল বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে